Ajker Patrika

জাতীয় পিঠা উৎসব শুরু আজ

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১: ১৭
জাতীয় পিঠা উৎসব শুরু আজ

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় রংপুরে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় পাবলিক লাইব্রেরি মাঠে উৎসবের উদ্বোধন করবেন।

উৎসব উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই উৎসবের আয়োজন করা হচ্ছে।

শাহ আলম জানান, ঢাকার বাইরে প্রথমবারের মতো রংপুরে জাতীয় পিঠা উৎসব শুরু হতে যাচ্ছে। পাঁচ দিনের এ উৎসবে ৩০টি স্টলে থাকবে বাহারি পিঠার পসরা। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। পিঠা উৎসবের পাশাপাশি দর্শনার্থীদের মন মাতাবে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

উৎসবের রংপুর বিভাগীয় আহ্বায়ক বিপ্লব প্রসাদ বলেন, পিঠার সঙ্গে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। গ্রামীণ সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে নতুন প্রজন্মের কাছে পিঠা তৈরির গল্প তুলে ধরতে হবে। একেকটি পিঠার সঙ্গে নারীর অন্তরে থাকা শৈল্পিক চিন্তার প্রকাশ ঘটে। একটা সময় শীতের মৌসুমজুড়ে গ্রামবাংলার বাড়ি বাড়ি ও হাটবাজারে বাহারি পিঠা তৈরি করতে দেখা যেত। সেই পুরোনো ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, এ জন্য ২০০৮ সাল থেকে জাতীয় পর্যায়ে পিঠা উৎসব করে আসছে পরিষদ। এবার রংপুরের উৎসব থেকে পাঁচজন সেরা পিঠা শিল্পী নির্বাচিত করে সম্মাননা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উৎসব উদ্‌যাপন পরিষদের রংপুর বিভাগীয় সদস্যসচিব আশরাফুল আলম আল-আমিন, সদস্য মাহবুব রহমান, নাট্যজন সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাখাওয়াত রাঙা, প্রচার উপকমিটির আহ্বায়ক মনজিল মুরাদ লাভলু, সদস্য রেজাউল করিম জীবন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত