ড. আশরাফ সিদ্দিকী
মোহাম্মদ আবদুল মজিদের খুব ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করবেন। হ্যাঁ, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কথাই বলছি। অনার্স করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএল কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গিয়ে এমএ ক্লাসে ভর্তি হওয়ার ফরম চাইলে কর্তাব্যক্তিটি বললেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএতে মাইগ্রেশন করানোর কোনো নিয়ম নেই।’ আবদুল মজিদ ভাবলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কি তাহলে মফস্বলের বিশ্ববিদ্যালয় ভাবা হচ্ছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কুলীন?
বুঝিয়ে দিলেন কর্তাব্যক্তিটি, ‘এটা আশরাফ-আতরাফের ব্যাপার নয়। দুই বিশ্ববিদ্যালয়ের অনার্স আর এমএ সিলেবাসে কিছু পার্থক্য আছে, তাই এই নিয়ম।’
বিভাগীয় চেয়ারম্যান যদি রাজি থাকেন, তাহলেই কেবল ভর্তি হওয়া সম্ভব। ১৯৭৪ সালে ইংরেজি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী। কিন্তু তাঁর কাছে পৌঁছানো যায় কী করে?
মনে পড়ল, বাংলা একাডেমির মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকীর সঙ্গে তো খুব জানাশোনা আছে। খুলনা বইমেলা আর সাহিত্য সম্মেলনগুলোয় হয়েছিল ঘনিষ্ঠতা। আশরাফ সিদ্দিকীকে গিয়ে সমস্যার কথা বললেন মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বললেন, ‘কাল বাংলা একাডেমিতে এসো।’
পরদিন বাংলা একাডেমিতে গিয়ে দেখলেন কবীর চৌধুরী চা খাচ্ছেন আশরাফ সিদ্দিকীর সঙ্গে। তরুণ প্রতিশ্রুতিশীল সাহিত্যকর্মী বলে আবদুল মজিদকে কবির চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর বাংলা একাডেমির সদস্য হওয়ার একটা ফরম পূরণ করতে বললেন। তাতে প্রস্তাবকের ঘরে সই করলেন আশরাফ সিদ্দিকী, সমর্থকের ঘরে কবীর চৌধুরী।
এবার কবীর চৌধুরীকে আশরাফ সিদ্দিকী বললেন, ‘বাংলা একাডেমির একজন সদস্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারে, তাহলে আর কে পড়বে বলুন?’ এরপর কবীর চৌধুরীকে সমস্যাটা বুঝিয়ে বললেন। একগাল হেসে কবীর চৌধুরী বললেন, ‘আগামীকাল একটা আবেদনপত্র নিয়ে আমার কাছে এসো।’ আশরাফ সিদ্দিকীর বুদ্ধিমত্তার কারণে বিশেষ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেন আবদুল মজিদ।
সূত্র: মোহাম্মদ আবদুল মজিদ, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা ৩২৮-৩২৯
মোহাম্মদ আবদুল মজিদের খুব ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করবেন। হ্যাঁ, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের কথাই বলছি। অনার্স করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএল কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গিয়ে এমএ ক্লাসে ভর্তি হওয়ার ফরম চাইলে কর্তাব্যক্তিটি বললেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএতে মাইগ্রেশন করানোর কোনো নিয়ম নেই।’ আবদুল মজিদ ভাবলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কি তাহলে মফস্বলের বিশ্ববিদ্যালয় ভাবা হচ্ছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কুলীন?
বুঝিয়ে দিলেন কর্তাব্যক্তিটি, ‘এটা আশরাফ-আতরাফের ব্যাপার নয়। দুই বিশ্ববিদ্যালয়ের অনার্স আর এমএ সিলেবাসে কিছু পার্থক্য আছে, তাই এই নিয়ম।’
বিভাগীয় চেয়ারম্যান যদি রাজি থাকেন, তাহলেই কেবল ভর্তি হওয়া সম্ভব। ১৯৭৪ সালে ইংরেজি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী। কিন্তু তাঁর কাছে পৌঁছানো যায় কী করে?
মনে পড়ল, বাংলা একাডেমির মহাপরিচালক ড. আশরাফ সিদ্দিকীর সঙ্গে তো খুব জানাশোনা আছে। খুলনা বইমেলা আর সাহিত্য সম্মেলনগুলোয় হয়েছিল ঘনিষ্ঠতা। আশরাফ সিদ্দিকীকে গিয়ে সমস্যার কথা বললেন মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বললেন, ‘কাল বাংলা একাডেমিতে এসো।’
পরদিন বাংলা একাডেমিতে গিয়ে দেখলেন কবীর চৌধুরী চা খাচ্ছেন আশরাফ সিদ্দিকীর সঙ্গে। তরুণ প্রতিশ্রুতিশীল সাহিত্যকর্মী বলে আবদুল মজিদকে কবির চৌধুরীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর বাংলা একাডেমির সদস্য হওয়ার একটা ফরম পূরণ করতে বললেন। তাতে প্রস্তাবকের ঘরে সই করলেন আশরাফ সিদ্দিকী, সমর্থকের ঘরে কবীর চৌধুরী।
এবার কবীর চৌধুরীকে আশরাফ সিদ্দিকী বললেন, ‘বাংলা একাডেমির একজন সদস্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারে, তাহলে আর কে পড়বে বলুন?’ এরপর কবীর চৌধুরীকে সমস্যাটা বুঝিয়ে বললেন। একগাল হেসে কবীর চৌধুরী বললেন, ‘আগামীকাল একটা আবেদনপত্র নিয়ে আমার কাছে এসো।’ আশরাফ সিদ্দিকীর বুদ্ধিমত্তার কারণে বিশেষ বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেন আবদুল মজিদ।
সূত্র: মোহাম্মদ আবদুল মজিদ, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা ৩২৮-৩২৯
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে