সম্পাদকীয়
বাবুর বাজারে একটা দোকানে কাচ আর কাচ। সেই কাচে নানা ধরনের ছবি আঁকা। নানা কথা লেখা। সেই ছবি আর লেখা দেখতে থাকেন বালক শামসুর রাহমান। আহা! যিনি আঁকেন আর লেখেন, তাঁর হাতের কাজ কত সুন্দর!
এই যখন ভাবছেন, তখন একটা গাঢ় স্বর শুনতে পেলেন তিনি। দোকানের ভেতরে ডাকছেন তিনি। ভয় পেলেন শামসুর রাহমান। বকবেন না তো! কিন্তু বকাবকি করলেন না তিনি। বললেন, ‘তোমার নাম কী খোকা?’ এরপর রঙে তুলি ডোবালেন।
‘কোথায় থাকো?’
‘মাহুতটুলীতে।’
‘ইশকুলে পড়ো?’
এরপর কথা এগোতে থাকে।
শামসুর রাহমান তখন ক্লাস সেভেনের ছাত্র। লোকটাকে ভালো লেগে যায় শামসুর রাহমানের। কাচের ওপর ছবি আঁকতে আঁকতে তিনি কথা বলে চলেছিলেন। একটা নৌকা, ফুটকির মতো পাড়াগাঁ, তামার পয়সার মতো সূর্য, আরও কত কী!
এসব দেখতে দেখতে তন্ময় হয়ে যান শামসুর রাহমান। হঠাৎ শোনেন লোকটি বলছেন, ‘কী ভাবছ?’
ততক্ষণে লোকটার নাম জানা হয়ে গেছে। ‘নঈম মিয়া। শামসুর রাহমান বললেন, ‘আপনার আঁকা ছবি দেখছি। খুব ভালো লাগছে আমার। আপনি আমাকে ছবি আঁকা শেখাবেন?’
‘ছবি এঁকে কী করবে?’ ‘আপনার মতো ছবি আঁকব দোকানে বসে বসে। আমি এই কাচের ওপর একটা নৌকা বানাব?’
অনুমতি পেয়ে একটা নৌকা আঁকলেন শামসুর রাহমান। নঈম মিয়ার চেহারা একটু গম্ভীর মনে হলো।
পরদিন স্কুলে না গিয়ে নঈম মিয়ার দোকানেই চলে এলেন শামসুর। নঈম মিয়া জিজ্ঞেস করলেন, ‘ইশকুল নেই তোমার?’
‘আজ ইশকুলে যাব না।’
নঈম মিয়া বললেন, ‘কাল থেকে এসো না এখানে। তোমাকে লেখাপড়া শিখতে হবে। বাজে দোকানে বসে কাচের ওপর ছবি আঁকা তোমার কাজ নয়।’
কথাটা যে গভীর বেদনা থেকে বলেছেন, সেটা শামসুর রাহমান বুঝেছিলেন। এর পর থেকে আর ওখানে যাননি।
সূত্র: শামসুর রাহমান, স্মৃতির শহর, পৃষ্ঠা ৪৮–৫২
বাবুর বাজারে একটা দোকানে কাচ আর কাচ। সেই কাচে নানা ধরনের ছবি আঁকা। নানা কথা লেখা। সেই ছবি আর লেখা দেখতে থাকেন বালক শামসুর রাহমান। আহা! যিনি আঁকেন আর লেখেন, তাঁর হাতের কাজ কত সুন্দর!
এই যখন ভাবছেন, তখন একটা গাঢ় স্বর শুনতে পেলেন তিনি। দোকানের ভেতরে ডাকছেন তিনি। ভয় পেলেন শামসুর রাহমান। বকবেন না তো! কিন্তু বকাবকি করলেন না তিনি। বললেন, ‘তোমার নাম কী খোকা?’ এরপর রঙে তুলি ডোবালেন।
‘কোথায় থাকো?’
‘মাহুতটুলীতে।’
‘ইশকুলে পড়ো?’
এরপর কথা এগোতে থাকে।
শামসুর রাহমান তখন ক্লাস সেভেনের ছাত্র। লোকটাকে ভালো লেগে যায় শামসুর রাহমানের। কাচের ওপর ছবি আঁকতে আঁকতে তিনি কথা বলে চলেছিলেন। একটা নৌকা, ফুটকির মতো পাড়াগাঁ, তামার পয়সার মতো সূর্য, আরও কত কী!
এসব দেখতে দেখতে তন্ময় হয়ে যান শামসুর রাহমান। হঠাৎ শোনেন লোকটি বলছেন, ‘কী ভাবছ?’
ততক্ষণে লোকটার নাম জানা হয়ে গেছে। ‘নঈম মিয়া। শামসুর রাহমান বললেন, ‘আপনার আঁকা ছবি দেখছি। খুব ভালো লাগছে আমার। আপনি আমাকে ছবি আঁকা শেখাবেন?’
‘ছবি এঁকে কী করবে?’ ‘আপনার মতো ছবি আঁকব দোকানে বসে বসে। আমি এই কাচের ওপর একটা নৌকা বানাব?’
অনুমতি পেয়ে একটা নৌকা আঁকলেন শামসুর রাহমান। নঈম মিয়ার চেহারা একটু গম্ভীর মনে হলো।
পরদিন স্কুলে না গিয়ে নঈম মিয়ার দোকানেই চলে এলেন শামসুর। নঈম মিয়া জিজ্ঞেস করলেন, ‘ইশকুল নেই তোমার?’
‘আজ ইশকুলে যাব না।’
নঈম মিয়া বললেন, ‘কাল থেকে এসো না এখানে। তোমাকে লেখাপড়া শিখতে হবে। বাজে দোকানে বসে কাচের ওপর ছবি আঁকা তোমার কাজ নয়।’
কথাটা যে গভীর বেদনা থেকে বলেছেন, সেটা শামসুর রাহমান বুঝেছিলেন। এর পর থেকে আর ওখানে যাননি।
সূত্র: শামসুর রাহমান, স্মৃতির শহর, পৃষ্ঠা ৪৮–৫২
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে