বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের প্রেক্ষাগৃহ কিংবা আন্তর্জাতিক পুরস্কার, সব মিলিয়ে ঢাকাই সিনেমায় বইছে সুবাতাস। সর্বশেষ সাফল্যের এই মুকুটে আরও একটি পালক যোগ করল যুবরাজ শামিম পরিচালিত ‘আদিম’। নিউইয়র্কে ১২তম কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘আদিম’।
শুধু পুরস্কারই নয়, উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটো সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। পুরস্কার ঘোষণার সময় তিনি বলেন, ‘আমি আমার জীবনে এমন সিনেমা দেখিনি। দৃশ্যগুলো বেশ জীবন্ত আর মানুষগুলো একদম বাস্তবিক। ছবিটি দেখার সময় আমার মনে হয়েছে, আমি বাস্তবতা দেখছি।’
ভিসা জটিলতার কারণে উৎসবে অংশ নিতে নিউইয়র্কে যেতে পারেননি শামীম। তবে পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক অঙ্গনে ‘আদিম’-এর জয়জয়কার স্বাধীন নির্মাতাদের নতুন করে সাহস জোগাচ্ছে বলে মনে করেন শামিম।
এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। সেই সঙ্গে পেয়েছে নেটপ্যাক সম্মাননা। এর পর সিনেমাটি প্রদর্শন হয়েছে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেও সিনেমাটি দর্শকের প্রশংসা পায়। এবার দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর পরিকল্পনা করছেন শামিম। তবে তিনি জানেন, দেশে এ ধরনের সিনেমা মুক্তি দেওয়ার প্রক্রিয়া সহজ নয়। এরপরও আগামী বছরের শুরুর দিকে আদিম সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন যুবরাজ শামিম।
‘আদিম’ সিনেমার কাহিনি একটি বস্তিকে কেন্দ্র করে। শুটিং হয়েছে টঙ্গীর একটি বস্তিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ। গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সহ-প্রযোজক সিনেমাকার ও লোটাস ফিল্ম।
দেশের প্রেক্ষাগৃহ কিংবা আন্তর্জাতিক পুরস্কার, সব মিলিয়ে ঢাকাই সিনেমায় বইছে সুবাতাস। সর্বশেষ সাফল্যের এই মুকুটে আরও একটি পালক যোগ করল যুবরাজ শামিম পরিচালিত ‘আদিম’। নিউইয়র্কে ১২তম কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘আদিম’।
শুধু পুরস্কারই নয়, উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটো সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। পুরস্কার ঘোষণার সময় তিনি বলেন, ‘আমি আমার জীবনে এমন সিনেমা দেখিনি। দৃশ্যগুলো বেশ জীবন্ত আর মানুষগুলো একদম বাস্তবিক। ছবিটি দেখার সময় আমার মনে হয়েছে, আমি বাস্তবতা দেখছি।’
ভিসা জটিলতার কারণে উৎসবে অংশ নিতে নিউইয়র্কে যেতে পারেননি শামীম। তবে পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক অঙ্গনে ‘আদিম’-এর জয়জয়কার স্বাধীন নির্মাতাদের নতুন করে সাহস জোগাচ্ছে বলে মনে করেন শামিম।
এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। সেই সঙ্গে পেয়েছে নেটপ্যাক সম্মাননা। এর পর সিনেমাটি প্রদর্শন হয়েছে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেও সিনেমাটি দর্শকের প্রশংসা পায়। এবার দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর পরিকল্পনা করছেন শামিম। তবে তিনি জানেন, দেশে এ ধরনের সিনেমা মুক্তি দেওয়ার প্রক্রিয়া সহজ নয়। এরপরও আগামী বছরের শুরুর দিকে আদিম সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন যুবরাজ শামিম।
‘আদিম’ সিনেমার কাহিনি একটি বস্তিকে কেন্দ্র করে। শুটিং হয়েছে টঙ্গীর একটি বস্তিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ। গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সহ-প্রযোজক সিনেমাকার ও লোটাস ফিল্ম।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে