নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারও মায়া বা সহানুভূতি নিয়ে নয়; বরং দক্ষতা অনুযায়ী কাজ চান প্রতিবন্ধীরা। কাজের নিশ্চয়তা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নসহ ১০ দফা দাবি জানিয়েছে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০২১’ উপলক্ষে মানববন্ধনে এসব দাবি জানায় সংস্থাটি।
মানববন্ধনে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা বলেন, ‘প্রতিবন্ধীদের বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সংসদে কথা বলার জন্য ১০টি আসন, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করে সর্বনিম্ন ১০ হাজার টাকা নির্ধারণ, ব্যাটারিচালিত রিকশার অনুমোদনসহ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন চাই।’
একই দিন একই স্থানে আরেকটি মানববন্ধনে আবেদনকৃত ১ হাজার ৫২৫টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ ১২ দফা দাবি জানিয়েছে ডেফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
করোনায় ক্ষতিগ্রস্ত বধির পরিবারের জন্য মাসিক বাক্-শ্রবণপ্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে সর্বনিম্ন ৬ হাজার টাকা করাসহ, সরকারি-বেসরকারি অফিসে বধির প্রতিবন্ধীদের জন্য ১৫ শতাংশ কোটাভিত্তিক চাকরি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের বোঝা নয়। যথাযথ পরিচর্যা পেলে তাঁরা সম্পদে পরিণত হবেন।’
সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হালনাগাদ তথ্যমতে, উন্নয়নশীল দেশগুলোয় প্রতিবন্ধিতার হার ১৫ শতাংশ।
বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস (বিবিএস) পরিচালিত জরিপ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান প্রতিবন্ধিতার হার ৯ দশমিক ০৭ শতাংশ। ধরন অনুযায়ী মানুষের মধ্যে প্রায় ১২ ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করা হয়েছে। এগুলো হলো অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস, শারীরিক, মানসিক অসুস্থতাজনিত, দৃষ্টি, বাক্, বুদ্ধি এবং শ্রবণ প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক এবং অন্যান্য প্রতিবন্ধিতা।
প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
কারও মায়া বা সহানুভূতি নিয়ে নয়; বরং দক্ষতা অনুযায়ী কাজ চান প্রতিবন্ধীরা। কাজের নিশ্চয়তা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নসহ ১০ দফা দাবি জানিয়েছে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০২১’ উপলক্ষে মানববন্ধনে এসব দাবি জানায় সংস্থাটি।
মানববন্ধনে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল রানা বলেন, ‘প্রতিবন্ধীদের বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তা সরকারকেই দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সংসদে কথা বলার জন্য ১০টি আসন, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করে সর্বনিম্ন ১০ হাজার টাকা নির্ধারণ, ব্যাটারিচালিত রিকশার অনুমোদনসহ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন চাই।’
একই দিন একই স্থানে আরেকটি মানববন্ধনে আবেদনকৃত ১ হাজার ৫২৫টি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ ১২ দফা দাবি জানিয়েছে ডেফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।
করোনায় ক্ষতিগ্রস্ত বধির পরিবারের জন্য মাসিক বাক্-শ্রবণপ্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে সর্বনিম্ন ৬ হাজার টাকা করাসহ, সরকারি-বেসরকারি অফিসে বধির প্রতিবন্ধীদের জন্য ১৫ শতাংশ কোটাভিত্তিক চাকরি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের বোঝা নয়। যথাযথ পরিচর্যা পেলে তাঁরা সম্পদে পরিণত হবেন।’
সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হালনাগাদ তথ্যমতে, উন্নয়নশীল দেশগুলোয় প্রতিবন্ধিতার হার ১৫ শতাংশ।
বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিকস (বিবিএস) পরিচালিত জরিপ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান প্রতিবন্ধিতার হার ৯ দশমিক ০৭ শতাংশ। ধরন অনুযায়ী মানুষের মধ্যে প্রায় ১২ ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করা হয়েছে। এগুলো হলো অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস, শারীরিক, মানসিক অসুস্থতাজনিত, দৃষ্টি, বাক্, বুদ্ধি এবং শ্রবণ প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক এবং অন্যান্য প্রতিবন্ধিতা।
প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪