আজ টিকা পাবে মাধ্যমিকের শিক্ষার্থীরা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০৭: ১৭
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ১৩

জগন্নাথপুরে আজ সোমবার থেকে টিকা পাবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আজ ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ২১ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

উপজেলার পাঁচটি অস্থায়ী টিকাদান কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান বলেন, টিকাদান কার্যক্রমে উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ এবং ১৯টি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। সবাইকে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে টিকার কার্ড সংগ্রহ করে নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, আজ ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত