সম্পাদকীয়
ক্যানসার, অপারেশন, নানা ধরনের চিকিৎসার কারণে চেহারা পরিবর্তিত হয়ে গেছে জাহানারা ইমামের। ঢাকায় ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে। খাওয়া-দাওয়ার স্বাধীনতা কমেছে।
জিহ্বা খানিকটা বেরিয়ে থাকে মুখের বাইরে এসে। চুল হয়ে গেছে খাটো। তিনি এখন নিজের চেহারা নিয়ে লজ্জা পাচ্ছেন।
সে সময় ‘একাত্তরের দিনগুলি’ নিয়ে মানুষের খুব আগ্রহ। অনেক পাঠকই বইটা পড়ার পর তাঁর বাড়িতে এসে তাঁকে খুঁজে গেছেন। একনজর দেখতে চান জাহানারা ইমামকে। তিনি দেশে ফেরার পর অনেকেই দেখা করতে এলেন। প্রথমে যখন দেখা হয়, তাঁরা জাহানারা ইমামকে চিনে নিতে পারেন না। পরিচয় করিয়ে দিলে তাঁরা একটু ধাক্কা খান। এই মুখের সঙ্গে আগের মুখের কোনো মিল নেই। তবে কিছুক্ষণের মধ্যেই সামলে নেন।
বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই বেশি আসেন। কেউ কেউ বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন। কিন্তু ওই যে প্রথম দেখাতেই চমকে ওঠেন—সেটাই পীড়া দেয় জাহানারা ইমামকে। নিজেকে কুৎসিত ভাবতে ভালো লাগে না।
জাহানারা ইমামের এই কষ্ট দেখে একবার খেপে ওঠেন শামীম আজাদ। বলেন, ‘জানেন, জন্মের পর কত মেয়ে কুৎসিত চেহারা নিয়ে বেঁচে আছে? আপনি তো এতকাল সুন্দরীই ছিলেন, এখনো এত কাটাছেঁড়ার পর যেটুকু আপনার আছে, অনেক কুৎসিত মেয়ের তা-ও নেই।’ তাতে কিছুটা সান্ত্বনা আসে।
ডিসেম্বর মাসে সাংবাদিকদের আনাগোনা শুরু হয়। তাঁরা সাক্ষাৎকার নেবেন। সেটা ঠিক আছে। কিন্তু তাঁরা ছবিও তুলতে চান। তাতে আঁতকে ওঠেন জাহানারা ইমাম। এই চেহারার ছবি তুলবেন কী করে? ছবি ছাড়া সাক্ষাৎকার ছাপতে বলেন। তাঁরা রাজি হন না। শেষ পর্যন্ত ঠিক হয়, আগে তোলা কাছাকাছি সময়ের কোনো ছবি থাকলে সেটা দেওয়া যেতে পারে। আমেরিকায় যাওয়ার আগে সচিত্র সন্ধানীর জন্য নাসির আলী মামুন তুলেছিলেন একটি ছবি। সেটাই দেওয়া হলো। সেটা ছিল প্রথম অপারেশনের পরের ছবি। চুলগুলো তখনো অক্ষত ছিল। সেটা নিয়েই খুশি হলো সাংবাদিকের দল।
সূত্র: জাহানারা ইমাম, ক্যানসারের সঙ্গে বসবাস, পৃষ্ঠা ৭৩-৭৫
ক্যানসার, অপারেশন, নানা ধরনের চিকিৎসার কারণে চেহারা পরিবর্তিত হয়ে গেছে জাহানারা ইমামের। ঢাকায় ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে। খাওয়া-দাওয়ার স্বাধীনতা কমেছে।
জিহ্বা খানিকটা বেরিয়ে থাকে মুখের বাইরে এসে। চুল হয়ে গেছে খাটো। তিনি এখন নিজের চেহারা নিয়ে লজ্জা পাচ্ছেন।
সে সময় ‘একাত্তরের দিনগুলি’ নিয়ে মানুষের খুব আগ্রহ। অনেক পাঠকই বইটা পড়ার পর তাঁর বাড়িতে এসে তাঁকে খুঁজে গেছেন। একনজর দেখতে চান জাহানারা ইমামকে। তিনি দেশে ফেরার পর অনেকেই দেখা করতে এলেন। প্রথমে যখন দেখা হয়, তাঁরা জাহানারা ইমামকে চিনে নিতে পারেন না। পরিচয় করিয়ে দিলে তাঁরা একটু ধাক্কা খান। এই মুখের সঙ্গে আগের মুখের কোনো মিল নেই। তবে কিছুক্ষণের মধ্যেই সামলে নেন।
বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই বেশি আসেন। কেউ কেউ বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন। কিন্তু ওই যে প্রথম দেখাতেই চমকে ওঠেন—সেটাই পীড়া দেয় জাহানারা ইমামকে। নিজেকে কুৎসিত ভাবতে ভালো লাগে না।
জাহানারা ইমামের এই কষ্ট দেখে একবার খেপে ওঠেন শামীম আজাদ। বলেন, ‘জানেন, জন্মের পর কত মেয়ে কুৎসিত চেহারা নিয়ে বেঁচে আছে? আপনি তো এতকাল সুন্দরীই ছিলেন, এখনো এত কাটাছেঁড়ার পর যেটুকু আপনার আছে, অনেক কুৎসিত মেয়ের তা-ও নেই।’ তাতে কিছুটা সান্ত্বনা আসে।
ডিসেম্বর মাসে সাংবাদিকদের আনাগোনা শুরু হয়। তাঁরা সাক্ষাৎকার নেবেন। সেটা ঠিক আছে। কিন্তু তাঁরা ছবিও তুলতে চান। তাতে আঁতকে ওঠেন জাহানারা ইমাম। এই চেহারার ছবি তুলবেন কী করে? ছবি ছাড়া সাক্ষাৎকার ছাপতে বলেন। তাঁরা রাজি হন না। শেষ পর্যন্ত ঠিক হয়, আগে তোলা কাছাকাছি সময়ের কোনো ছবি থাকলে সেটা দেওয়া যেতে পারে। আমেরিকায় যাওয়ার আগে সচিত্র সন্ধানীর জন্য নাসির আলী মামুন তুলেছিলেন একটি ছবি। সেটাই দেওয়া হলো। সেটা ছিল প্রথম অপারেশনের পরের ছবি। চুলগুলো তখনো অক্ষত ছিল। সেটা নিয়েই খুশি হলো সাংবাদিকের দল।
সূত্র: জাহানারা ইমাম, ক্যানসারের সঙ্গে বসবাস, পৃষ্ঠা ৭৩-৭৫
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে