নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকার বাজারে দুই-তিন দিনের ব্যবধানে পেঁয়াজ, আদা, আলু, ময়দা, পাম তেলসহ কয়েকটি পণ্যের দাম বাড়তির দিকে। তবে কয়েক দিনের তুলনায় সবজির দাম কিছুটা কমছে। পরিবহনব্যয় বাড়ায় বাজারে কয়েকটি পণ্যের দাম একটু চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল রাজধানীর পুরান ঢাকার আজিমপুর এলাকার টং দোকানে আলু বিক্রি হয়েছে কেজিতে ২৮-৩০ টাকায়। নিউমার্কেটে ২৫-২৬ টাকায়। আর কারওয়ান বাজারে তা ১৮-২০ টাকায় বিক্রি হয়েছে। বাজারভেদে দামের বিপুল ব্যবধান থাকলেও কর্তৃপক্ষের নজরদারি নেই বলে মনে করছেন ভোক্তারা।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দুই-তিন দিনের ব্যবধানে পাইকারি ও ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়েছে। পরিবহন ভাড়া বাড়ায় ও মজুত করে রাখার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। তবে দেশে পেঁয়াজের ঘাটতি নেই। বিশেষ করে দেশের মোকামগুলোতে এখনো বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী দুলাল হোসেন জানান, তাঁরা পাল্লায় ৫ কেজি আলু ৮৫-৯০ টাকায় বিক্রি করছেন। খুচরা বাজারে অতিরিক্ত বেশি দাম সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি।
পাবনার সুজানগর এলাকার পেঁয়াজচাষি মামুনুর রহমান জানান, তিনি এ বছর দুই হাজার মণ পেঁয়াজ মজুত করেছিলেন। পচনশীল পণ্য হওয়ায় মৌসুমের শেষের দিকে এসে মণে ১০-১২ কেজি নষ্ট হয়ে গেছে। এদিকে মাসখানেকের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ অবস্থায় তাঁদের কিছুটা লোকসানে পুরোনো পেঁয়াজ ছেড়ে দিতে হচ্ছে। তাঁদের বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
ফরিদপুরের সদর উপজেলার পেঁয়াজচাষি মাজেদ হোসেন জানান, তাঁদের এলাকার প্রায় প্রতিটি অবস্থাসম্পন্ন কৃষকের ঘরে ১০০-১৫০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। তিনি মৌসুমের শুরুতে ৫০০ মণ পেঁয়াজ মজুত করেছিলেন। বর্তমানে ২০০ মণের মতো মজুত রয়েছে। তাঁদের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৮০০ টাকায়।
পেঁয়াজের মতো ঢাকায় আরও কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। পুরান ঢাকার মৌলভীবাজারের ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, তাঁদের বাজারে পাইকারি ভোজ্য তেল মিল গেটে আগের চেয়ে প্রতি মণ ৭০-৮০ টাকা কমে বিক্রি হচ্ছে।
রাজধানী ঢাকার বাজারে দুই-তিন দিনের ব্যবধানে পেঁয়াজ, আদা, আলু, ময়দা, পাম তেলসহ কয়েকটি পণ্যের দাম বাড়তির দিকে। তবে কয়েক দিনের তুলনায় সবজির দাম কিছুটা কমছে। পরিবহনব্যয় বাড়ায় বাজারে কয়েকটি পণ্যের দাম একটু চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল রাজধানীর পুরান ঢাকার আজিমপুর এলাকার টং দোকানে আলু বিক্রি হয়েছে কেজিতে ২৮-৩০ টাকায়। নিউমার্কেটে ২৫-২৬ টাকায়। আর কারওয়ান বাজারে তা ১৮-২০ টাকায় বিক্রি হয়েছে। বাজারভেদে দামের বিপুল ব্যবধান থাকলেও কর্তৃপক্ষের নজরদারি নেই বলে মনে করছেন ভোক্তারা।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দুই-তিন দিনের ব্যবধানে পাইকারি ও ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়েছে। পরিবহন ভাড়া বাড়ায় ও মজুত করে রাখার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। তবে দেশে পেঁয়াজের ঘাটতি নেই। বিশেষ করে দেশের মোকামগুলোতে এখনো বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী দুলাল হোসেন জানান, তাঁরা পাল্লায় ৫ কেজি আলু ৮৫-৯০ টাকায় বিক্রি করছেন। খুচরা বাজারে অতিরিক্ত বেশি দাম সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি।
পাবনার সুজানগর এলাকার পেঁয়াজচাষি মামুনুর রহমান জানান, তিনি এ বছর দুই হাজার মণ পেঁয়াজ মজুত করেছিলেন। পচনশীল পণ্য হওয়ায় মৌসুমের শেষের দিকে এসে মণে ১০-১২ কেজি নষ্ট হয়ে গেছে। এদিকে মাসখানেকের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ অবস্থায় তাঁদের কিছুটা লোকসানে পুরোনো পেঁয়াজ ছেড়ে দিতে হচ্ছে। তাঁদের বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
ফরিদপুরের সদর উপজেলার পেঁয়াজচাষি মাজেদ হোসেন জানান, তাঁদের এলাকার প্রায় প্রতিটি অবস্থাসম্পন্ন কৃষকের ঘরে ১০০-১৫০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। তিনি মৌসুমের শুরুতে ৫০০ মণ পেঁয়াজ মজুত করেছিলেন। বর্তমানে ২০০ মণের মতো মজুত রয়েছে। তাঁদের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৮০০ টাকায়।
পেঁয়াজের মতো ঢাকায় আরও কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। পুরান ঢাকার মৌলভীবাজারের ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, তাঁদের বাজারে পাইকারি ভোজ্য তেল মিল গেটে আগের চেয়ে প্রতি মণ ৭০-৮০ টাকা কমে বিক্রি হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে