সম্পাদকীয়
বয়স যখন ৯-১০, তখন আবদুল আলীমের এক চাচা কলকাতা থেকে একটা কলের গান কিনে নিয়ে এলেন। তখন তাঁরা থাকেন মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে। সকাল সাড়ে ৯টার দিকে যখন আলীম পান্তাভাত খাচ্ছিলেন, তখনই তাঁর কানে আসে সুমধুর আওয়াজ, গানের আওয়াজ। ভাত সেভাবে রেখেই আলীম ছুটলেন চাচার বাড়ির দিকে। দেখলেন, গোলমতো একটা জিনিস ঘুরছে আর গান বাজছে। গানটা সম্ভবত ছিল, ‘সদা মন চাহে মদিনা যাব...’।
গানটি ছিল কে মল্লিকের কণ্ঠে। কলের গান শুনে শুনেই বেশ কিছু গান রপ্ত করে ফেললেন আবদুল আলীম। গ্রামোফোন শুনতে শুনতেই তাল-লয় সম্পর্কে ধারণা এল। তবে মানুষের সামনে গান করতে লজ্জা পেতেন তিনি। গাইতেন মাঠে কিংবা মনুষ্যবিহীন কোথাও।
একদিন গ্রামের কিছু মানুষ এসে আলীমের বড় ভাইকে ধরলেন, ‘আলীমের গলা খুব মিষ্টি। ওকে গান শেখাও।’ টাকার লোভ দেখালেন ভাই। কিন্তু আলীম তো গাইবেন না। তখন গোলাম আলী নামে এক ভদ্রলোক নিয়ে এলেন হারমোনিয়াম। তাঁর কাছেই গান শেখা শুরু করলেন। লজ্জা ভেঙে গেল। গ্রামে যে থিয়েটার হতো, তাতে গাইতে লাগলেন তিনি।
ওস্তাদ গোলাম আলী একবার কলকাতায় নিয়ে গেলেন আলীমকে। গ্রামোফোন কোম্পানিতে তিনি দেখলেন কে মল্লিককে! দেখতে গেলেন আলিয়া মাদ্রাসা। শুনলেন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক এখানে আসবেন। ভাই গোপনে একটা তালিকায় আলীমের নাম লিখে দিলেন। এই ছেলে গান গাইবে প্রধানমন্ত্রী এলে।
ফজলুল হক বসেছেন। আবদুল আলীমের নাম ঘোষণা করা হলো। দুরু দুরু বক্ষে ১০-১১ বছর বয়সী আলীম গাইলেন, ‘সদা মন চাহে মদিনা যাব...’। সামনে তাকিয়ে দেখেন, শেরেবাংলা ফজলুল হক অঝোর ধারায় কাঁদছেন। পরে আলীমকে ডেকে নিয়ে বললেন, ‘ভাই, তুমি আমার সাথে দেখা করে যাবে, তোমাকে আমি পোশাক তৈরি করে দেব।’ এরপর শেরেবাংলা খিদিরপুর, আলিপুর যেখানেই গেছেন, গাড়ি পাঠিয়ে দিয়েছেন। সেই গাড়িতে করে গিয়ে আলীম শুনিয়েছেন গান। পেয়েছেন টাকা! সেই তো শুরু।
সূত্র: শহীদুল ইসলামের নেওয়া আবদুল আলীমের সাক্ষাৎকার, গানপার
বয়স যখন ৯-১০, তখন আবদুল আলীমের এক চাচা কলকাতা থেকে একটা কলের গান কিনে নিয়ে এলেন। তখন তাঁরা থাকেন মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে। সকাল সাড়ে ৯টার দিকে যখন আলীম পান্তাভাত খাচ্ছিলেন, তখনই তাঁর কানে আসে সুমধুর আওয়াজ, গানের আওয়াজ। ভাত সেভাবে রেখেই আলীম ছুটলেন চাচার বাড়ির দিকে। দেখলেন, গোলমতো একটা জিনিস ঘুরছে আর গান বাজছে। গানটা সম্ভবত ছিল, ‘সদা মন চাহে মদিনা যাব...’।
গানটি ছিল কে মল্লিকের কণ্ঠে। কলের গান শুনে শুনেই বেশ কিছু গান রপ্ত করে ফেললেন আবদুল আলীম। গ্রামোফোন শুনতে শুনতেই তাল-লয় সম্পর্কে ধারণা এল। তবে মানুষের সামনে গান করতে লজ্জা পেতেন তিনি। গাইতেন মাঠে কিংবা মনুষ্যবিহীন কোথাও।
একদিন গ্রামের কিছু মানুষ এসে আলীমের বড় ভাইকে ধরলেন, ‘আলীমের গলা খুব মিষ্টি। ওকে গান শেখাও।’ টাকার লোভ দেখালেন ভাই। কিন্তু আলীম তো গাইবেন না। তখন গোলাম আলী নামে এক ভদ্রলোক নিয়ে এলেন হারমোনিয়াম। তাঁর কাছেই গান শেখা শুরু করলেন। লজ্জা ভেঙে গেল। গ্রামে যে থিয়েটার হতো, তাতে গাইতে লাগলেন তিনি।
ওস্তাদ গোলাম আলী একবার কলকাতায় নিয়ে গেলেন আলীমকে। গ্রামোফোন কোম্পানিতে তিনি দেখলেন কে মল্লিককে! দেখতে গেলেন আলিয়া মাদ্রাসা। শুনলেন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক এখানে আসবেন। ভাই গোপনে একটা তালিকায় আলীমের নাম লিখে দিলেন। এই ছেলে গান গাইবে প্রধানমন্ত্রী এলে।
ফজলুল হক বসেছেন। আবদুল আলীমের নাম ঘোষণা করা হলো। দুরু দুরু বক্ষে ১০-১১ বছর বয়সী আলীম গাইলেন, ‘সদা মন চাহে মদিনা যাব...’। সামনে তাকিয়ে দেখেন, শেরেবাংলা ফজলুল হক অঝোর ধারায় কাঁদছেন। পরে আলীমকে ডেকে নিয়ে বললেন, ‘ভাই, তুমি আমার সাথে দেখা করে যাবে, তোমাকে আমি পোশাক তৈরি করে দেব।’ এরপর শেরেবাংলা খিদিরপুর, আলিপুর যেখানেই গেছেন, গাড়ি পাঠিয়ে দিয়েছেন। সেই গাড়িতে করে গিয়ে আলীম শুনিয়েছেন গান। পেয়েছেন টাকা! সেই তো শুরু।
সূত্র: শহীদুল ইসলামের নেওয়া আবদুল আলীমের সাক্ষাৎকার, গানপার
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে