নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী দলকে মিয়ানমার সফরে না পাঠিয়ে বড় বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সমালোচনা আর বিতর্কের জল গড়িয়েছে সংসদীয় কমিটি পর্যন্ত। গত পরশু ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠকে ক্ষোভের কেন্দ্রে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সংসদীয় কমিটির বৈঠকে উঠেছিল বাফুফে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সুপারিশও। চতুর্থ মেয়াদে থাকা সালাউদ্দিনের বর্তমান কমিটির মেয়াদ ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত। তবে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকি থাকায় কমিটি না ভেঙে নারী দলকে কেন মিয়ানমারে খেলতে পাঠানো হলো না এবং অর্থাভাবের কারণে ক্রীড়া মন্ত্রণালয়কে কেন ঢালাওভাবে দোষারোপ করা হলো, সে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে সংসদীয় কমিটির পক্ষ থেকে। এই কমিটি সুপারিশ করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়েও।
সাফজয়ী নারী দল মিয়ানমার যাবে না, গত ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছিলেন, সরকারের কাছে সহায়তা চেয়েও পাননি তাঁরা। বাফুফের একজন ‘বেতনভুক্ত’ কর্মকর্তার সরকারকে নিয়ে এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশে ফিরে আবু নাঈম সোহাগকে এক হাত নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানা গেছে, কমিটির সভায় উপস্থিত অন্য সদস্যরাও একমত হয়েছেন বাফুফে ও সোহাগের বিরুদ্ধে তদন্ত শুরু করার। শুধু তদন্তই নয়, সোহাগের পদত্যাগও দাবি করেছেন তাঁরা।
নারী ফুটবল বিতর্কে এখন অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বাফুফে, বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে সালাউদ্দিন নির্বাচিত সভাপতি হওয়ায় তাঁকে সরিয়ে দিতে গেলে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ে যায় বাংলাদেশের ফুটবল। তবে একজন চাকরিজীবী হওয়ায় সোহাগের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই। সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়া প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকা বলেছেন, ‘পদত্যাগ ব্যক্তিগত বিষয়। আমরা তাঁকে (সোহাগ) কারণ দর্শানোর নোটিশ দিতে চেয়েছি। সংসদীয় কমিটির সভাতেও উঠেছিল তাঁর পদত্যাগের বিষয়টি। ক্রীড়া প্রতিমন্ত্রী বেশ উষ্মা প্রকাশ করেছেন তাঁর বিরুদ্ধে।’
মন্ত্রণালয়ের তদন্ত শুরুর বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত। আমি চাই তারা তদন্ত করুক। পুরো বিষয়টা তাহলে সবার সামনে চলে আসবে।’ সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যে সরকার এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কি না, সেটি জানতে চাওয়া হলে কোনো মন্তব্য না করে সোহাগের সঙ্গে যোগাযোগ করতে বলেন সালাউদ্দিন। সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তাঁর হয়ে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, ‘যেকোনো মন্তব্যে তিনি আরও বিপাকে পড়তে পারেন!’
সালাউদ্দিনের সমর্থনে সোহাগই ফেডারেশনের হর্তাকর্তা, এমন অভিযোগ আছে একাধিক সহসভাপতির কাছে থেকে। এই কাণ্ডে ফেডারেশনের নির্বাহী কমিটির একাধিক সদস্য পদত্যাগ করতে পারেন, শোনা যাচ্ছে এমন গুঞ্জনও। বিষয়টি এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছে যে আজ বিকেলে জরুরি সভায় বসছে বাফুফের নির্বাহী কমিটি।
নারী দলকে মিয়ানমার সফরে না পাঠিয়ে বড় বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সমালোচনা আর বিতর্কের জল গড়িয়েছে সংসদীয় কমিটি পর্যন্ত। গত পরশু ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩০তম বৈঠকে ক্ষোভের কেন্দ্রে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
সংসদীয় কমিটির বৈঠকে উঠেছিল বাফুফে বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সুপারিশও। চতুর্থ মেয়াদে থাকা সালাউদ্দিনের বর্তমান কমিটির মেয়াদ ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত। তবে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকি থাকায় কমিটি না ভেঙে নারী দলকে কেন মিয়ানমারে খেলতে পাঠানো হলো না এবং অর্থাভাবের কারণে ক্রীড়া মন্ত্রণালয়কে কেন ঢালাওভাবে দোষারোপ করা হলো, সে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে সংসদীয় কমিটির পক্ষ থেকে। এই কমিটি সুপারিশ করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়েও।
সাফজয়ী নারী দল মিয়ানমার যাবে না, গত ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছিলেন, সরকারের কাছে সহায়তা চেয়েও পাননি তাঁরা। বাফুফের একজন ‘বেতনভুক্ত’ কর্মকর্তার সরকারকে নিয়ে এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশে ফিরে আবু নাঈম সোহাগকে এক হাত নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানা গেছে, কমিটির সভায় উপস্থিত অন্য সদস্যরাও একমত হয়েছেন বাফুফে ও সোহাগের বিরুদ্ধে তদন্ত শুরু করার। শুধু তদন্তই নয়, সোহাগের পদত্যাগও দাবি করেছেন তাঁরা।
নারী ফুটবল বিতর্কে এখন অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে বাফুফে, বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে সালাউদ্দিন নির্বাচিত সভাপতি হওয়ায় তাঁকে সরিয়ে দিতে গেলে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ে যায় বাংলাদেশের ফুটবল। তবে একজন চাকরিজীবী হওয়ায় সোহাগের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই। সাধারণ সম্পাদককে সরিয়ে দেওয়া প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকা বলেছেন, ‘পদত্যাগ ব্যক্তিগত বিষয়। আমরা তাঁকে (সোহাগ) কারণ দর্শানোর নোটিশ দিতে চেয়েছি। সংসদীয় কমিটির সভাতেও উঠেছিল তাঁর পদত্যাগের বিষয়টি। ক্রীড়া প্রতিমন্ত্রী বেশ উষ্মা প্রকাশ করেছেন তাঁর বিরুদ্ধে।’
মন্ত্রণালয়ের তদন্ত শুরুর বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত। আমি চাই তারা তদন্ত করুক। পুরো বিষয়টা তাহলে সবার সামনে চলে আসবে।’ সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যে সরকার এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কি না, সেটি জানতে চাওয়া হলে কোনো মন্তব্য না করে সোহাগের সঙ্গে যোগাযোগ করতে বলেন সালাউদ্দিন। সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তাঁর হয়ে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, ‘যেকোনো মন্তব্যে তিনি আরও বিপাকে পড়তে পারেন!’
সালাউদ্দিনের সমর্থনে সোহাগই ফেডারেশনের হর্তাকর্তা, এমন অভিযোগ আছে একাধিক সহসভাপতির কাছে থেকে। এই কাণ্ডে ফেডারেশনের নির্বাহী কমিটির একাধিক সদস্য পদত্যাগ করতে পারেন, শোনা যাচ্ছে এমন গুঞ্জনও। বিষয়টি এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছে যে আজ বিকেলে জরুরি সভায় বসছে বাফুফের নির্বাহী কমিটি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে