নাটোর প্রতিনিধি
নাটোরে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি অভিযান ছাড়া প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। এতে নিত্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ইচ্ছামাফিক দাম বাড়াচ্ছেন। অপরদিকে, টিসিবির পণ্যের তুলনায় ভোক্তাসংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় সরকারের এই কর্মসূচির সুফল পাচ্ছে না দরিদ্র মানুষেরা।
নাটোর শহরের প্রধান তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নীচাবাজার, মাদ্রাসা মোড় কাঁচাবাজার ও স্টেশন কাঁচাবাজার ঘুরে শাকসবজির দামে তারতম্য লক্ষ করা গেছে। গতকাল শুক্রবার বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকায় দাম বাড়িয়েছেন বিক্রেতারা এমন দাবি ভোক্তাদের। অপরদিকে বাজারে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম না বাড়ার দাবি বিক্রেতাদের।
গ্রীষ্মের শুরুর সবজি হিসেবে নাটোরের বাজারে এসেছে পটোল। তবে সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া। প্রতি কেজি পটোলের দাম বাজারভেদে ৯০ থেকে ১১০ টাকা। ৬০ থেকে ৭৫ টাকায় বরবটি, ঢ্যাঁড়স ও করলা বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য সবজিও প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু ২০, বেগুন ৪০, কাঁচা মরিচ ৮০, টমেটো ৩০, ডাঁটা ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির এ চড়া দামের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দাম। বাজারে দেশি মাছের আকাল চলছে। সরবরাহ বেড়েছে চাষের মাছ। তবে দাম বাড়তি। আকারভেদে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকা। এক সপ্তাহ আগেও রুই মাছের দাম ছিল কেজি প্রতি ২০০ থেকে ২৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। তেলাপিয়া ও পাঙাশ মাছ কেজিতে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
আগের সপ্তাহের দরেই বাজারে ব্রয়লারের মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে সরকারনির্ধারিত মূল্যে শুরু হয়েছে সয়াবিন তেল বিক্রি। প্রতি লিটার খোলা সয়াবিন ১৪৩ টাকা ও বোতলজাত সয়াবিন ১৬৮ টাকায় বিক্রি শুরু হয়েছে। সয়াবিন তেল যাতে মজুত ও অতিরিক্ত মূল্যে কেউ বিক্রি করতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
শহরের নীচাবাজার কাঁচাবাজারে আসা গৃহিণী আমেনা বেগম বলেন, বাজারে সব পণ্যেরই দাম বাড়তির দিকে। আয় না বাড়ায় প্রয়োজনীয় পণ্য কেনা যায় না। প্রতি সপ্তাহেই মাছের দাম বাড়ছে, অথচ বাজারে মাছ পর্যাপ্ত রয়েছে।
রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, জীবনযাপনের সঙ্গে জড়িত প্রতিটি জিনিসের ব্যয় বেড়ে গেছে। বাজারে যে পরিমাণ পণ্য কিনতে আসা হয়, অতিরিক্ত দামের কারণে সে পরিমাণ পণ্য নিয়ে ঘরে ফেরা যায় না।
মাদ্রাসা মোড় কাঁচাবাজারের ব্যবসায়ী জিয়াউল ইসলাম বলেন, আলু, বেগুন, টমেটোর দাম স্বাভাবিক রয়েছে। তবে নতুন সবজিগুলোর দাম একটু বাড়তি। বাজারে নতুন আসায় অনেকে বেশ আগ্রহ নিয়ে নতুন সবজি কিনছেন। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।
পেঁয়াজ ব্যবসায়ী হাসিবুর রহমান বলেন, এখন বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজ। অল্প কয়েক দিনের মধ্যেই বাজারে হালি পেঁয়াজ চলে আসবে। তখন দাম আরও কমবে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাজারে নিত্যপণ্যের চাহিদা ও জোগানের নিরিখে যাতে পণ্যদ্রব্যের দাম না বাড়ে, সে জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আসন্ন রমজান সামনে রেখে কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুত করে কৃত্রিম সংকট না তৈরি করতে পারে, সে জন্য নজরদারি করা হবে।
নাটোরে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি অভিযান ছাড়া প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। এতে নিত্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ইচ্ছামাফিক দাম বাড়াচ্ছেন। অপরদিকে, টিসিবির পণ্যের তুলনায় ভোক্তাসংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় সরকারের এই কর্মসূচির সুফল পাচ্ছে না দরিদ্র মানুষেরা।
নাটোর শহরের প্রধান তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নীচাবাজার, মাদ্রাসা মোড় কাঁচাবাজার ও স্টেশন কাঁচাবাজার ঘুরে শাকসবজির দামে তারতম্য লক্ষ করা গেছে। গতকাল শুক্রবার বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকায় দাম বাড়িয়েছেন বিক্রেতারা এমন দাবি ভোক্তাদের। অপরদিকে বাজারে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম না বাড়ার দাবি বিক্রেতাদের।
গ্রীষ্মের শুরুর সবজি হিসেবে নাটোরের বাজারে এসেছে পটোল। তবে সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া। প্রতি কেজি পটোলের দাম বাজারভেদে ৯০ থেকে ১১০ টাকা। ৬০ থেকে ৭৫ টাকায় বরবটি, ঢ্যাঁড়স ও করলা বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য সবজিও প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু ২০, বেগুন ৪০, কাঁচা মরিচ ৮০, টমেটো ৩০, ডাঁটা ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির এ চড়া দামের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দাম। বাজারে দেশি মাছের আকাল চলছে। সরবরাহ বেড়েছে চাষের মাছ। তবে দাম বাড়তি। আকারভেদে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ৩০০ টাকা। এক সপ্তাহ আগেও রুই মাছের দাম ছিল কেজি প্রতি ২০০ থেকে ২৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। তেলাপিয়া ও পাঙাশ মাছ কেজিতে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
আগের সপ্তাহের দরেই বাজারে ব্রয়লারের মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে সরকারনির্ধারিত মূল্যে শুরু হয়েছে সয়াবিন তেল বিক্রি। প্রতি লিটার খোলা সয়াবিন ১৪৩ টাকা ও বোতলজাত সয়াবিন ১৬৮ টাকায় বিক্রি শুরু হয়েছে। সয়াবিন তেল যাতে মজুত ও অতিরিক্ত মূল্যে কেউ বিক্রি করতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।
শহরের নীচাবাজার কাঁচাবাজারে আসা গৃহিণী আমেনা বেগম বলেন, বাজারে সব পণ্যেরই দাম বাড়তির দিকে। আয় না বাড়ায় প্রয়োজনীয় পণ্য কেনা যায় না। প্রতি সপ্তাহেই মাছের দাম বাড়ছে, অথচ বাজারে মাছ পর্যাপ্ত রয়েছে।
রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, জীবনযাপনের সঙ্গে জড়িত প্রতিটি জিনিসের ব্যয় বেড়ে গেছে। বাজারে যে পরিমাণ পণ্য কিনতে আসা হয়, অতিরিক্ত দামের কারণে সে পরিমাণ পণ্য নিয়ে ঘরে ফেরা যায় না।
মাদ্রাসা মোড় কাঁচাবাজারের ব্যবসায়ী জিয়াউল ইসলাম বলেন, আলু, বেগুন, টমেটোর দাম স্বাভাবিক রয়েছে। তবে নতুন সবজিগুলোর দাম একটু বাড়তি। বাজারে নতুন আসায় অনেকে বেশ আগ্রহ নিয়ে নতুন সবজি কিনছেন। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।
পেঁয়াজ ব্যবসায়ী হাসিবুর রহমান বলেন, এখন বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজ। অল্প কয়েক দিনের মধ্যেই বাজারে হালি পেঁয়াজ চলে আসবে। তখন দাম আরও কমবে।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বাজারে নিত্যপণ্যের চাহিদা ও জোগানের নিরিখে যাতে পণ্যদ্রব্যের দাম না বাড়ে, সে জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি আসন্ন রমজান সামনে রেখে কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুত করে কৃত্রিম সংকট না তৈরি করতে পারে, সে জন্য নজরদারি করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে