সম্পাদকীয়
ফ্লোরা বেলম্যানকে একনামে চিনবে না কেউ। তিনি ছিলেন সাহিত্যিক জন গ্রিফিত চেইনির মা। না, এবারও স্পষ্ট হলো না। যে নামটি বলা হলো, সেই নামে এই সাহিত্যিক পরিচিতি পাননি। জ্যাক লন্ডন নামটি বললে তবেই সবাই ফেলবে স্বস্তির নিশ্বাস। বলবে, ‘হ্যাঁ, বটে! এত বড় একজন লেখককে চিনব না!’
এখানে মায়ের কথা বলার কারণ আছে। ফ্লোরা বেলম্যান যখন জ্যাককে পেটে ধরেছেন, তখন জ্যাকের বাবা উইলিয়াম চেইনি চাইছিলেন না সন্তানের বাবা হতে। তিনি ফ্লোরাকে বাধ্য করতে চাইলেন গর্ভপাতে। অবাক হলেন ফ্লোরা। যে সন্তানকে পেটে ধরেছেন, তাকে হত্যা করতে হবে! অভিমানে তিনি বেছে নিতে চাইলেন আত্মহত্যার পথ। গুলি করলেন নিজেকে। কিন্তু সে গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। অল্পের ওপর দিয়ে বেঁচে গেলেন তিনি। ফ্লোরা আত্মহত্যায় সফল হলে পৃথিবী একজন বিখ্যাত লেখকের দেখা পেত না। ১৮৭৬ সালের ১২ জানুয়ারি জন্ম হলো জন গ্রিফিত চেইনির।
বাবার সঙ্গে মায়ের বিয়েটা টিকল না। ফ্লোরা বিয়ে করলেন গৃহযুদ্ধের সৈনিক জন লন্ডনকে। তাঁর নামটাই ধারণ করল ছেলেটি, হয়ে উঠল জ্যাক লন্ডন। বেঁচে থাকার জন্য কত কাজই না করতে হয়েছে কিশোর জ্যাককে। পত্রিকার হকার, বিয়ারের দোকানের পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেছেন। কাজ করেছেন কারখানার শ্রমিক হিসেবে। উদ্যোক্তা হিসেবে কাজ করতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন।
তবে ছোটবেলা থেকেই তাঁর ছিল অ্যাডভেঞ্চারের শখ। ১৬ বছর বয়সে সানফ্রান্সিসকোর একটি পত্রিকায় ছাপা হলো তাঁর একটি লেখা, ‘জাপানের সমুদ্রতটে ঝড়’ নামে। লেখালেখি করে এটাই তাঁর প্রথম সম্মানী।
অ্যাডভেঞ্চারপ্রিয় জ্যাক যখন শুনলেন, আলাস্কায় গেলেই পাওয়া যাবে স্বর্ণের সন্ধান, তখন তিনিও চলে গেলেন সেখানে। না, সোনার খনির সন্ধান তিনি পাননি, কিন্তু তিনি যখন ফিরলেন, তখন তাঁর হাতে প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি! ‘দ্য সন অব দ্য উলফ’।
কায়িক পরিশ্রমের চেয়ে লেখালেখিতে আয় বেশি বুঝতে পেরে তিনি সৃষ্টি করতে লাগলেন সাহিত্য। যুক্তরাষ্ট্রে লেখালেখি করে প্রথম মিলিয়নিয়ার হওয়া সাহিত্যিকের নাম জ্যাক লন্ডন।
সূত্র: ই-ফাক্তি ডট রু
ফ্লোরা বেলম্যানকে একনামে চিনবে না কেউ। তিনি ছিলেন সাহিত্যিক জন গ্রিফিত চেইনির মা। না, এবারও স্পষ্ট হলো না। যে নামটি বলা হলো, সেই নামে এই সাহিত্যিক পরিচিতি পাননি। জ্যাক লন্ডন নামটি বললে তবেই সবাই ফেলবে স্বস্তির নিশ্বাস। বলবে, ‘হ্যাঁ, বটে! এত বড় একজন লেখককে চিনব না!’
এখানে মায়ের কথা বলার কারণ আছে। ফ্লোরা বেলম্যান যখন জ্যাককে পেটে ধরেছেন, তখন জ্যাকের বাবা উইলিয়াম চেইনি চাইছিলেন না সন্তানের বাবা হতে। তিনি ফ্লোরাকে বাধ্য করতে চাইলেন গর্ভপাতে। অবাক হলেন ফ্লোরা। যে সন্তানকে পেটে ধরেছেন, তাকে হত্যা করতে হবে! অভিমানে তিনি বেছে নিতে চাইলেন আত্মহত্যার পথ। গুলি করলেন নিজেকে। কিন্তু সে গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। অল্পের ওপর দিয়ে বেঁচে গেলেন তিনি। ফ্লোরা আত্মহত্যায় সফল হলে পৃথিবী একজন বিখ্যাত লেখকের দেখা পেত না। ১৮৭৬ সালের ১২ জানুয়ারি জন্ম হলো জন গ্রিফিত চেইনির।
বাবার সঙ্গে মায়ের বিয়েটা টিকল না। ফ্লোরা বিয়ে করলেন গৃহযুদ্ধের সৈনিক জন লন্ডনকে। তাঁর নামটাই ধারণ করল ছেলেটি, হয়ে উঠল জ্যাক লন্ডন। বেঁচে থাকার জন্য কত কাজই না করতে হয়েছে কিশোর জ্যাককে। পত্রিকার হকার, বিয়ারের দোকানের পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেছেন। কাজ করেছেন কারখানার শ্রমিক হিসেবে। উদ্যোক্তা হিসেবে কাজ করতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন।
তবে ছোটবেলা থেকেই তাঁর ছিল অ্যাডভেঞ্চারের শখ। ১৬ বছর বয়সে সানফ্রান্সিসকোর একটি পত্রিকায় ছাপা হলো তাঁর একটি লেখা, ‘জাপানের সমুদ্রতটে ঝড়’ নামে। লেখালেখি করে এটাই তাঁর প্রথম সম্মানী।
অ্যাডভেঞ্চারপ্রিয় জ্যাক যখন শুনলেন, আলাস্কায় গেলেই পাওয়া যাবে স্বর্ণের সন্ধান, তখন তিনিও চলে গেলেন সেখানে। না, সোনার খনির সন্ধান তিনি পাননি, কিন্তু তিনি যখন ফিরলেন, তখন তাঁর হাতে প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি! ‘দ্য সন অব দ্য উলফ’।
কায়িক পরিশ্রমের চেয়ে লেখালেখিতে আয় বেশি বুঝতে পেরে তিনি সৃষ্টি করতে লাগলেন সাহিত্য। যুক্তরাষ্ট্রে লেখালেখি করে প্রথম মিলিয়নিয়ার হওয়া সাহিত্যিকের নাম জ্যাক লন্ডন।
সূত্র: ই-ফাক্তি ডট রু
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে