ফুটপাত দখলমুক্ত করতে মেয়রের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৪
Thumbnail image

ঠাকুরগাঁও পৌরশহরের বাজারের ফুটপাত দখলমুক্ত করতে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা অভিযান চালান। এ সময় গতকাল মঙ্গলবার দুপুরে তিনি পৌর শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন প্রধান সড়ক ঘুরে ঘুরে ব্যবসায়ীদের ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্রকৌশলী বেলাল হোসেন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, দ্রৌপদী দেবী আগারওয়ালা, ওয়ালিউর রহমান ওলিসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের সময় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, ‘সাধারণ মানুষ যাতে পায়ে হেঁটে চলাচল করতে পারেন এ জন্য ফুটপাত তৈরি করা হয়েছে। কিন্তু এটি দখল করে বাজার বসানো হয়। মানুষ বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত