সম্পাদকীয়
১৯৭৫ সালের জানুয়ারি মাসে আবদুল আহাদ বাংলাদেশ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি সাংস্কৃতিক প্রতিনিধিদলের হয়ে সোভিয়েত ইউনিয়ন সফরে যান। বাকি চারজন ছিলেন মুস্তাফা নূরউল ইসলাম, মীর আনোয়ার আলী, রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী আবদুর রাজ্জাক। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল ঢাকায় একটি আর্ট কমপ্লেক্স তৈরি করাতে সোভিয়েত ইউনিয়নকে রাজি করানো।
মস্কোতে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছিল তাঁর। তবে একের পর এক ব্যালে দেখার অভিজ্ঞতা ছিল তুলনারহিত। সারভান্তেসের লেখা ‘দোন কিখোতে’ ব্যালে দেখা হলো ক্রেমলিনের কংগ্রেস হলে। বলশয় থিয়েটারে দেখলেন সোয়ান লেক। গোর্কি থিয়েটারে দেখলেন গোগলের ‘ডেড সোল’।
মস্কোয় সাত দিন থাকার পর প্রতিনিধিদলটি গিয়েছিল লেনিনগ্রাদে। নেভা নদীর ধারে এ শহরটিতেই রয়েছে এরমিতাশ, যাকে ইংরেজিতে বলা হয় হেরমিটেজ। বিশাল এ প্রাসাদটি নামকরা চিত্রকরদের চিত্রকলায় ঠাসা। রাশিয়ার সেরা শিল্পী এবং পৃথিবীর সেরা শিল্পীদের আঁকা অরিজিনাল ছবিগুলো দৃষ্টি কাড়ে।
হেরমিটেজে ঘোরার সময়ই দেখা হলো দেবিকারানীর সঙ্গে। দেবিকা! বোম্বে টকিজের দেবিকা! সে বহু আগে, ১৯৪১ সালে দেবিকার সঙ্গে দেখা হয়েছিল আবদুল আহাদের। তখন আহাদের পঁচিশ-ছাব্বিশ বছর বয়স। তখনকার পায়জামা-পাঞ্জাবি পরা যুবকের সঙ্গে এখনকার ওভারকোট পরা প্রৌঢ়কে কীভাবে মেলাবেন দেবিকা? আহাদও নিজের পরিচয় দিলেন না। শাড়ি পরা দেবিকারানী বললেন, ‘নিচের তলায় আমার শ্বশুর, অর্থাৎ নিকোলাই রেরিখের ছবির একটি প্রদর্শনী হচ্ছে। আপনারা দেখে যাবেন।’
দেবিকারানী বিয়ে করেছেন নিকোলাই রেরিখের ছেলে স্ভেতোস্লাভ রেরিখকে। নিকোলাই রেরিখের আঁকা হিমালয় সিরিজ বিশ্ব চিত্রকলার এক অমূল্য সম্পদ। বহু দিন হিমালয়ের কাছাকাছি বসবাস করেছিলেন এই দার্শনিক-শিল্পী।
স্ভেতোস্লাভও বাবার দেখানো পথ ধরে শিল্পী হয়েছেন। এই দম্পতি বছরের ছয় মাস থাকেন কুলুতে, ছয় মাস বেঙ্গালুরুতে। দেবিকারানীর বয়স হয়েছে। আগের সেই মানুষটাকে চেনা যায় না। দীর্ঘশ্বাস ছাড়লেন আবদুল আহাদ। আর দেখলেন, মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু চিত্রকলা থাকে আজীবন জীবন্ত।
সূত্র: আবদুল আহাদ, আসা যাওয়ার পথের ধারে, পৃষ্ঠা ১৯১-১৯৩
১৯৭৫ সালের জানুয়ারি মাসে আবদুল আহাদ বাংলাদেশ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি সাংস্কৃতিক প্রতিনিধিদলের হয়ে সোভিয়েত ইউনিয়ন সফরে যান। বাকি চারজন ছিলেন মুস্তাফা নূরউল ইসলাম, মীর আনোয়ার আলী, রামেন্দু মজুমদার, চিত্রশিল্পী আবদুর রাজ্জাক। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল ঢাকায় একটি আর্ট কমপ্লেক্স তৈরি করাতে সোভিয়েত ইউনিয়নকে রাজি করানো।
মস্কোতে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছিল তাঁর। তবে একের পর এক ব্যালে দেখার অভিজ্ঞতা ছিল তুলনারহিত। সারভান্তেসের লেখা ‘দোন কিখোতে’ ব্যালে দেখা হলো ক্রেমলিনের কংগ্রেস হলে। বলশয় থিয়েটারে দেখলেন সোয়ান লেক। গোর্কি থিয়েটারে দেখলেন গোগলের ‘ডেড সোল’।
মস্কোয় সাত দিন থাকার পর প্রতিনিধিদলটি গিয়েছিল লেনিনগ্রাদে। নেভা নদীর ধারে এ শহরটিতেই রয়েছে এরমিতাশ, যাকে ইংরেজিতে বলা হয় হেরমিটেজ। বিশাল এ প্রাসাদটি নামকরা চিত্রকরদের চিত্রকলায় ঠাসা। রাশিয়ার সেরা শিল্পী এবং পৃথিবীর সেরা শিল্পীদের আঁকা অরিজিনাল ছবিগুলো দৃষ্টি কাড়ে।
হেরমিটেজে ঘোরার সময়ই দেখা হলো দেবিকারানীর সঙ্গে। দেবিকা! বোম্বে টকিজের দেবিকা! সে বহু আগে, ১৯৪১ সালে দেবিকার সঙ্গে দেখা হয়েছিল আবদুল আহাদের। তখন আহাদের পঁচিশ-ছাব্বিশ বছর বয়স। তখনকার পায়জামা-পাঞ্জাবি পরা যুবকের সঙ্গে এখনকার ওভারকোট পরা প্রৌঢ়কে কীভাবে মেলাবেন দেবিকা? আহাদও নিজের পরিচয় দিলেন না। শাড়ি পরা দেবিকারানী বললেন, ‘নিচের তলায় আমার শ্বশুর, অর্থাৎ নিকোলাই রেরিখের ছবির একটি প্রদর্শনী হচ্ছে। আপনারা দেখে যাবেন।’
দেবিকারানী বিয়ে করেছেন নিকোলাই রেরিখের ছেলে স্ভেতোস্লাভ রেরিখকে। নিকোলাই রেরিখের আঁকা হিমালয় সিরিজ বিশ্ব চিত্রকলার এক অমূল্য সম্পদ। বহু দিন হিমালয়ের কাছাকাছি বসবাস করেছিলেন এই দার্শনিক-শিল্পী।
স্ভেতোস্লাভও বাবার দেখানো পথ ধরে শিল্পী হয়েছেন। এই দম্পতি বছরের ছয় মাস থাকেন কুলুতে, ছয় মাস বেঙ্গালুরুতে। দেবিকারানীর বয়স হয়েছে। আগের সেই মানুষটাকে চেনা যায় না। দীর্ঘশ্বাস ছাড়লেন আবদুল আহাদ। আর দেখলেন, মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু চিত্রকলা থাকে আজীবন জীবন্ত।
সূত্র: আবদুল আহাদ, আসা যাওয়ার পথের ধারে, পৃষ্ঠা ১৯১-১৯৩
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে