সম্পাদকীয়
বই ছাড়া জীবন চলতে পারে, সেটা ভাবতেই পারতেন না অভিনয়শিল্পী গোলাম মুস্তাফা। রাতে শোয়ার আগেও একবার কোনো বইয়ে চোখ বুলিয়ে না নিলে ঘুম আসত না। নিজের ব্যাপারে ছিলেন উদাসীন। থাকতেন মধুবাগে ভাড়াবাড়িতে। বনানীতে একটা জায়গা ছিল, কিন্তু ঋণ নিয়ে বাড়ি করার কথা ভাবতেই পারতেন না। স্ত্রী হোসনে আরা কখনো যদি ঋণের কথা মনে করিয়ে দিতেন, তাহলে ‘হ্যাঁ, যোগাযোগ করছি’ বলতেন এমনভাবে, যেন এখনই মুশকিল আসান করে ফিরবেন। বাড়িটা এই উঠল বলে। আসলে সেদিক মাড়াতেনও না।
মুস্তাফা জানতেন, অভিনয়টাই তাঁর জীবন, রুটি-রুজির একমাত্র ভরসা। সেই যে চিত্র পরিচালক এহতেশাম তাঁকে নিলেন ‘রাজধানীর বুকে’ সিনেমায়, তার পর থেকে অভিনয় ছাড়া আর কিছুই ভাবেননি। হ্যাঁ, আবৃত্তি করেছেন। সেটাও তো ওই পারফরম্যান্সই।
যখন অভিনয় করে নাম করেছেন, তখন পশ্চিম পাকিস্তান থেকে অনেক ছবিতে অভিনয় করার অফার পেতেন, কিন্তু তিনি তো অভিনয় করেন নিজের শিল্পভাবনাকে ফুটিয়ে তোলার জন্য। আদর্শই সম্বল।
কিন্তু সেটা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। চারদিকেই স্থূলতার যে জয়গান শুরু হলো, তাতে বেঁচে থাকতে হলে আপস করা ছাড়া উপায় নেই। মারদাঙ্গা রুচিহীন ছবিতেও অভিনয় করতে হয়েছে। খুবই হতাশ হয়ে পড়েছিলেন চলচ্চিত্র বিষয়ে।
সে সময়ই বাংলাদেশ টেলিভিশনে একটা সুন্দর নাটক রেকর্ডিং করে এসে বেশ খোশমেজাজে ছিলেন। ভালো প্লট, ভালো সংলাপ, মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু নাটক দেখতে বসে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। ‘পাকিস্তানি বাহিনী’ শব্দ দুটি ছেঁটে ফেলা হয়েছে সংলাপ থেকে! মুক্তিযুদ্ধ বিষয়ে কথা যে-ই এসেছে, অমনি কেটে দেওয়া হয়েছে সংলাপ।
এটা মেনে নেননি তিনি। কদিনের মধ্যেই পত্রিকায় তিনি প্রতিবাদলিপি পাঠিয়েছেন। তিনি জানতেন, এই প্রতিবাদলিপি প্রকাশের পর টেলিভিশন তাঁকে আর নাটকে ডাকবে না।
কিন্তু পাকিস্তানি দালালির বিরুদ্ধে সোচ্চার না হয়ে পারেননি গোলাম মুস্তাফা।
সূত্র: মালেকা বেগম, শুভ্র সমুজ্জ্বল, পৃষ্ঠা ১০৩-১০৪
বই ছাড়া জীবন চলতে পারে, সেটা ভাবতেই পারতেন না অভিনয়শিল্পী গোলাম মুস্তাফা। রাতে শোয়ার আগেও একবার কোনো বইয়ে চোখ বুলিয়ে না নিলে ঘুম আসত না। নিজের ব্যাপারে ছিলেন উদাসীন। থাকতেন মধুবাগে ভাড়াবাড়িতে। বনানীতে একটা জায়গা ছিল, কিন্তু ঋণ নিয়ে বাড়ি করার কথা ভাবতেই পারতেন না। স্ত্রী হোসনে আরা কখনো যদি ঋণের কথা মনে করিয়ে দিতেন, তাহলে ‘হ্যাঁ, যোগাযোগ করছি’ বলতেন এমনভাবে, যেন এখনই মুশকিল আসান করে ফিরবেন। বাড়িটা এই উঠল বলে। আসলে সেদিক মাড়াতেনও না।
মুস্তাফা জানতেন, অভিনয়টাই তাঁর জীবন, রুটি-রুজির একমাত্র ভরসা। সেই যে চিত্র পরিচালক এহতেশাম তাঁকে নিলেন ‘রাজধানীর বুকে’ সিনেমায়, তার পর থেকে অভিনয় ছাড়া আর কিছুই ভাবেননি। হ্যাঁ, আবৃত্তি করেছেন। সেটাও তো ওই পারফরম্যান্সই।
যখন অভিনয় করে নাম করেছেন, তখন পশ্চিম পাকিস্তান থেকে অনেক ছবিতে অভিনয় করার অফার পেতেন, কিন্তু তিনি তো অভিনয় করেন নিজের শিল্পভাবনাকে ফুটিয়ে তোলার জন্য। আদর্শই সম্বল।
কিন্তু সেটা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। চারদিকেই স্থূলতার যে জয়গান শুরু হলো, তাতে বেঁচে থাকতে হলে আপস করা ছাড়া উপায় নেই। মারদাঙ্গা রুচিহীন ছবিতেও অভিনয় করতে হয়েছে। খুবই হতাশ হয়ে পড়েছিলেন চলচ্চিত্র বিষয়ে।
সে সময়ই বাংলাদেশ টেলিভিশনে একটা সুন্দর নাটক রেকর্ডিং করে এসে বেশ খোশমেজাজে ছিলেন। ভালো প্লট, ভালো সংলাপ, মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু নাটক দেখতে বসে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। ‘পাকিস্তানি বাহিনী’ শব্দ দুটি ছেঁটে ফেলা হয়েছে সংলাপ থেকে! মুক্তিযুদ্ধ বিষয়ে কথা যে-ই এসেছে, অমনি কেটে দেওয়া হয়েছে সংলাপ।
এটা মেনে নেননি তিনি। কদিনের মধ্যেই পত্রিকায় তিনি প্রতিবাদলিপি পাঠিয়েছেন। তিনি জানতেন, এই প্রতিবাদলিপি প্রকাশের পর টেলিভিশন তাঁকে আর নাটকে ডাকবে না।
কিন্তু পাকিস্তানি দালালির বিরুদ্ধে সোচ্চার না হয়ে পারেননি গোলাম মুস্তাফা।
সূত্র: মালেকা বেগম, শুভ্র সমুজ্জ্বল, পৃষ্ঠা ১০৩-১০৪
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে