সম্পাদকীয়
জন লেনন সম্পর্কে ভালো-মন্দ নানা কথাই শোনা যায়। তবে লেনন যে বিংশ শতাব্দীর একজন তারকাশিল্পী, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। লেননের জীবনে এমন অনেক ঘটনাই আছে, যেগুলো নিয়ে কথা হয়েছে কম। এই যেমন তাঁর চোখ। ছেলেবেলা থেকেই চোখে কম দেখতেন লেনন, কিন্তু চশমা ব্যবহার করতে চাইতেন না একেবারেই। চোখে এতটাই কম দেখতেন যে পাশে বসা দর্শককে অনুরোধ করতেন কী ঘটছে তা বর্ণনা করতে। মা-বাবার বিচ্ছেদের প্রতিবাদ হিসেবে তিনি সেই সময়ে এই স্বেচ্ছা অন্ধত্ব বেছে নিয়েছিলেন। তবে যখন নিজের পছন্দমতো চশমার খোঁজ পেলেন, তখন থেকেই প্রতিবছর এক ডজন করে চশমা কিনতে থাকলেন।
১৯৬৫ সালে বিটলসের সদস্যরা ‘মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাব পান। বিটলসের চার তারকা সেই খেতাবের মেডেলসহ ছবিও তুললেন, যা ছাপা হলো পত্রিকায়। কিন্তু সেই খেতাব লেনন ফিরিয়ে দেন ১৯৬৯ সালে। এটা ছিল লেননের প্রতিবাদ। সে সময় নাইজেরিয়া আর বায়াফ্রায় ব্রিটেন যে হামলা চালাচ্ছিল, তা মেনে নিতে পারেননি লেনন। মেনে নিতে পারেননি ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের আগ্রাসন। খেতাব ফিরিয়ে দেওয়ার সময় লিখেছিলেন, ‘ভালোবাসাসহ জন লেনন।’
১৯৬৭ সালে অদ্ভুত এক খেয়াল এসেছিল লেননের মাথায়। তিনি আয়ারল্যান্ডে ডোরিনিশ নামের একটি দ্বীপ কিনেছিলেন। সেখানে একদল হিপ্পিকে তিনি
আমন্ত্রণ জানিয়েছিলেন কমিউন করে থাকার জন্য। প্রায় দুই বছর সেখানে ছিল হিপ্পিদের রমরমা। কিন্তু আগুন লেগে সেই দ্বীপ পুড়ে গিয়েছিল। লেননের মৃত্যুর পর ইয়োকো ওনো দ্বীপটি বিক্রি করে দিয়েছিলেন এবং যে টাকা পেয়েছিলেন, সেটা আয়ারল্যান্ডের এতিমখানায় দান করেছিলেন।
বিটলস-সদস্যদের মধ্যে একমাত্র জন লেননই ছিলেন আমিষভোজী। বিটলসের আর তিন সদস্য জর্জ হ্যারিসন ও পল ম্যাকার্টনি তাঁদের দর্শনজনিত কারণে নিরামিষাশী হয়েছিলেন। আর রিঙ্গো স্টার নিরামিষভোজী হয়েছিলেন শারীরিক কারণে।
সূত্র: নাউকনাউ ডট রু
জন লেনন সম্পর্কে ভালো-মন্দ নানা কথাই শোনা যায়। তবে লেনন যে বিংশ শতাব্দীর একজন তারকাশিল্পী, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। লেননের জীবনে এমন অনেক ঘটনাই আছে, যেগুলো নিয়ে কথা হয়েছে কম। এই যেমন তাঁর চোখ। ছেলেবেলা থেকেই চোখে কম দেখতেন লেনন, কিন্তু চশমা ব্যবহার করতে চাইতেন না একেবারেই। চোখে এতটাই কম দেখতেন যে পাশে বসা দর্শককে অনুরোধ করতেন কী ঘটছে তা বর্ণনা করতে। মা-বাবার বিচ্ছেদের প্রতিবাদ হিসেবে তিনি সেই সময়ে এই স্বেচ্ছা অন্ধত্ব বেছে নিয়েছিলেন। তবে যখন নিজের পছন্দমতো চশমার খোঁজ পেলেন, তখন থেকেই প্রতিবছর এক ডজন করে চশমা কিনতে থাকলেন।
১৯৬৫ সালে বিটলসের সদস্যরা ‘মেম্বারস অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাব পান। বিটলসের চার তারকা সেই খেতাবের মেডেলসহ ছবিও তুললেন, যা ছাপা হলো পত্রিকায়। কিন্তু সেই খেতাব লেনন ফিরিয়ে দেন ১৯৬৯ সালে। এটা ছিল লেননের প্রতিবাদ। সে সময় নাইজেরিয়া আর বায়াফ্রায় ব্রিটেন যে হামলা চালাচ্ছিল, তা মেনে নিতে পারেননি লেনন। মেনে নিতে পারেননি ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের আগ্রাসন। খেতাব ফিরিয়ে দেওয়ার সময় লিখেছিলেন, ‘ভালোবাসাসহ জন লেনন।’
১৯৬৭ সালে অদ্ভুত এক খেয়াল এসেছিল লেননের মাথায়। তিনি আয়ারল্যান্ডে ডোরিনিশ নামের একটি দ্বীপ কিনেছিলেন। সেখানে একদল হিপ্পিকে তিনি
আমন্ত্রণ জানিয়েছিলেন কমিউন করে থাকার জন্য। প্রায় দুই বছর সেখানে ছিল হিপ্পিদের রমরমা। কিন্তু আগুন লেগে সেই দ্বীপ পুড়ে গিয়েছিল। লেননের মৃত্যুর পর ইয়োকো ওনো দ্বীপটি বিক্রি করে দিয়েছিলেন এবং যে টাকা পেয়েছিলেন, সেটা আয়ারল্যান্ডের এতিমখানায় দান করেছিলেন।
বিটলস-সদস্যদের মধ্যে একমাত্র জন লেননই ছিলেন আমিষভোজী। বিটলসের আর তিন সদস্য জর্জ হ্যারিসন ও পল ম্যাকার্টনি তাঁদের দর্শনজনিত কারণে নিরামিষাশী হয়েছিলেন। আর রিঙ্গো স্টার নিরামিষভোজী হয়েছিলেন শারীরিক কারণে।
সূত্র: নাউকনাউ ডট রু
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে