ক্রীড়া ডেস্ক
ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটির সমর্থক একেবারে কম নেই। প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ উড়াল দিয়ে যদি শহরটির রেস্তোরাঁয় বসে কোনো সিটিজেন ভক্ত দেখেন, তাঁকে খাবার পরিবেশনকারী কর্মীটির গায়ে আকাশি-নীল জার্সি—এর চেয়ে বেশি আনন্দ তাঁর আর কিসে হতে পারে! হয়তো কর্মীটিকে তিনি দুই টাকা বেশি বকশিশ দিয়ে বলবেন, ‘আজ সিটির নামেই শিস দিয়ো।’
একে নিছক কল্পনা ভাবতেই পারেন। তবে রেস্তোরাঁয় সিটির জার্সি পরা কর্মী থেকে তাকসিম স্কয়ারে চ্যাম্পিয়নস লিগ ট্রফির বিশাল রুপালি ভাস্কর্যের নিচে ক্লাবটির সমর্থকদের উচ্ছ্বাস-পার্টিই বলে দেয়, প্রথমবার ইউরোপ জয়ের আশায় কেমন ব্যাকুল তারা। কোচ পেপ গার্দিওলার শিষ্যদের প্রেসিং-পজেশন ফুটবলের মায়াবী সৌন্দর্য দেখে যে কেউ তাঁদের ভক্ত হবে, সেটাই স্বাভাবিক। অথচ আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই সমর্থনটা বেশি পেতে পারত ইন্টার মিলান। নেরাজ্জুরিদের মাঝমাঠের তারকা তুরস্কের হাকান কালহানোগু যে তুরস্কের ছেলে! ঘরের ছেলের প্রতি কার না মায়া থাকে!
সিটির মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ানও খেলতে পারতেন তুরস্কের হয়ে। টার্কিশ পিতামাতার সন্তান হলেও জন্মভূমি জার্মানিকে বেছে নিয়েছেন তিনি। তবে কালহানোগু ফিরেছেন তুরস্কেই। তাঁদের মতো ইস্তাম্বুল এখন দুই ভাগে বিভক্ত। এক দলের চাওয়া—প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতুক সিটি। দুই বছর আগে পর্তুগালে খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ হয়নি তাদের। আজ সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ গার্দিওলার সামনে।
আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জিতলেই প্রথমবার এক মৌসুমে ট্রেবলের স্বাদ পাবে সিটি। টানা দুই প্রিমিয়ার লিগ জয়ের পর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ—অপ্রতিরোধ্য সিটি এবার ইতিহাস গড়ার যাত্রায় সবটুকু দিয়ে লড়বে মুকুটে ইউরোপ শ্রেষ্ঠত্বের পালক যোগ করতে। ইতিহাস ডাকছে গার্দিওলাকেও। ইন্টার বাধা পেরোলেই প্রথম কোচ হিসেবে দুটি ট্রেবল জিতবেন। প্রথমবার স্প্যানিশ কোচ এই কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে।
তবে ইত্তিহাদে এবার স্মরণীয় মৌসুম কাটানো কোচ এসব নিয়ে ভাবছেন না। পরশু ইস্তাম্বুলের উদ্দেশে উড়াল দেওয়ার আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন গার্দিওলা। ২০২১ সালে হারের পর আরেকটি ফাইনালের সামনে দাঁড়িয়ে নিজের ভাবনাকে তিনি তুলে ধরেছেন এভাবে, ‘আমি আগের চেয়ে শান্ত ও কৃতজ্ঞ, খেলোয়াড়েরা যা করেছে তার জন্য। ফাইনাল সম্পূর্ণভাবে ভিন্ন মঞ্চ। পরের কয়েক দিন আমরা যা করব, তার ওপর নির্ভর করছে আমাদের খেলা।’
১-৪-২-৩ ফরমেশনে খেলে এফএ কাপ জিতেছে সিটি। তবে ইস্তাম্বুলের ফাইনালের আগে গার্দিওলার ভাবনা চোটে পড়া কাইল ওয়াকারকে নিয়ে। অবশ্য ইংলিশ ডিফেন্ডারকে না পেলে তাঁকে বিশ্বাস রাখতে হবে নাথান আকের ওপর।
ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটির সমর্থক একেবারে কম নেই। প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ উড়াল দিয়ে যদি শহরটির রেস্তোরাঁয় বসে কোনো সিটিজেন ভক্ত দেখেন, তাঁকে খাবার পরিবেশনকারী কর্মীটির গায়ে আকাশি-নীল জার্সি—এর চেয়ে বেশি আনন্দ তাঁর আর কিসে হতে পারে! হয়তো কর্মীটিকে তিনি দুই টাকা বেশি বকশিশ দিয়ে বলবেন, ‘আজ সিটির নামেই শিস দিয়ো।’
একে নিছক কল্পনা ভাবতেই পারেন। তবে রেস্তোরাঁয় সিটির জার্সি পরা কর্মী থেকে তাকসিম স্কয়ারে চ্যাম্পিয়নস লিগ ট্রফির বিশাল রুপালি ভাস্কর্যের নিচে ক্লাবটির সমর্থকদের উচ্ছ্বাস-পার্টিই বলে দেয়, প্রথমবার ইউরোপ জয়ের আশায় কেমন ব্যাকুল তারা। কোচ পেপ গার্দিওলার শিষ্যদের প্রেসিং-পজেশন ফুটবলের মায়াবী সৌন্দর্য দেখে যে কেউ তাঁদের ভক্ত হবে, সেটাই স্বাভাবিক। অথচ আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই সমর্থনটা বেশি পেতে পারত ইন্টার মিলান। নেরাজ্জুরিদের মাঝমাঠের তারকা তুরস্কের হাকান কালহানোগু যে তুরস্কের ছেলে! ঘরের ছেলের প্রতি কার না মায়া থাকে!
সিটির মিডফিল্ডার ইলকাই গুন্দোয়ানও খেলতে পারতেন তুরস্কের হয়ে। টার্কিশ পিতামাতার সন্তান হলেও জন্মভূমি জার্মানিকে বেছে নিয়েছেন তিনি। তবে কালহানোগু ফিরেছেন তুরস্কেই। তাঁদের মতো ইস্তাম্বুল এখন দুই ভাগে বিভক্ত। এক দলের চাওয়া—প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতুক সিটি। দুই বছর আগে পর্তুগালে খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ হয়নি তাদের। আজ সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ গার্দিওলার সামনে।
আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জিতলেই প্রথমবার এক মৌসুমে ট্রেবলের স্বাদ পাবে সিটি। টানা দুই প্রিমিয়ার লিগ জয়ের পর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ—অপ্রতিরোধ্য সিটি এবার ইতিহাস গড়ার যাত্রায় সবটুকু দিয়ে লড়বে মুকুটে ইউরোপ শ্রেষ্ঠত্বের পালক যোগ করতে। ইতিহাস ডাকছে গার্দিওলাকেও। ইন্টার বাধা পেরোলেই প্রথম কোচ হিসেবে দুটি ট্রেবল জিতবেন। প্রথমবার স্প্যানিশ কোচ এই কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে।
তবে ইত্তিহাদে এবার স্মরণীয় মৌসুম কাটানো কোচ এসব নিয়ে ভাবছেন না। পরশু ইস্তাম্বুলের উদ্দেশে উড়াল দেওয়ার আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন গার্দিওলা। ২০২১ সালে হারের পর আরেকটি ফাইনালের সামনে দাঁড়িয়ে নিজের ভাবনাকে তিনি তুলে ধরেছেন এভাবে, ‘আমি আগের চেয়ে শান্ত ও কৃতজ্ঞ, খেলোয়াড়েরা যা করেছে তার জন্য। ফাইনাল সম্পূর্ণভাবে ভিন্ন মঞ্চ। পরের কয়েক দিন আমরা যা করব, তার ওপর নির্ভর করছে আমাদের খেলা।’
১-৪-২-৩ ফরমেশনে খেলে এফএ কাপ জিতেছে সিটি। তবে ইস্তাম্বুলের ফাইনালের আগে গার্দিওলার ভাবনা চোটে পড়া কাইল ওয়াকারকে নিয়ে। অবশ্য ইংলিশ ডিফেন্ডারকে না পেলে তাঁকে বিশ্বাস রাখতে হবে নাথান আকের ওপর।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪