একাত্তর সালে নিজাম উদ্দিন আহমদ ছিলেন বিবিসির সংবাদদাতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর বিদেশি সংবাদপত্রে পাঠিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন তিনি।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের খবর সংগ্রহের জন্য ভোরবেলায় বাসা থেকে বের হন সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ। ২৬ মার্চ সারা দিন ঘুরে ঘুরে ঢাকা শহরে পাকিস্তানি বাহিনীর বর্বরতা দেখেন। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে তিনি সংগ্রহ করেন গণহত্যার সংবাদ। আবার যথাসময়ে সেগুলো পাঠিয়েও দেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এভাবে তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন।
শুধু তা-ই নয়, নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাক ব্রাউনসহ অনেক বিদেশি সাংবাদিককে গণহত্যার যথার্থতার প্রমাণ ও প্রামাণ্য ছবি সংগ্রহের জন্য মুক্তিবাহিনীর ক্যাম্পেও নিয়ে যেতেন। মুক্তিযুদ্ধ চলাকালে এ ধরনের কাজের জন্য অনেক সময়ই তাঁকে জীবনের ঝুঁকি নিতে হয়েছে। তবু দেশমাতৃকার টানে তিনি যেন সব ভুলে গিয়েছিলেন। তখন পাকিস্তান বাহিনী সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কড়া সেন্সরশিপ আরোপ করে।
কৌশলে কাজ করতে গিয়েও পাকিস্তানি গোয়েন্দাদের চোখে পড়ে যান তিনি। ঢাকায় থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা, ভারতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি কারণে রাও ফরমান আলী দুবারই তাঁকে সতর্ক করে দেন এবং বলেন, কোনো অবস্থাতেই যেন গণহত্যার কোনো খবর বিদেশি সংবাদমাধ্যমে পাঠানো না হয়। এর অন্যথা হলে তাঁকে সমস্যায় পড়তে হবে। নিজাম উদ্দিন আহমদ এসব ভয়ভীতি উপেক্ষা করে সংবাদ পাঠাতে থাকেন। তবে সে সময় মাঝে মাঝেই তিনি নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে রাতে বাসায় না থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকতেন।
১৯৭১ সালের ১২ ডিসেম্বর তিনি বাসায় ছিলেন। নিজের ঘরে বসে কাজ করছিলেন। কাজ করতে করতে ক্ষুধা লাগলে স্ত্রীকে খেতে দিতে বলেন। কিন্তু ক্ষুধা নিবারণের জন্য আর খাওয়া হয়নি। সেদিনই পাকিস্তানি বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
একাত্তর সালে নিজাম উদ্দিন আহমদ ছিলেন বিবিসির সংবাদদাতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর বিদেশি সংবাদপত্রে পাঠিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন তিনি।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের খবর সংগ্রহের জন্য ভোরবেলায় বাসা থেকে বের হন সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ। ২৬ মার্চ সারা দিন ঘুরে ঘুরে ঢাকা শহরে পাকিস্তানি বাহিনীর বর্বরতা দেখেন। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে তিনি সংগ্রহ করেন গণহত্যার সংবাদ। আবার যথাসময়ে সেগুলো পাঠিয়েও দেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এভাবে তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন।
শুধু তা-ই নয়, নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাক ব্রাউনসহ অনেক বিদেশি সাংবাদিককে গণহত্যার যথার্থতার প্রমাণ ও প্রামাণ্য ছবি সংগ্রহের জন্য মুক্তিবাহিনীর ক্যাম্পেও নিয়ে যেতেন। মুক্তিযুদ্ধ চলাকালে এ ধরনের কাজের জন্য অনেক সময়ই তাঁকে জীবনের ঝুঁকি নিতে হয়েছে। তবু দেশমাতৃকার টানে তিনি যেন সব ভুলে গিয়েছিলেন। তখন পাকিস্তান বাহিনী সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কড়া সেন্সরশিপ আরোপ করে।
কৌশলে কাজ করতে গিয়েও পাকিস্তানি গোয়েন্দাদের চোখে পড়ে যান তিনি। ঢাকায় থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা, ভারতে অবস্থানরত রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি কারণে রাও ফরমান আলী দুবারই তাঁকে সতর্ক করে দেন এবং বলেন, কোনো অবস্থাতেই যেন গণহত্যার কোনো খবর বিদেশি সংবাদমাধ্যমে পাঠানো না হয়। এর অন্যথা হলে তাঁকে সমস্যায় পড়তে হবে। নিজাম উদ্দিন আহমদ এসব ভয়ভীতি উপেক্ষা করে সংবাদ পাঠাতে থাকেন। তবে সে সময় মাঝে মাঝেই তিনি নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে রাতে বাসায় না থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকতেন।
১৯৭১ সালের ১২ ডিসেম্বর তিনি বাসায় ছিলেন। নিজের ঘরে বসে কাজ করছিলেন। কাজ করতে করতে ক্ষুধা লাগলে স্ত্রীকে খেতে দিতে বলেন। কিন্তু ক্ষুধা নিবারণের জন্য আর খাওয়া হয়নি। সেদিনই পাকিস্তানি বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে