আজকের পত্রিকা ডেস্ক
টানা দুই মাসের বেশি সময় ধরা চলা হিজাববিরোধী বিক্ষোভের মুখে ‘নৈতিকতা পুলিশ’ বিলুপ্তি ঘোষণা করল ইরান। হিজাব আইন সংস্কারের ইঙ্গিত দেওয়ার পরদিনই এ ঘোষণা এল। গতকাল রোববার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি বলেছেন, ‘বিচার বিভাগের সঙ্গে নৈতিকতা পুলিশের কোনো সম্পর্ক নেই এবং এ বাহিনী বিলোপ করা হয়েছে।’ গতকাল একটি ধর্মীয় সভায় অংশগ্রহণকারী এক ব্যক্তি নৈতিকতা পুলিশ কেন বিলুপ্ত হচ্ছে না, এমন প্রশ্ন করলে জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র পুলিশ বাহিনী হিসেবে ‘নৈতিকতা পুলিশকে’ আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমেদিনাজেদের শাসনামলে।
ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরা-সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংস্কার আনতে সংসদ ও বিচার বিভাগ কাজ করছে বলে গত শনিবার জানান মনতাজরি। বিদ্যমান আইন সংস্কারের ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক টেলিভিশন ভাষণে বলেন, ‘সংবিধান বাস্তবায়নের পদ্ধতি রয়েছে, যা নমনীয় হতে পারে।’
এরপরই গতকাল নৈতিকতাবিষয়ক পুলিশ বিলোপের ঘোষণাটি এল।
গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল কুর্দিস্তান প্রদেশের সাকেজ থেকে রাজধানী তেহরানে আসেন। ‘সঠিকভাবে হিজাব না পরার’ অভিযোগে দেশটির নৈতিকতাবিষয়ক পুলিশ মাহসাকে আটক করে। তিন দিন পর পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ন্যায়বিচার দাবি করে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এদিকে, আন্দোলন রুখতে দেশটির নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালাচ্ছে। নিরাপত্তা বাহিনীর হেফাজতে এখন পর্যন্ত দুই শতাধিক নাগরিক নিহত হয়েছেন বলে গত শনিবার প্রথমবারের মতো স্বীকার করল দেশটির সরকার।
টানা দুই মাসের বেশি সময় ধরা চলা হিজাববিরোধী বিক্ষোভের মুখে ‘নৈতিকতা পুলিশ’ বিলুপ্তি ঘোষণা করল ইরান। হিজাব আইন সংস্কারের ইঙ্গিত দেওয়ার পরদিনই এ ঘোষণা এল। গতকাল রোববার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি বলেছেন, ‘বিচার বিভাগের সঙ্গে নৈতিকতা পুলিশের কোনো সম্পর্ক নেই এবং এ বাহিনী বিলোপ করা হয়েছে।’ গতকাল একটি ধর্মীয় সভায় অংশগ্রহণকারী এক ব্যক্তি নৈতিকতা পুলিশ কেন বিলুপ্ত হচ্ছে না, এমন প্রশ্ন করলে জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র পুলিশ বাহিনী হিসেবে ‘নৈতিকতা পুলিশকে’ আনুষ্ঠানিক রূপ দেওয়া হয় ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমেদিনাজেদের শাসনামলে।
ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরা-সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংস্কার আনতে সংসদ ও বিচার বিভাগ কাজ করছে বলে গত শনিবার জানান মনতাজরি। বিদ্যমান আইন সংস্কারের ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক টেলিভিশন ভাষণে বলেন, ‘সংবিধান বাস্তবায়নের পদ্ধতি রয়েছে, যা নমনীয় হতে পারে।’
এরপরই গতকাল নৈতিকতাবিষয়ক পুলিশ বিলোপের ঘোষণাটি এল।
গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল কুর্দিস্তান প্রদেশের সাকেজ থেকে রাজধানী তেহরানে আসেন। ‘সঠিকভাবে হিজাব না পরার’ অভিযোগে দেশটির নৈতিকতাবিষয়ক পুলিশ মাহসাকে আটক করে। তিন দিন পর পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ন্যায়বিচার দাবি করে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এদিকে, আন্দোলন রুখতে দেশটির নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালাচ্ছে। নিরাপত্তা বাহিনীর হেফাজতে এখন পর্যন্ত দুই শতাধিক নাগরিক নিহত হয়েছেন বলে গত শনিবার প্রথমবারের মতো স্বীকার করল দেশটির সরকার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে