রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ভবিষ্যতে কেউ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায়, সে জন্য স্থাপন করা হয়েছিল উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরটি। যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানেই নির্মিত হয় এ স্মৃতিস্তম্ভ। ব্যয় করা হয় ৩৪ লাখ টাকা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব আর অযত্ন-অবহেলায় সেটি এখন যেনতেনভাবে পড়ে রয়েছে। দুটি আধুনিক শৌচাগারসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে ভাঙচুর হলেও তা ঠিক কবে হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির মূল বেদির অনেক ইট খুলে এখানে-সেখানে ফেলে রাখা হয়েছে। দুটি দোলনার একটি ভেঙে মাটিতে পড়ে আছে। ভাঙচুর করা হয়েছে প্রবেশপথের পাশের জানালার গ্লাস। উত্তর ও দক্ষিণ পাশের দুটি ওয়াশ ব্লক বা শৌচাগারের বেসিন, গ্লাস, কমোড, টাইলস, দরজা ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে। আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে বিভিন্ন স্থান। দরজা ও বেষ্টনীর কয়েকটি স্থান খুলে ফেলা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিক উল্লাহ বলেন, ‘স্মৃতিবিজড়িত এ স্তম্ভটি এভাবে অবহেলায় ও অযত্নে ফেলে রাখায় আমরা ব্যথিত। এটির দায়িত্ব এখন কাদের হাতে, তাও আমরা মুক্তিযোদ্ধারা জানি না। ভাঙচুরের দৃশ্য দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। এটি স্বাধীনতাবিরোধী অশুভ চক্রের কাজ। আমরা চাই দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। যথাযথ সম্মানের সঙ্গে সংরক্ষণ করতে হবে এ মূল্যবান স্থাপনা। আমাদের আবেগ ও ইজ্জত নিয়ে যারা খেলার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে প্রয়োজনে আমরা আবার মাঠে নামব।’
রায়পুর কামিল মাদ্রাসার (আলিয়া) অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, ‘এখানে বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। স্মৃতিস্তম্ভটি এলজিইডির তত্ত্বাবধানে রয়েছে। এই স্থাপনায় হামলার মতো ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অঞ্জন দাশ বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমার জানা ছিল না। সরেজমিন পরিদর্শন করে নিন্দনীয় কাজটির সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এলজিইডির লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী বলেন, ‘নির্মাণকাজ শেষে স্থাপনাগুলো সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি এখন কোন দপ্তর দেখাশোনার দায়িত্ব পালন করে, তা আমরা নিশ্চিত নই। তারপরও বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
ভবিষ্যতে কেউ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায়, সে জন্য স্থাপন করা হয়েছিল উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘরটি। যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানেই নির্মিত হয় এ স্মৃতিস্তম্ভ। ব্যয় করা হয় ৩৪ লাখ টাকা। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব আর অযত্ন-অবহেলায় সেটি এখন যেনতেনভাবে পড়ে রয়েছে। দুটি আধুনিক শৌচাগারসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে ভাঙচুর হলেও তা ঠিক কবে হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির মূল বেদির অনেক ইট খুলে এখানে-সেখানে ফেলে রাখা হয়েছে। দুটি দোলনার একটি ভেঙে মাটিতে পড়ে আছে। ভাঙচুর করা হয়েছে প্রবেশপথের পাশের জানালার গ্লাস। উত্তর ও দক্ষিণ পাশের দুটি ওয়াশ ব্লক বা শৌচাগারের বেসিন, গ্লাস, কমোড, টাইলস, দরজা ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে। আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে বিভিন্ন স্থান। দরজা ও বেষ্টনীর কয়েকটি স্থান খুলে ফেলা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিক উল্লাহ বলেন, ‘স্মৃতিবিজড়িত এ স্তম্ভটি এভাবে অবহেলায় ও অযত্নে ফেলে রাখায় আমরা ব্যথিত। এটির দায়িত্ব এখন কাদের হাতে, তাও আমরা মুক্তিযোদ্ধারা জানি না। ভাঙচুরের দৃশ্য দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। এটি স্বাধীনতাবিরোধী অশুভ চক্রের কাজ। আমরা চাই দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। যথাযথ সম্মানের সঙ্গে সংরক্ষণ করতে হবে এ মূল্যবান স্থাপনা। আমাদের আবেগ ও ইজ্জত নিয়ে যারা খেলার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে প্রয়োজনে আমরা আবার মাঠে নামব।’
রায়পুর কামিল মাদ্রাসার (আলিয়া) অধ্যক্ষ নিজাম উদ্দিন বলেন, ‘এখানে বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। স্মৃতিস্তম্ভটি এলজিইডির তত্ত্বাবধানে রয়েছে। এই স্থাপনায় হামলার মতো ন্যক্কারজনক কাজের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অঞ্জন দাশ বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমার জানা ছিল না। সরেজমিন পরিদর্শন করে নিন্দনীয় কাজটির সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এলজিইডির লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী বলেন, ‘নির্মাণকাজ শেষে স্থাপনাগুলো সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি এখন কোন দপ্তর দেখাশোনার দায়িত্ব পালন করে, তা আমরা নিশ্চিত নই। তারপরও বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে