সম্পাদকীয়
ফেব্রুয়ারির ২১ তারিখে যখন গুলি চলল ছাত্রদের ওপর, তখন ডা. জোহরা বেগম কাজী ছিলেন মেডিকেল কলেজের সামনে। খুবই কৃতী এই চিকিৎসক ১৯৩৫ সালে ‘লেডি হার্ডিং ফর উইমেন’ কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে প্রথম স্থান লাভ করেছিলেন। পেয়েছিলেন ভাইসরয় পদক। ১৯৪৮ সালের নভেম্বর মাসে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকা মেডিকেল কলেজের আবাসিক সার্জন পদে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সকালবেলায় হয়েছিল ছাত্র সমাবেশ। আগের দিন যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, তা ভেঙে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছিলেন শিক্ষার্থীরা। পুলিশ দশজনি মিছিলগুলো থেকে গ্রেপ্তার করতে শুরু করে। এ সময় পুলিশের নির্মম অত্যাচার শুরু হলে শিক্ষার্থীরা আশ্রয় নেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যা তখন ব্যারাক নামে পরিচিত ছিল।
ডা. জোহরা বেগম কাজী মেডিকেল ব্যারাকের সামনে মৃতদেহ দেখে স্তম্ভিত হয়ে যান। বেলা ৩টার দিকে পুলিশ গুলিবর্ষণ শুরু করেছিল। মৃতদেহ দেখে জোহরা কাজীর চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে জল। তিনি দৌড়ে যান মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে। তাঁকে পুলিশি হামলার নির্মম দৃশ্য দেখান। সে সময় হাসপাতালে উপচে পড়ছে মানুষের ভিড়।
হাসপাতালের পরিস্থিতি তখন অস্বাভাবিক। মাথা ঠান্ডা করে জোহরা কাজী আহতদের চিকিৎসাসেবায় মন দেন। সেই বিভীষিকার সময় স্বজনদের আর্তচিৎকার, আতঙ্কিত মানুষের এলোপাতাড়ি ছোটাছুটিতে জায়গাটা পরিণত হয় নরকে।
জোহরা বেগম কাজী দেখলেন, হাসপাতালে সার্জারির রোগীই বেশি। গুলিবর্ষণের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের অনেকের শরীরে ছোটখাটো অপারেশন করে ছেড়ে দিলেন তিনি। কারও কারও ক্ষতস্থানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে বিদায় দিলেন। আর অনেকের শরীর থেকে অপারেশন করে বুলেট বের করেছেন। সেদিন মেডিকেল কলেজ হাসপাতালে থাকা সব ডাক্তার ও নার্স সর্বাত্মক সাহায্য করেছেন ছাত্রদের। জোহরা কাজী নাওয়া-খাওয়া ভুলে সারা রাত কাজ করেছিলেন।
সূত্র: এম আর মাহবুব সম্পাদিত ভাষাসংগ্রামের স্মৃতি, পৃষ্ঠা ৩২-৩৩
ফেব্রুয়ারির ২১ তারিখে যখন গুলি চলল ছাত্রদের ওপর, তখন ডা. জোহরা বেগম কাজী ছিলেন মেডিকেল কলেজের সামনে। খুবই কৃতী এই চিকিৎসক ১৯৩৫ সালে ‘লেডি হার্ডিং ফর উইমেন’ কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে প্রথম স্থান লাভ করেছিলেন। পেয়েছিলেন ভাইসরয় পদক। ১৯৪৮ সালের নভেম্বর মাসে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকা মেডিকেল কলেজের আবাসিক সার্জন পদে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সকালবেলায় হয়েছিল ছাত্র সমাবেশ। আগের দিন যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, তা ভেঙে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছিলেন শিক্ষার্থীরা। পুলিশ দশজনি মিছিলগুলো থেকে গ্রেপ্তার করতে শুরু করে। এ সময় পুলিশের নির্মম অত্যাচার শুরু হলে শিক্ষার্থীরা আশ্রয় নেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যা তখন ব্যারাক নামে পরিচিত ছিল।
ডা. জোহরা বেগম কাজী মেডিকেল ব্যারাকের সামনে মৃতদেহ দেখে স্তম্ভিত হয়ে যান। বেলা ৩টার দিকে পুলিশ গুলিবর্ষণ শুরু করেছিল। মৃতদেহ দেখে জোহরা কাজীর চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে জল। তিনি দৌড়ে যান মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে। তাঁকে পুলিশি হামলার নির্মম দৃশ্য দেখান। সে সময় হাসপাতালে উপচে পড়ছে মানুষের ভিড়।
হাসপাতালের পরিস্থিতি তখন অস্বাভাবিক। মাথা ঠান্ডা করে জোহরা কাজী আহতদের চিকিৎসাসেবায় মন দেন। সেই বিভীষিকার সময় স্বজনদের আর্তচিৎকার, আতঙ্কিত মানুষের এলোপাতাড়ি ছোটাছুটিতে জায়গাটা পরিণত হয় নরকে।
জোহরা বেগম কাজী দেখলেন, হাসপাতালে সার্জারির রোগীই বেশি। গুলিবর্ষণের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের অনেকের শরীরে ছোটখাটো অপারেশন করে ছেড়ে দিলেন তিনি। কারও কারও ক্ষতস্থানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে বিদায় দিলেন। আর অনেকের শরীর থেকে অপারেশন করে বুলেট বের করেছেন। সেদিন মেডিকেল কলেজ হাসপাতালে থাকা সব ডাক্তার ও নার্স সর্বাত্মক সাহায্য করেছেন ছাত্রদের। জোহরা কাজী নাওয়া-খাওয়া ভুলে সারা রাত কাজ করেছিলেন।
সূত্র: এম আর মাহবুব সম্পাদিত ভাষাসংগ্রামের স্মৃতি, পৃষ্ঠা ৩২-৩৩
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে