তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা
সরকারি হাসপাতালের ক্যানসার ইউনিটের জন্য কিছু উপকরণ কেনা হবে। সেসব সামগ্রীর প্রাক্-জাহাজীকরণ পরিদর্শনে (পিএসআই) ছয় দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন দুই প্রকৌশলী, এক উপসচিব (গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব বা পিএস) এবং পিএসের ছেলে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেক প্রকৌশলী ও কর্মকর্তারা বলছেন, কারিগরি ওই কাজে মন্ত্রীর পিএসের যাওয়ারই কোনো যুক্তি নেই। তার ওপর নিজের ছেলের নামও ঢুকিয়েছেন।
স্বচ্ছতা ও সুশাসন বিষয়ে বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তি বিকাশের এ যুগে পরিদর্শনের নামে এভাবে বিদেশে যাওয়াই অর্থহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এখন অনলাইনে ঘরে বসেই পণ্য যাচাই করা সম্ভব।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদের সই করা এক অফিস আদেশে দেখা যায়, আগামী ১৫ থেকে ২০ মে পর্যন্ত ছয় দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন তিন কর্মকর্তা এবং একজনের ছেলে। ‘শেরেবাংলা নগর নিউরোসায়েন্সেস হাসপাতাল ও দেশের আট বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল’ প্রকল্পের আওতায় ক্যানসার ইউনিট স্থাপনসংক্রান্ত সামগ্রীর প্রাক্-জাহাজীকরণ দেখতে যাচ্ছেন তাঁরা। সফরকারী দলে থাকছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর পিএস এ এস এম হুমায়ূন কবীর, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. শামসুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক এবং হুমায়ূন কবীরের ছেলে আহমেদ তৌসিফ জামী। তিনি সদ্য পড়াশুনা
শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ক্যানসার ইউনিটের সামগ্রী বিষয়ে মন্ত্রীর পিএসেরই কোনো দক্ষতা বা সম্পৃক্ততা নেই। তা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তিনি নিজের পাশাপাশি ছেলের নামও ঢুকিয়েছেন তালিকায়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এ এস এম হুমায়ূন কবীর যখন যেখানে দায়িত্ব পান, সেখানেই তিনি অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে থাকেন। চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের পিএস হিসেবে হুমায়ূন কবীর পুরো মন্ত্রণালয় ও সংস্থাগুলো নিয়ন্ত্রণ করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করে কর্মহীন রাখা হয়েছিল। ২০১১ সালের ১০ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৩০ মে পর্যন্ত তিনি ওএসডি ছিলেন। পরে সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে তাঁকে পদায়ন করা হয়। সেখানে থেকে ২৭তম ব্যাচের সঙ্গে তিনি উপসচিব হন। নতুন করে বিদেশ ভ্রমণে তিনি নিজের এবং ছেলের নাম লিখিয়ে আবার আলোচনায় এলেন।
এ বিষয়ে কথা বলতে হুমায়ূন কবীরকে গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বিষয় জানিয়ে এসএমএস পাঠিয়ে আরও কয়েকবার ফোন করেও সাড়া মেলেনি।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদ অবশ্য আজকের পত্রিকাকে বলেন, ‘ফাইল যেভাবে অনুমোদন হয়ে আসে, চিঠি সেভাবেই করা হয়। তবে মন্ত্রীর পিএস যে সঙ্গে ছেলেকে নিয়ে যাচ্ছেন, সেই খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। সেখানে সরকারি কোনো অর্থ যাচ্ছে না।’
এ বিষয়ে জানতে গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. নবীরুল ইসলামকে ফোন করে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘পণ্যের গুণগত মান যাচাইয়ের নামে ঠিকাদারের টাকায় বিদেশ ভ্রমণ মূলত তাঁদের মধ্যকার সখ্যের বহিঃপ্রকাশ। মূল কাজের সঙ্গে যুক্ত না হয়েও মন্ত্রীর পিএস কীভাবে বিদেশে যান? তাঁর তো এ কাজের কোনো দক্ষতাও নেই। সরকার যেখানে ব্যয়সংকোচন নীতি অনুসরণ করছে, সেখানে এ ধরনের ভ্রমণের অনুমোদন কেন? উচ্চপর্যায়ের লোকজনও এর দায় এড়াতে পারেন না।’
সরকারি হাসপাতালের ক্যানসার ইউনিটের জন্য কিছু উপকরণ কেনা হবে। সেসব সামগ্রীর প্রাক্-জাহাজীকরণ পরিদর্শনে (পিএসআই) ছয় দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন দুই প্রকৌশলী, এক উপসচিব (গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব বা পিএস) এবং পিএসের ছেলে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেক প্রকৌশলী ও কর্মকর্তারা বলছেন, কারিগরি ওই কাজে মন্ত্রীর পিএসের যাওয়ারই কোনো যুক্তি নেই। তার ওপর নিজের ছেলের নামও ঢুকিয়েছেন।
স্বচ্ছতা ও সুশাসন বিষয়ে বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তি বিকাশের এ যুগে পরিদর্শনের নামে এভাবে বিদেশে যাওয়াই অর্থহীন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এখন অনলাইনে ঘরে বসেই পণ্য যাচাই করা সম্ভব।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদের সই করা এক অফিস আদেশে দেখা যায়, আগামী ১৫ থেকে ২০ মে পর্যন্ত ছয় দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন তিন কর্মকর্তা এবং একজনের ছেলে। ‘শেরেবাংলা নগর নিউরোসায়েন্সেস হাসপাতাল ও দেশের আট বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল’ প্রকল্পের আওতায় ক্যানসার ইউনিট স্থাপনসংক্রান্ত সামগ্রীর প্রাক্-জাহাজীকরণ দেখতে যাচ্ছেন তাঁরা। সফরকারী দলে থাকছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর পিএস এ এস এম হুমায়ূন কবীর, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) মো. শামসুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক এবং হুমায়ূন কবীরের ছেলে আহমেদ তৌসিফ জামী। তিনি সদ্য পড়াশুনা
শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ক্যানসার ইউনিটের সামগ্রী বিষয়ে মন্ত্রীর পিএসেরই কোনো দক্ষতা বা সম্পৃক্ততা নেই। তা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তিনি নিজের পাশাপাশি ছেলের নামও ঢুকিয়েছেন তালিকায়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এ এস এম হুমায়ূন কবীর যখন যেখানে দায়িত্ব পান, সেখানেই তিনি অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে থাকেন। চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের পিএস হিসেবে হুমায়ূন কবীর পুরো মন্ত্রণালয় ও সংস্থাগুলো নিয়ন্ত্রণ করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করে কর্মহীন রাখা হয়েছিল। ২০১১ সালের ১০ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৩০ মে পর্যন্ত তিনি ওএসডি ছিলেন। পরে সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে তাঁকে পদায়ন করা হয়। সেখানে থেকে ২৭তম ব্যাচের সঙ্গে তিনি উপসচিব হন। নতুন করে বিদেশ ভ্রমণে তিনি নিজের এবং ছেলের নাম লিখিয়ে আবার আলোচনায় এলেন।
এ বিষয়ে কথা বলতে হুমায়ূন কবীরকে গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে বিষয় জানিয়ে এসএমএস পাঠিয়ে আরও কয়েকবার ফোন করেও সাড়া মেলেনি।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ নূর মোহাম্মদ অবশ্য আজকের পত্রিকাকে বলেন, ‘ফাইল যেভাবে অনুমোদন হয়ে আসে, চিঠি সেভাবেই করা হয়। তবে মন্ত্রীর পিএস যে সঙ্গে ছেলেকে নিয়ে যাচ্ছেন, সেই খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। সেখানে সরকারি কোনো অর্থ যাচ্ছে না।’
এ বিষয়ে জানতে গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. নবীরুল ইসলামকে ফোন করে এবং এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘পণ্যের গুণগত মান যাচাইয়ের নামে ঠিকাদারের টাকায় বিদেশ ভ্রমণ মূলত তাঁদের মধ্যকার সখ্যের বহিঃপ্রকাশ। মূল কাজের সঙ্গে যুক্ত না হয়েও মন্ত্রীর পিএস কীভাবে বিদেশে যান? তাঁর তো এ কাজের কোনো দক্ষতাও নেই। সরকার যেখানে ব্যয়সংকোচন নীতি অনুসরণ করছে, সেখানে এ ধরনের ভ্রমণের অনুমোদন কেন? উচ্চপর্যায়ের লোকজনও এর দায় এড়াতে পারেন না।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে