রিমন রহমান, রাজশাহী
একটি পর্দার দামই সাড়ে ১৪ হাজার টাকার বেশি! এমন দামি ১৩৪টি পর্দা কিনেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। অন্য মালপত্রও কিনেছে দ্বিগুণ-তিন গুণ বেশি দামে। আবার মালপত্র বুঝে না নিয়েও বিল দিয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের এমন কেনাকাটা ২০১৮-১৯ অর্থবছরে। এই কেনাকাটাতেই বড় ধরনের আর্থিক অনিয়ম খুঁজে পেয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিবহন অডিট অধিদপ্তর। অধিদপ্তরের নিরীক্ষাকালে কাগজে থাকা দামি ১৩৪টি পর্দার প্রায় অর্ধেকের অস্তিত্ব পাওয়া যায়নি। কেনাকাটা, লাইসেন্স ফি আদায় না করাসহ বিভিন্ন খাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মোট ৩৯ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৮২ টাকার অনিয়ম উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। এসবসহ বাংলাদেশ রেলওয়েতে ওই অর্থবছরে অনিয়ম পাওয়া গেছে মোট ৪১৯ কোটি ১০ লাখ ২৫ হাজার ৪৬১ টাকার। প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বেশি খরচ করা অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
২০১৯ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত এই নিরীক্ষা করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চলতি বছরের ২৫ জুন প্রতিবেদনটি জাতীয় সংসদে জমা দেওয়া হয়।
নিরীক্ষা প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, যাঁরা এসব অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন, তাঁরা কেউ পার পাবেন না। পর্দা কেনাকাটার সঙ্গে জড়িত তৎকালীন প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক এ এস এম শাহনেওয়াজ ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন। আরও কয়েকজনের ব্যাপারে তদন্ত চলছে। তিনি বলেন, ‘কিছুদিন আগে নিরীক্ষা প্রতিবেদন সংসদে উঠেছে। এটি মন্ত্রণালয় হয়ে রেলওয়ের মহাপরিচালকের কাছে যাবে। তারপর আমাদের কাছে এলে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম রেলের সরঞ্জাম নিয়ন্ত্রক (সিওএস) কার্যালয় নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমের জন্য ৫০টি পর্দা কেনে। প্রতিটি পর্দার জন্য ঠিকাদারকে পরিশোধ করেছে ১৪ হাজার ৫৯১ টাকা। তবে নিরীক্ষা দল বাস্তবে ২৫টি পর্দা পেয়েছে। বাকি ২৫টি পর্দা না থাকায় ৩ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা ক্ষতি হয়েছে। পর্দার জন্য উচ্চ মূল্য দেওয়ায় আরও ক্ষতি হয়েছে।
এ ছাড়া সিওএস পশ্চিম খুলনা রিমডেলিং স্টেশনের জন্য ফিটিংসসহ প্রতিটি ১৪ হাজার ৫৯৫ টাকা দরের ৮৪টি পর্দা এবং প্রতিটি ৭ হাজার ৮৪৮ টাকা দরের ১৬২টি পর্দা কেনা হয়। খুলনা রিমডেলিং স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার সব পর্দা বুঝে নিয়েছেন দেখিয়ে ডেডস্টকে এন্ট্রি করেন। কিন্তু নিরীক্ষা দল বাস্তবে ১৫২টি পর্দা পেয়েছে। অবশিষ্ট ৯৪টি পর্দা না পাওয়ায় সরকারের ক্ষতি ১০ লাখ ৫৪ হাজার ৮২১ টাকা। নিরীক্ষা দল বলেছে, পর্দা কেনা হয়েছে বাজারমূল্যের চেয়ে উচ্চ মূল্যে।
সাড়ে ১৪ হাজার টাকা দামের পর্দার ছয়টি এখন লাগানো আছে নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে। আজকের পত্রিকার নাটোর প্রতিনিধি নাইমুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দুটি জানালা ও একটি দরজায় পর্দাগুলো লাগানো দেখতে পান।
রাজশাহী পর্দা গ্যালারি নামের দোকানে গতকাল নাটোর স্টেশনের ওয়েটিং রুমের ওই পর্দার ছবি দেখানো হলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এফাজুর রহমান বলেন, চার কুঁচির প্রতি পিস এই পর্দার দাম বড়জোর দেড় হাজার টাকা। চীন থেকে আনা সবচেয়ে উন্নত পর্দার প্রতিটির দাম সর্বোচ্চ ৩ হাজার ২০০ টাকা। এর সঙ্গে ডিজাইন করলে বড়জোর ৪ হাজার টাকা খরচ পড়বে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ওই অর্থবছরে লাগেজ ট্রলি, ক্যাশসেফ, হ্যান্ড বেরো প্ল্যাটফর্ম ট্রলি কিনতে ঠিকাদারদের সঙ্গে চুক্তি হয়। এসব পণ্যের মূল্য ধরা হয় ৪১ লাখ ৩৫ হাজার ৪৩৫ টাকা। নিরীক্ষাকালে এসব মালপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে পাওয়া যায়নি। এই অনিয়মের বিষয়ে অডিট অধিদপ্তর রেলওয়ের প্রিন্সিপাল হিসাব অফিসারকে দুই দফা চিঠি দিলেও কোনো জবাব আসেনি। ওই নিরীক্ষার সময় পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক ছিলেন এ এস এম শাহনেওয়াজ।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম রেলের মহাব্যবস্থাপকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে ঠিকাদারকে বেশি দাম পরিশোধ করায় ৫ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৮ টাকার ক্ষতি হয়েছে। এই কেনাকাটার মধ্যে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, রেফ্রিজারেন্ট গ্যাস, এলইডি ইলেকট্রিক চার্জেবল সিগন্যাল লাইট, চিকিৎসা বিভাগের জন্য কনজারভেন্সি মালপত্র, চিকিৎসাসামগ্রী। প্রাক্কলন প্রণয়নকারী, অনুমোদনকারী, দরপত্র মূল্যায়ন কমিটি, দরপত্র মূল্যায়ন সুপারিশ অনুমোদনকারী এবং ঠিকাদারের যোগসাজশে এই অনিয়ম হয়েছে।
সূত্র বলেছে, এসব অডিট আপত্তির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কিছু জবাব দিয়েছে। পশ্চিম রেলের প্রধান চিকিৎসা কর্মকর্তার দপ্তরের দাবি, জরুরি ভিত্তিতে মালামাল প্রয়োজন ছিল। তখন বাজারমূল্য বেশি থাকায় ওই দামেই কিনতে হয়েছে। তবে বেশি দামে পর্দা কেনা এবং মালপত্র না নিয়ে বিল পরিশোধের বিষয়ে সিওএস দপ্তর তেমন ব্যাখ্যা না দেওয়ায় অসন্তোষ জানিয়েছে পরিবহন অডিট অধিদপ্তর।
অডিট অধিদপ্তর বলেছে, যে জবাব কর্মকর্তারা দিয়েছেন, তা আপত্তি নিষ্পত্তির জন্য সহায়ক নয়।
একটি পর্দার দামই সাড়ে ১৪ হাজার টাকার বেশি! এমন দামি ১৩৪টি পর্দা কিনেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। অন্য মালপত্রও কিনেছে দ্বিগুণ-তিন গুণ বেশি দামে। আবার মালপত্র বুঝে না নিয়েও বিল দিয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের এমন কেনাকাটা ২০১৮-১৯ অর্থবছরে। এই কেনাকাটাতেই বড় ধরনের আর্থিক অনিয়ম খুঁজে পেয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিবহন অডিট অধিদপ্তর। অধিদপ্তরের নিরীক্ষাকালে কাগজে থাকা দামি ১৩৪টি পর্দার প্রায় অর্ধেকের অস্তিত্ব পাওয়া যায়নি। কেনাকাটা, লাইসেন্স ফি আদায় না করাসহ বিভিন্ন খাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মোট ৩৯ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৮২ টাকার অনিয়ম উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। এসবসহ বাংলাদেশ রেলওয়েতে ওই অর্থবছরে অনিয়ম পাওয়া গেছে মোট ৪১৯ কোটি ১০ লাখ ২৫ হাজার ৪৬১ টাকার। প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বেশি খরচ করা অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
২০১৯ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত এই নিরীক্ষা করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চলতি বছরের ২৫ জুন প্রতিবেদনটি জাতীয় সংসদে জমা দেওয়া হয়।
নিরীক্ষা প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, যাঁরা এসব অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন, তাঁরা কেউ পার পাবেন না। পর্দা কেনাকাটার সঙ্গে জড়িত তৎকালীন প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক এ এস এম শাহনেওয়াজ ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন। আরও কয়েকজনের ব্যাপারে তদন্ত চলছে। তিনি বলেন, ‘কিছুদিন আগে নিরীক্ষা প্রতিবেদন সংসদে উঠেছে। এটি মন্ত্রণালয় হয়ে রেলওয়ের মহাপরিচালকের কাছে যাবে। তারপর আমাদের কাছে এলে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম রেলের সরঞ্জাম নিয়ন্ত্রক (সিওএস) কার্যালয় নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমের জন্য ৫০টি পর্দা কেনে। প্রতিটি পর্দার জন্য ঠিকাদারকে পরিশোধ করেছে ১৪ হাজার ৫৯১ টাকা। তবে নিরীক্ষা দল বাস্তবে ২৫টি পর্দা পেয়েছে। বাকি ২৫টি পর্দা না থাকায় ৩ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা ক্ষতি হয়েছে। পর্দার জন্য উচ্চ মূল্য দেওয়ায় আরও ক্ষতি হয়েছে।
এ ছাড়া সিওএস পশ্চিম খুলনা রিমডেলিং স্টেশনের জন্য ফিটিংসসহ প্রতিটি ১৪ হাজার ৫৯৫ টাকা দরের ৮৪টি পর্দা এবং প্রতিটি ৭ হাজার ৮৪৮ টাকা দরের ১৬২টি পর্দা কেনা হয়। খুলনা রিমডেলিং স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার সব পর্দা বুঝে নিয়েছেন দেখিয়ে ডেডস্টকে এন্ট্রি করেন। কিন্তু নিরীক্ষা দল বাস্তবে ১৫২টি পর্দা পেয়েছে। অবশিষ্ট ৯৪টি পর্দা না পাওয়ায় সরকারের ক্ষতি ১০ লাখ ৫৪ হাজার ৮২১ টাকা। নিরীক্ষা দল বলেছে, পর্দা কেনা হয়েছে বাজারমূল্যের চেয়ে উচ্চ মূল্যে।
সাড়ে ১৪ হাজার টাকা দামের পর্দার ছয়টি এখন লাগানো আছে নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে। আজকের পত্রিকার নাটোর প্রতিনিধি নাইমুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দুটি জানালা ও একটি দরজায় পর্দাগুলো লাগানো দেখতে পান।
রাজশাহী পর্দা গ্যালারি নামের দোকানে গতকাল নাটোর স্টেশনের ওয়েটিং রুমের ওই পর্দার ছবি দেখানো হলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এফাজুর রহমান বলেন, চার কুঁচির প্রতি পিস এই পর্দার দাম বড়জোর দেড় হাজার টাকা। চীন থেকে আনা সবচেয়ে উন্নত পর্দার প্রতিটির দাম সর্বোচ্চ ৩ হাজার ২০০ টাকা। এর সঙ্গে ডিজাইন করলে বড়জোর ৪ হাজার টাকা খরচ পড়বে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ওই অর্থবছরে লাগেজ ট্রলি, ক্যাশসেফ, হ্যান্ড বেরো প্ল্যাটফর্ম ট্রলি কিনতে ঠিকাদারদের সঙ্গে চুক্তি হয়। এসব পণ্যের মূল্য ধরা হয় ৪১ লাখ ৩৫ হাজার ৪৩৫ টাকা। নিরীক্ষাকালে এসব মালপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে পাওয়া যায়নি। এই অনিয়মের বিষয়ে অডিট অধিদপ্তর রেলওয়ের প্রিন্সিপাল হিসাব অফিসারকে দুই দফা চিঠি দিলেও কোনো জবাব আসেনি। ওই নিরীক্ষার সময় পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক ছিলেন এ এস এম শাহনেওয়াজ।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম রেলের মহাব্যবস্থাপকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে ঠিকাদারকে বেশি দাম পরিশোধ করায় ৫ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৮ টাকার ক্ষতি হয়েছে। এই কেনাকাটার মধ্যে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, রেফ্রিজারেন্ট গ্যাস, এলইডি ইলেকট্রিক চার্জেবল সিগন্যাল লাইট, চিকিৎসা বিভাগের জন্য কনজারভেন্সি মালপত্র, চিকিৎসাসামগ্রী। প্রাক্কলন প্রণয়নকারী, অনুমোদনকারী, দরপত্র মূল্যায়ন কমিটি, দরপত্র মূল্যায়ন সুপারিশ অনুমোদনকারী এবং ঠিকাদারের যোগসাজশে এই অনিয়ম হয়েছে।
সূত্র বলেছে, এসব অডিট আপত্তির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কিছু জবাব দিয়েছে। পশ্চিম রেলের প্রধান চিকিৎসা কর্মকর্তার দপ্তরের দাবি, জরুরি ভিত্তিতে মালামাল প্রয়োজন ছিল। তখন বাজারমূল্য বেশি থাকায় ওই দামেই কিনতে হয়েছে। তবে বেশি দামে পর্দা কেনা এবং মালপত্র না নিয়ে বিল পরিশোধের বিষয়ে সিওএস দপ্তর তেমন ব্যাখ্যা না দেওয়ায় অসন্তোষ জানিয়েছে পরিবহন অডিট অধিদপ্তর।
অডিট অধিদপ্তর বলেছে, যে জবাব কর্মকর্তারা দিয়েছেন, তা আপত্তি নিষ্পত্তির জন্য সহায়ক নয়।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে