ফারুক ছিদ্দিক, ঢাবি
অমর একুশে বইমেলায় পাঠকের আনাগোনা বেশ বেড়েছে। সবাই যে বই কিনছেন, তা নয়—ঘুরছেন, ফিরছেন, দেখছেন। পছন্দ হলে কিনছেন। কেউ কেউ আবার বই শুনছেনও।
বই তো পড়ার বিষয়। তাহলে ‘শোনাটা’ আবার কী রকম? তেমনই আয়োজন আছে বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের সামনে ‘শুনবই’-এর স্টলে। অন্য স্টলগুলোর মতো এই স্টলেও বই বিক্রি হয়, তবে পড়ার জন্য নয়, শোনার জন্য। পাঠকদের এই বই সম্পর্কে জানাচ্ছেন স্টলের কর্মীরা। অনেকে সাবস্ক্রিপশন করছেন, আগ্রহী হচ্ছেন। ১ হাজার বইয়ের মধ্যে যেকোনো বই শুনতে পারবেন ১০ টাকায়। ১০ টাকায় অ্যাপস সাবস্ক্রিপশনের মাধ্যমে এক মাস বই শোনারও সুযোগ রয়েছে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড় রয়েছে।
রাজধানীর বাসাবো এলাকা থেকে গতকাল রোববার মেলায় গিয়েছিলেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী তাবিয়া। অডিও বুকের প্রতি আগ্রহী হয়ে তিনি বিষয়টি দেখেছেন। দেখে সাবস্ক্রিপশনও কিনেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত বিভিন্ন ব্যস্ততার কারণে বই পড়া হয় না, অডিও হওয়ায় একটু আগ্রহী হলাম। নতুনভাবে হয়তো আমাকে বইয়ের প্রতি আকৃষ্ট করবে। আমি কিনেছি, দেখি কেমন লাগে।’
শুনবইর প্রতিনিধি নাজিম উদ্দিন বলেন, ‘শুনবই অ্যাপসে ১ হাজার বই রয়েছে। ১০ টাকায় যে কেউ সাবস্ক্রিপশন কিনে এক মাসের জন্য শুনতে পারবেন। অন্য সময়ে এ জন্য ১০০ টাকা লাগে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে এক বছরের জন্য ৬০০ টাকায় পাওয়া যাবে, যা অন্য সময় কিনতে ১ হাজার ২০০ টাকা খরচ হবে।
শুনবই পরিবেশবান্ধব দাবি করে নাজিম বলেন, বই তৈরি করতে যে কাগজ লাগে, তা তো গাছ থেকেই তৈরি হয়। কিন্তু শুনবইতে কোনো কাগজ লাগে না। ফলে এ বইতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।
১১৯ টাকায় ১ মাসের জন্য সাবস্ক্রিপশন নিয়ে বই শুনতে পারা যাবে বইঘর-এর অ্যাপসেও। বইঘরে ২ হাজার ৫০০ ই-বুক, ২৫০ অডিও বুক রয়েছে। ই-বুক সেখানে কেনার অপশন রয়েছে বলে জানান বইঘরের প্রতিনিধি জান্নাত ফাতেমা। বইঘরের পাশে রয়েছে রকমারি ই-বুক। বাংলা একাডেমি প্রাঙ্গণে এ রকম বই শুনতে পারার স্টল রয়েছে—কাব্যিক।
সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরসংলগ্ন ফটক দিয়ে ঢুকে একটু এগোলে দেখা যায় আগামী প্রকাশনীর স্টলের পাশে কাহিনীকের স্টল। সেখানেও অডিওতে বই শোনা যায় সাবস্ক্রিপশনের মাধ্যমে। তবে বইমেলা উপলক্ষে উপস্থিত থেকে কেউ রেজিস্ট্রেশন করলে একটি কোড দেওয়া হয় কাহিনীকের পক্ষ থেকে, পরে সেই কোড ব্যবহার করলে রেজিস্ট্রেশনকারী পায় ২০০ টাকা৷ পরে সেই টাকা দিয়ে যেকোনো বই শোনা যায়।
বাংলা একাডেমি তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, ১১তম দিনে মেলায় নতুন বই এসেছে ৯২টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ৯১৫টি।
অমর একুশে বইমেলায় পাঠকের আনাগোনা বেশ বেড়েছে। সবাই যে বই কিনছেন, তা নয়—ঘুরছেন, ফিরছেন, দেখছেন। পছন্দ হলে কিনছেন। কেউ কেউ আবার বই শুনছেনও।
বই তো পড়ার বিষয়। তাহলে ‘শোনাটা’ আবার কী রকম? তেমনই আয়োজন আছে বাংলা একাডেমি প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের সামনে ‘শুনবই’-এর স্টলে। অন্য স্টলগুলোর মতো এই স্টলেও বই বিক্রি হয়, তবে পড়ার জন্য নয়, শোনার জন্য। পাঠকদের এই বই সম্পর্কে জানাচ্ছেন স্টলের কর্মীরা। অনেকে সাবস্ক্রিপশন করছেন, আগ্রহী হচ্ছেন। ১ হাজার বইয়ের মধ্যে যেকোনো বই শুনতে পারবেন ১০ টাকায়। ১০ টাকায় অ্যাপস সাবস্ক্রিপশনের মাধ্যমে এক মাস বই শোনারও সুযোগ রয়েছে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড় রয়েছে।
রাজধানীর বাসাবো এলাকা থেকে গতকাল রোববার মেলায় গিয়েছিলেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী তাবিয়া। অডিও বুকের প্রতি আগ্রহী হয়ে তিনি বিষয়টি দেখেছেন। দেখে সাবস্ক্রিপশনও কিনেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত বিভিন্ন ব্যস্ততার কারণে বই পড়া হয় না, অডিও হওয়ায় একটু আগ্রহী হলাম। নতুনভাবে হয়তো আমাকে বইয়ের প্রতি আকৃষ্ট করবে। আমি কিনেছি, দেখি কেমন লাগে।’
শুনবইর প্রতিনিধি নাজিম উদ্দিন বলেন, ‘শুনবই অ্যাপসে ১ হাজার বই রয়েছে। ১০ টাকায় যে কেউ সাবস্ক্রিপশন কিনে এক মাসের জন্য শুনতে পারবেন। অন্য সময়ে এ জন্য ১০০ টাকা লাগে। বইমেলা উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে এক বছরের জন্য ৬০০ টাকায় পাওয়া যাবে, যা অন্য সময় কিনতে ১ হাজার ২০০ টাকা খরচ হবে।
শুনবই পরিবেশবান্ধব দাবি করে নাজিম বলেন, বই তৈরি করতে যে কাগজ লাগে, তা তো গাছ থেকেই তৈরি হয়। কিন্তু শুনবইতে কোনো কাগজ লাগে না। ফলে এ বইতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।
১১৯ টাকায় ১ মাসের জন্য সাবস্ক্রিপশন নিয়ে বই শুনতে পারা যাবে বইঘর-এর অ্যাপসেও। বইঘরে ২ হাজার ৫০০ ই-বুক, ২৫০ অডিও বুক রয়েছে। ই-বুক সেখানে কেনার অপশন রয়েছে বলে জানান বইঘরের প্রতিনিধি জান্নাত ফাতেমা। বইঘরের পাশে রয়েছে রকমারি ই-বুক। বাংলা একাডেমি প্রাঙ্গণে এ রকম বই শুনতে পারার স্টল রয়েছে—কাব্যিক।
সোহরাওয়ার্দী উদ্যানের মন্দিরসংলগ্ন ফটক দিয়ে ঢুকে একটু এগোলে দেখা যায় আগামী প্রকাশনীর স্টলের পাশে কাহিনীকের স্টল। সেখানেও অডিওতে বই শোনা যায় সাবস্ক্রিপশনের মাধ্যমে। তবে বইমেলা উপলক্ষে উপস্থিত থেকে কেউ রেজিস্ট্রেশন করলে একটি কোড দেওয়া হয় কাহিনীকের পক্ষ থেকে, পরে সেই কোড ব্যবহার করলে রেজিস্ট্রেশনকারী পায় ২০০ টাকা৷ পরে সেই টাকা দিয়ে যেকোনো বই শোনা যায়।
বাংলা একাডেমি তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, ১১তম দিনে মেলায় নতুন বই এসেছে ৯২টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ৯১৫টি।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে