সম্পাদকীয়
সাংবাদিক বিভুরঞ্জন সরকার তখন অসুস্থ। তাঁর জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে নিউইয়র্কে। স্বভাবতই সেসব আলোচনায় চিকিৎসা-সংক্রান্ত বিষয়ও উঠে আসছে। কবি শহীদ কাদরী তখন কিডনির সমস্যায় ভুগছিলেন। বোস্টন থেকে তাঁরা তখন নিউইয়র্ক চলে এসেছেন। তাতে চিকিৎসায় সুবিধা হবে।
আলোচনার সময়ই শহীদ কাদরী প্রায় ঘটতে যাওয়া ভয়াবহ এক ঘটনার কথা বলছিলেন। সে সময় কেন যেন তাঁর চোখে লালচে ভাব। এর সঙ্গে কিডনির কোনো সম্পর্ক আছে কি না, জানার জন্য হাসপাতালে গেলেন তিনি। নার্স বলল, ‘ও কিছু না। নিয়মিত চোখের ড্রপ দিলেই সেরে যাবে।’ হাসপাতালের বড় চিকিৎসক দেখে বললেন, ‘ভয়ের কিছু নেই। তুমি যে ড্রপ দিচ্ছো, সেটা চোখের গোড়ায় পৌঁছাচ্ছে না। সে জন্য তোমাকে ‘‘শট’’ দিতে হবে। চোখে ওষুধ দেওয়ার জন্য একধরনের ‘‘গান’’ আছে। তা চোখের কাছে এনে ফস করে টিপে দিতে হবে। সে জন্য তোমাকে যেতে হবে আরেক স্পেশালিস্টের কাছে।’
সেই স্পেশালিস্টের কাছে যাওয়ার পর তিনি পরীক্ষা-নিরীক্ষা করে বললেন, ‘ইনফেকশন আছে চোখের নিচে। আমি তোমার ডান চোখটা প্রথমে কেটে বের করব। তারপর চোখের নিচের অংশটুকু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে-মুছে আবার জায়গামতো লাগিয়ে দেব।’
অপারেশনের তারিখ ঠিক করে একটা কাগজ তিনি ধরিয়ে দিলেন শহীদ কাদরীর হাতে।
ডাক্তারের কথা শুনে শহীদ কাদরী চোখে সরষে ফুল দেখতে লাগলেন। তিনি সেকেন্ড ওপেনিয়ন নেওয়ার জন্য তাঁর নিয়মিত ডাক্তারের কাছে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, ‘চোখ উপড়ে ফেলবে! মাথা খারাপ নাকি! আই ড্রপেই কাজ হবে।’
আই ড্রপ দিয়ে সত্যিই চোখের লালচে ভাব কমে গেল। অপারেশনের জন্য হাসপাতালের পথ মাড়ালেন না তিনি। কিন্তু হাসপাতাল থেকে ঠিকই এল ফোন। ‘কী ব্যাপার, তুমি কখন আসছ?’
শহীদ কাদরী বললেন, ‘আমার আর অপারেশনের প্রয়োজন নেই। আমি ভালো হয়ে গেছি।’
সূত্র: হাসান ফেরদৌস, অনেক কথা অল্পকথায়, পৃষ্ঠা ৪১-৪২
সাংবাদিক বিভুরঞ্জন সরকার তখন অসুস্থ। তাঁর জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে নিউইয়র্কে। স্বভাবতই সেসব আলোচনায় চিকিৎসা-সংক্রান্ত বিষয়ও উঠে আসছে। কবি শহীদ কাদরী তখন কিডনির সমস্যায় ভুগছিলেন। বোস্টন থেকে তাঁরা তখন নিউইয়র্ক চলে এসেছেন। তাতে চিকিৎসায় সুবিধা হবে।
আলোচনার সময়ই শহীদ কাদরী প্রায় ঘটতে যাওয়া ভয়াবহ এক ঘটনার কথা বলছিলেন। সে সময় কেন যেন তাঁর চোখে লালচে ভাব। এর সঙ্গে কিডনির কোনো সম্পর্ক আছে কি না, জানার জন্য হাসপাতালে গেলেন তিনি। নার্স বলল, ‘ও কিছু না। নিয়মিত চোখের ড্রপ দিলেই সেরে যাবে।’ হাসপাতালের বড় চিকিৎসক দেখে বললেন, ‘ভয়ের কিছু নেই। তুমি যে ড্রপ দিচ্ছো, সেটা চোখের গোড়ায় পৌঁছাচ্ছে না। সে জন্য তোমাকে ‘‘শট’’ দিতে হবে। চোখে ওষুধ দেওয়ার জন্য একধরনের ‘‘গান’’ আছে। তা চোখের কাছে এনে ফস করে টিপে দিতে হবে। সে জন্য তোমাকে যেতে হবে আরেক স্পেশালিস্টের কাছে।’
সেই স্পেশালিস্টের কাছে যাওয়ার পর তিনি পরীক্ষা-নিরীক্ষা করে বললেন, ‘ইনফেকশন আছে চোখের নিচে। আমি তোমার ডান চোখটা প্রথমে কেটে বের করব। তারপর চোখের নিচের অংশটুকু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে-মুছে আবার জায়গামতো লাগিয়ে দেব।’
অপারেশনের তারিখ ঠিক করে একটা কাগজ তিনি ধরিয়ে দিলেন শহীদ কাদরীর হাতে।
ডাক্তারের কথা শুনে শহীদ কাদরী চোখে সরষে ফুল দেখতে লাগলেন। তিনি সেকেন্ড ওপেনিয়ন নেওয়ার জন্য তাঁর নিয়মিত ডাক্তারের কাছে গেলেন। তিনি অবাক হয়ে বললেন, ‘চোখ উপড়ে ফেলবে! মাথা খারাপ নাকি! আই ড্রপেই কাজ হবে।’
আই ড্রপ দিয়ে সত্যিই চোখের লালচে ভাব কমে গেল। অপারেশনের জন্য হাসপাতালের পথ মাড়ালেন না তিনি। কিন্তু হাসপাতাল থেকে ঠিকই এল ফোন। ‘কী ব্যাপার, তুমি কখন আসছ?’
শহীদ কাদরী বললেন, ‘আমার আর অপারেশনের প্রয়োজন নেই। আমি ভালো হয়ে গেছি।’
সূত্র: হাসান ফেরদৌস, অনেক কথা অল্পকথায়, পৃষ্ঠা ৪১-৪২
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে