সম্পাদকীয়
সলিল চৌধুরীর নামটি শুনলেই মনে হয় এক সুরকার গভীর মনোযোগ দিয়ে সুরের সাগরে নিমজ্জিত হয়েছেন। তবে এই মানুষটি ক্যারম বা টেবিল টেনিস খেলার পাল্লায় পড়লে একেবারেই পাল্টে যেতেন। মোহন স্টুডিওতে তন্ময় হয়ে যখন ক্যারম খেলতেন, তখন সুর-টুর সব হারিয়ে যেত তাঁর মাথা থেকে। তখন যে কথাই বলা হোক না কেন, যেকোনো এক উত্তর দিয়ে খেলায় মনোযোগ দিতেন তিনি।
একবার বিমল রায় পরিচালিত একটি সিনেমায় দুটো গান রেকর্ডিং হয়ে যাওয়ার পর বিমল রায় গুলজারকে বললেন, ‘গোলজার (তিনি এভাবেই ডাকতেন), দুটো গান রেকর্ডিং হয়েছে, তুমি শুনে এসো তো।’
গুলজার সে গান দুটো শুনে বিমল রায়কে বললেন, ‘বিমলদা, ভজনটা আমার ঠিক পছন্দ হয়নি।’
বিমল রায় বললেন, ‘সলিলের সঙ্গে বসে সুরটা ফাইনাল করে ফেলো।’ কিন্তু লিখবে কে? আগের গানগুলো লিখেছিলেন প্রেম ধবন, তিনি তখন গণনাট্য সংঘের ট্যুরে যাবেন। তাই গুলজার যেন গান লেখেন, সেটাই ছিল নির্দেশ। গুলজার তাঁর কাজটি করলেন, কিন্তু বিশিষ্ট ক্যারম ও টেবিল টেনিস খেলোয়াড় সলিল চৌধুরীর তো আর সময় হয় না সুর করার।
এর মধ্যে রাজেন তরফদারের ‘গঙ্গা’ ছবিটি মুক্তি পেল। ‘আমায় ডুবাইলিরে’ গানটি খুব মনে ধরল সবার। গুলজার সলিল চৌধুরীর কাছে প্রস্তাব করলেন, ‘সলিলদা, আমায় ডুবাইলিরে গানটার সুর আমাদের সিনেমার এই গানটায় বসালে হয় না?’
সলিল বললেন, ‘ওপরে গিয়ে কানুর কাছ থেকে নোটগুলো নিয়ে নাও।’
তারপর আবার ক্যারম। এ সময় বিমল রায়ের ওয়াগন গাড়ির হর্ন। খেলা ফেলে দৌড়ে নিজের কাজের ঘরে গিয়ে চোখ বন্ধ করে পিয়ানো বাজিয়ে গভীর মগ্নতার ভান করলেন সলিল চৌধুরী। বিমল রায় কাছে এলে সলিল বললেন, ‘ভাবছিলাম, ডুবাইলিরের সুরটা কাবুলিওয়ালার গানটায় বসালে কেমন হয়?’
বিমল রায় বললেন, ‘ডোবাতে গেলে আর ভাবতে হয় না সলিল, কাজটা করো।’
সূত্র: গুলজার, পান্তাভাতে পৃষ্ঠা ১৯-২০
সলিল চৌধুরীর নামটি শুনলেই মনে হয় এক সুরকার গভীর মনোযোগ দিয়ে সুরের সাগরে নিমজ্জিত হয়েছেন। তবে এই মানুষটি ক্যারম বা টেবিল টেনিস খেলার পাল্লায় পড়লে একেবারেই পাল্টে যেতেন। মোহন স্টুডিওতে তন্ময় হয়ে যখন ক্যারম খেলতেন, তখন সুর-টুর সব হারিয়ে যেত তাঁর মাথা থেকে। তখন যে কথাই বলা হোক না কেন, যেকোনো এক উত্তর দিয়ে খেলায় মনোযোগ দিতেন তিনি।
একবার বিমল রায় পরিচালিত একটি সিনেমায় দুটো গান রেকর্ডিং হয়ে যাওয়ার পর বিমল রায় গুলজারকে বললেন, ‘গোলজার (তিনি এভাবেই ডাকতেন), দুটো গান রেকর্ডিং হয়েছে, তুমি শুনে এসো তো।’
গুলজার সে গান দুটো শুনে বিমল রায়কে বললেন, ‘বিমলদা, ভজনটা আমার ঠিক পছন্দ হয়নি।’
বিমল রায় বললেন, ‘সলিলের সঙ্গে বসে সুরটা ফাইনাল করে ফেলো।’ কিন্তু লিখবে কে? আগের গানগুলো লিখেছিলেন প্রেম ধবন, তিনি তখন গণনাট্য সংঘের ট্যুরে যাবেন। তাই গুলজার যেন গান লেখেন, সেটাই ছিল নির্দেশ। গুলজার তাঁর কাজটি করলেন, কিন্তু বিশিষ্ট ক্যারম ও টেবিল টেনিস খেলোয়াড় সলিল চৌধুরীর তো আর সময় হয় না সুর করার।
এর মধ্যে রাজেন তরফদারের ‘গঙ্গা’ ছবিটি মুক্তি পেল। ‘আমায় ডুবাইলিরে’ গানটি খুব মনে ধরল সবার। গুলজার সলিল চৌধুরীর কাছে প্রস্তাব করলেন, ‘সলিলদা, আমায় ডুবাইলিরে গানটার সুর আমাদের সিনেমার এই গানটায় বসালে হয় না?’
সলিল বললেন, ‘ওপরে গিয়ে কানুর কাছ থেকে নোটগুলো নিয়ে নাও।’
তারপর আবার ক্যারম। এ সময় বিমল রায়ের ওয়াগন গাড়ির হর্ন। খেলা ফেলে দৌড়ে নিজের কাজের ঘরে গিয়ে চোখ বন্ধ করে পিয়ানো বাজিয়ে গভীর মগ্নতার ভান করলেন সলিল চৌধুরী। বিমল রায় কাছে এলে সলিল বললেন, ‘ভাবছিলাম, ডুবাইলিরের সুরটা কাবুলিওয়ালার গানটায় বসালে কেমন হয়?’
বিমল রায় বললেন, ‘ডোবাতে গেলে আর ভাবতে হয় না সলিল, কাজটা করো।’
সূত্র: গুলজার, পান্তাভাতে পৃষ্ঠা ১৯-২০
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে