সম্পাদকীয়
কৃষ্ণনগর ছিল খুব স্বাস্থ্যকর জায়গা। ছেলেবেলায় সেই অঞ্চলে প্রমথ চৌধুরী সপরিবারে ছিলেন প্রায় পাঁচ বছর। ১৮৮০ সালে কৃষ্ণনগরে হলো ম্যালেরিয়ার প্রকোপ। বাড়ির সবাইকে ধরল সেই অসুখ। শুধু মা আর প্রমথ ছাড়া পরিবারের সবাই জ্বরে ভুগলেন। ১৮৮১ সালে ম্যালেরিয়া হয়ে উঠল ভয়াবহ। প্রতিদিন সেখানে ২০-৩০ জন মানুষ মারা যেতে লাগল। প্রমথের দাদা বিলেতে, মেজদা কলকাতায়। প্রমথ পড়ছেন এনট্রান্স। এ সময় একদিন প্রমথ হেঁটে গোয়াড়িতে গেলেন খাতা কিনতে। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরলেন। পথে খুব মাথা ধরেছিল। তাই বাড়ি ফিরেই তিনি শুয়ে পড়লেন।
যখন চোখ খুললেন, তখন দেখেন সামনে মেজদা যোগেশ চৌধুরী। প্রমথ জিজ্ঞেস করলেন, ‘তুমি এখানে এলে কবে?’ যোগেশ বললেন, ‘শুধু আমি নই, দিদি আর মন্মথও এসেছেন।’
প্রমথ বললেন, ‘কেন?’
মেজদা বললেন, ‘তুমি আট দিন অজ্ঞান ছিলে, আজই তোমার জ্ঞান ফিরল। তোমার অজ্ঞান অবস্থায় যে যেখানে ছিল, সকলকে টেলিগ্রাম করে এখানে আনা হয়েছে।’
প্রমথ যেন রিপ ভ্যান উইঙ্কেলের মতো বিশাল এক ঘুম দিয়ে উঠেছেন। একটু ভয় পেয়েই তিনি বললেন, ‘আমি কি এখন ভালো হয়ে গেছি?’
মেজদা বললেন, ‘না। তোমার কানের দুপাশে বেজায় ফুলে আছে। ডাক্তার বলেছেন, জলের হাওয়ায় সেরে যেতে পারে, তাই তোমাকে নৌকায় নিয়ে যেতে হবে।’
পাঁচটায় ঘুম ভেঙেছিল প্রমথের। ছয়টার দিকে গাড়িতে করে নৌকায় চড়ানো হলো। সকালের মধ্যে কান দুটি স্বাভাবিক হয়ে গেল।
কিন্তু এর কয়েক দিন পর একটা ইংরেজি পত্রিকা হাতে নিয়ে প্রমথ দেখেন, একটি অক্ষরও চিনতে পারছেন না। ভয় পেলেন খুব। ঠিক করলেন, সাত দিন ইংরেজি পত্রিকা ছোঁবেন না। পড়তে শুরু করলেন ‘উদভ্রান্ত প্রেম’। সাত দিন পর গোল্ডেন ট্রেজারি থেকে ‘সংস অ্যান্ড লিরিকস’ হাতে নিয়ে দেখলেন,
হ্যাঁ, ইংরেজি অক্ষরগুলো চেনা চেনা লাগছে। ঘাম দিয়ে জ্বর সারল প্রমথের।
সূত্র: প্রমথ চৌধুরী, আত্মকথা, পৃষ্ঠা ৩৫-৩৬
কৃষ্ণনগর ছিল খুব স্বাস্থ্যকর জায়গা। ছেলেবেলায় সেই অঞ্চলে প্রমথ চৌধুরী সপরিবারে ছিলেন প্রায় পাঁচ বছর। ১৮৮০ সালে কৃষ্ণনগরে হলো ম্যালেরিয়ার প্রকোপ। বাড়ির সবাইকে ধরল সেই অসুখ। শুধু মা আর প্রমথ ছাড়া পরিবারের সবাই জ্বরে ভুগলেন। ১৮৮১ সালে ম্যালেরিয়া হয়ে উঠল ভয়াবহ। প্রতিদিন সেখানে ২০-৩০ জন মানুষ মারা যেতে লাগল। প্রমথের দাদা বিলেতে, মেজদা কলকাতায়। প্রমথ পড়ছেন এনট্রান্স। এ সময় একদিন প্রমথ হেঁটে গোয়াড়িতে গেলেন খাতা কিনতে। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরলেন। পথে খুব মাথা ধরেছিল। তাই বাড়ি ফিরেই তিনি শুয়ে পড়লেন।
যখন চোখ খুললেন, তখন দেখেন সামনে মেজদা যোগেশ চৌধুরী। প্রমথ জিজ্ঞেস করলেন, ‘তুমি এখানে এলে কবে?’ যোগেশ বললেন, ‘শুধু আমি নই, দিদি আর মন্মথও এসেছেন।’
প্রমথ বললেন, ‘কেন?’
মেজদা বললেন, ‘তুমি আট দিন অজ্ঞান ছিলে, আজই তোমার জ্ঞান ফিরল। তোমার অজ্ঞান অবস্থায় যে যেখানে ছিল, সকলকে টেলিগ্রাম করে এখানে আনা হয়েছে।’
প্রমথ যেন রিপ ভ্যান উইঙ্কেলের মতো বিশাল এক ঘুম দিয়ে উঠেছেন। একটু ভয় পেয়েই তিনি বললেন, ‘আমি কি এখন ভালো হয়ে গেছি?’
মেজদা বললেন, ‘না। তোমার কানের দুপাশে বেজায় ফুলে আছে। ডাক্তার বলেছেন, জলের হাওয়ায় সেরে যেতে পারে, তাই তোমাকে নৌকায় নিয়ে যেতে হবে।’
পাঁচটায় ঘুম ভেঙেছিল প্রমথের। ছয়টার দিকে গাড়িতে করে নৌকায় চড়ানো হলো। সকালের মধ্যে কান দুটি স্বাভাবিক হয়ে গেল।
কিন্তু এর কয়েক দিন পর একটা ইংরেজি পত্রিকা হাতে নিয়ে প্রমথ দেখেন, একটি অক্ষরও চিনতে পারছেন না। ভয় পেলেন খুব। ঠিক করলেন, সাত দিন ইংরেজি পত্রিকা ছোঁবেন না। পড়তে শুরু করলেন ‘উদভ্রান্ত প্রেম’। সাত দিন পর গোল্ডেন ট্রেজারি থেকে ‘সংস অ্যান্ড লিরিকস’ হাতে নিয়ে দেখলেন,
হ্যাঁ, ইংরেজি অক্ষরগুলো চেনা চেনা লাগছে। ঘাম দিয়ে জ্বর সারল প্রমথের।
সূত্র: প্রমথ চৌধুরী, আত্মকথা, পৃষ্ঠা ৩৫-৩৬
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে