পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের রাস্তা সংস্কারকাজ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন। গত শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেন ঠিকাদারেরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া খেয়াঘাট থেকে গলাচিপা স্লুইচ পর্যন্ত ৪ কিলোমিটার ৩১৭ মিটার রাস্তার সংস্কারকাজে অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে কাজ শুরু হয়। যার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সমাপ্ত করার কথা রয়েছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে এলাকাবাসী বলেন, রাস্তাটি সংস্কার ও পিচ ঢালাইয়ের জন্য মো. এনায়েতুর রহমানকে ঠিকাদার নিযুক্ত করা হয়। পরে মূল ঠিকাদার এনায়েতুর রহমানের কাছ থেকে স্থানীয় আব্দুস সোবাহান হাওলাদার ও গোলাম রব্বানী কাজটি কিনে নেন এবং জানুয়ারি মাসের শেষের দিকে রাস্তার সংস্কারকাজ শুরু করেন। নিয়ম অনুযায়ী আগের রাস্তার পুরোনো ইট-খোয়া সরিয়ে ভালো করে রোলার দিয়ে লেভেল করবে। এরপর বালু দিয়ে খোয়া ফেলে আবার রোলার দেবে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার এর কিছুই করেননি। আগের রাস্তার ওপরই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছেন। এর প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার স্থানীয় লোকজনের নামে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখান।
গতকাল সংবাদ সম্মেলনে ঠিকাদার আব্দুস সোবাহান হাওলাদার ও গোলাম রব্বানী বলেন, রাস্তার সংস্কারকাজ শুরু করলে স্থানীয় সোহরাব হাওলাদারের ছেলে মো. সাইদুল ইসলাম রনি ও তাঁর লোকজন কাজে বাধা দেন। লেবারদের মারধর করে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। এই রনি একজন মাদক কারবারি ও মাদকসেবী। বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে। ২০১৩ সালে ৩৩২ বোতল ফেনসিডিলসহ রনি গ্রেপ্তার হন। ওই মামলায় রনির ৬ বছর কারাদণ্ড হয়। ওই মাদক মামলায় সাক্ষী ছিল ঠিকাদার গোলাম রব্বানী। এ কারণেই হয়রানি করার জন্যই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলছে।
মো. সাইদুল ইসলাম রনি বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ফাঁসিয়েছেন গোলাম রব্বানী। কিন্তু এ ঘটনার সঙ্গে রাস্তা সংস্কারকাজের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি এক নয়। রাস্তা সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় স্থানীয় লোকজন প্রতিবাদ করছেন। বরং এ অনিয়ম ও দুর্নীতির হাত থেকে রেহাই পেতে এখন পুরোনো বিষয় টেনে আসল ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছেন।’
এ প্রসঙ্গে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ‘শিডিউলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট ঠিকাদার শিডিউলের বাইরে কাজ করলে কোনো ছাড় দেওয়া হবে না।’
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের রাস্তা সংস্কারকাজ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন। গত শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেন ঠিকাদারেরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া খেয়াঘাট থেকে গলাচিপা স্লুইচ পর্যন্ত ৪ কিলোমিটার ৩১৭ মিটার রাস্তার সংস্কারকাজে অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে কাজ শুরু হয়। যার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সমাপ্ত করার কথা রয়েছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে এলাকাবাসী বলেন, রাস্তাটি সংস্কার ও পিচ ঢালাইয়ের জন্য মো. এনায়েতুর রহমানকে ঠিকাদার নিযুক্ত করা হয়। পরে মূল ঠিকাদার এনায়েতুর রহমানের কাছ থেকে স্থানীয় আব্দুস সোবাহান হাওলাদার ও গোলাম রব্বানী কাজটি কিনে নেন এবং জানুয়ারি মাসের শেষের দিকে রাস্তার সংস্কারকাজ শুরু করেন। নিয়ম অনুযায়ী আগের রাস্তার পুরোনো ইট-খোয়া সরিয়ে ভালো করে রোলার দিয়ে লেভেল করবে। এরপর বালু দিয়ে খোয়া ফেলে আবার রোলার দেবে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার এর কিছুই করেননি। আগের রাস্তার ওপরই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছেন। এর প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার স্থানীয় লোকজনের নামে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখান।
গতকাল সংবাদ সম্মেলনে ঠিকাদার আব্দুস সোবাহান হাওলাদার ও গোলাম রব্বানী বলেন, রাস্তার সংস্কারকাজ শুরু করলে স্থানীয় সোহরাব হাওলাদারের ছেলে মো. সাইদুল ইসলাম রনি ও তাঁর লোকজন কাজে বাধা দেন। লেবারদের মারধর করে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। এই রনি একজন মাদক কারবারি ও মাদকসেবী। বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে। ২০১৩ সালে ৩৩২ বোতল ফেনসিডিলসহ রনি গ্রেপ্তার হন। ওই মামলায় রনির ৬ বছর কারাদণ্ড হয়। ওই মাদক মামলায় সাক্ষী ছিল ঠিকাদার গোলাম রব্বানী। এ কারণেই হয়রানি করার জন্যই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলছে।
মো. সাইদুল ইসলাম রনি বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ফাঁসিয়েছেন গোলাম রব্বানী। কিন্তু এ ঘটনার সঙ্গে রাস্তা সংস্কারকাজের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি এক নয়। রাস্তা সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় স্থানীয় লোকজন প্রতিবাদ করছেন। বরং এ অনিয়ম ও দুর্নীতির হাত থেকে রেহাই পেতে এখন পুরোনো বিষয় টেনে আসল ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছেন।’
এ প্রসঙ্গে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ‘শিডিউলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট ঠিকাদার শিডিউলের বাইরে কাজ করলে কোনো ছাড় দেওয়া হবে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে