সাইফুল মাসুম, ঢাকা
বুড়িগঙ্গা নদী থেকে মোহাম্মদপুরের বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সঙ্গে ১৫ বছর আগেও যুক্ত ছিল হাইক্কার খাল। সরকারের নানা উন্নয়ন প্রকল্প ও দখলদারদের কবলে পড়ে একসময়ের প্রবহমান খালটি এখন মৃতপ্রায়। বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে খালের প্রবাহ বিচ্ছিন্ন করা হয়েছে। ওয়াকওয়ে তৈরির মাধ্যমে খালের প্রশস্ততা আরও কমিয়ে দেওয়া হয়েছে। নগর ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের নামে সরকারি সংস্থাগুলো প্রথমে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে দখলদারদের উৎসাহ জোগায়। পরে রাষ্ট্রের বিপুল অর্থ খরচ করে উচ্ছেদ অভিযান চালায়। এর মাধ্যমে কতিপয় ব্যক্তি লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় দেশ।
জানা গেছে, বালু ও ময়লা ফেলে খাল ভরাট করে প্লট বানানো হয়েছে। খালের জায়গায় অনেক বহুতল ভবনও বানানো হয়েছে। সম্প্রতি মোহাম্মদপুর বছিলা রোডে গিয়ে লাউতলা খাল ও বধ্যভূমির অংশে হাইক্কার খালে কালভার্টের চিহ্ন দেখা যায়। বধ্যভূমি স্মৃতিসৌধের অংশ থেকে খাল বন্ধ করায় লাউতলা অংশে দখলদারদের জন্য সুযোগ তৈরি হয়েছিল। স্মৃতিসৌধের ভেতরে ১০০ ফুট চওড়া খালটির অস্তিত্ব থাকলেও দক্ষিণের সীমানায় খালের মূল অংশ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে কবরস্থানের সীমানার বাইরে খালের মুখেই একটি ১০ তলা ভবন ও দুটি দোতলা ভবনসহ কয়েকটি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। খালের ঠিক মাঝখানে দুটি দোতলা ভবনের মালিক ফারুক ও কদম আলী।
তাঁদের কাউকে পাওয়া যায়নি। তবে ফারুক ফোনে দাবি করেন, দলিল দেখেই কয়েক বছর আগে তিনি জায়গাটা কিনেছেন।
দোতলা ভবনের পাশে কয়েকটি টিনের ঘর বানিয়েছেন কদম আলীর ভাতিজা কবির হোসেন। ঘরগুলো থেকে ভাড়া আদায় করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মী শহিদুল ইসলামের স্ত্রী কুলসুমা আক্তার। একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের অর্ধেকের বেশি জায়গা খালের মধ্যে পড়েছে। ভবনটির মালিক ২০ প্রভাবশালী ব্যক্তি। মালিকদের একজন মাওলানা কাজী ফয়জুল্লাহ বলেন, ‘ওইটা কিয়ের খালের জায়গা? আমরা এইটা কিনছি। আঙ্গো বিল্ডিংয়ের তিন প্লট পরে খাল।’ তিনি বলেন, ‘স্থানীয় ইমরানের মাধ্যমে ভবনটি বানানো হয়েছে। তবে ভবনের মূল কারবারি জজ গোলাম রব্বানি।’ ভবন তৈরিতে স্থানীয় কাউন্সিলর খোকনের সহযোগিতা আছে বলেও তিনি জানান।
জানা গেছে, খালের জায়গায় পাকা ভবন তৈরি শুরু হয়েছে দুই বছর আগে। দখলদারদের সঙ্গে ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। খালের একটি অংশে কাউন্সিলর নিজেই ‘মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয়’ বানিয়েছেন। সাইনবোর্ডে ‘বাস্তবায়নে ডিএনসিসি’ লেখা।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন বলেন, ‘কবরস্থানের সীমানার বাইরে যাদের জমি তারা মাটি ফেলে খালটা ভরাট করে ফেলেছে। খালের একটা অংশে স্কুল করা হয়েছে। খাল যদি বের করা না যায়, সেখানে ভালো কিছু হোক। ওই কারণে স্কুল করেছি।’ ফারুকসহ খালের দখলদারদের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ফারুক নামে কাউকে চিনি না। ওখানের দখলদারদের সঙ্গে আমার সখ্য নেই।’
জানা গেছে, ২০১০ সালের জুলাই মাসে ‘রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্প’ নেয় ডিএনসিসি। এই প্রকল্প বাস্তবায়নের পর হাইক্কার খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, উন্নয়নের চাপে ধীরে ধীরে মরতে বসেছে হাইক্কার খাল। খালগুলো হচ্ছে জীবন্ত সত্তা। উন্নয়নকাজ করতে হলে খালের প্রবাহ ঠিক রেখেই করা উচিত। দখল-উচ্ছেদ নাটক না করে খালের প্রবাহ নিশ্চিত করতে হবে।
গত ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের লাউতলা খালে উচ্ছেদ অভিযান শুরু করার সময় এক প্রশ্নের জবাবে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা খালগুলোকে নদীর সঙ্গে যুক্ত করে দেব, যাতে নৌকা চলতে পারে। এই ধরনের একটা মাস্টারপ্ল্যান আমরা নিচ্ছি। বধ্যভূমি কবরস্থানের অংশে হাইক্কার খালের সংযোগের বিষয়ে আমরা দেখব। দেখার পর সচল করার উদ্যোগ নেব।’ তিনি জানান, খাল দখল করে অবৈধ কোনো কাজ হলে কেউ রেহাই পাবে না।
জানা যায়, হাইক্কার খাল টিকিয়ে রাখতে ২০১৪ সালে বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা খরচ করে খনন ও ওয়াকওয়ে বানিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযোগ আছে, দখলদারদের অনেক জায়গা ছাড় দিয়ে খাল সংকুচিত করেই ওয়াকওয়ে বানানো হয়। তখন বিআইডব্লিউটিএ খালের দুই পাশে সীমানা পিলারও বসায়। সম্প্রতি গিয়ে দেখা যায়, ওয়াকওয়ের ওপরেও অনেক ভবনের দেয়াল। প্লটের আড়ালে হারিয়ে গেছে বেশির ভাগ সীমানা পিলার। এখন বুড়িগঙ্গার পাড়ে নতুন ওয়াকওয়ে নির্মাণের ফলে খালের মুখও সংকুচিত করা হচ্ছে।
বছিলার স্থানীয় বাসিন্দা মো. মানিক বলেন, বুড়িগঙ্গা ও হাইক্কার খালের সংযোগস্থলে এখন ওয়াকওয়ে তৈরির জন্য মাটি ফেলা হচ্ছে। এখানে খাল সংকুচিত করে ব্রিজ বানালে খালের অবস্থা আরও শোচনীয় হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর প্রকৌশলী ফয়জুল্লাহ বলেন, বুড়িগঙ্গার পাড়ে ওয়াকওয়ের অংশ হিসেবে হাইক্কার খালের মুখে ব্রিজ করা হবে। তাঁর দাবি, খালের প্রশস্ততা ঠিক রেখেই সেতু তৈরির পরিকল্পনা রয়েছে। তবে হাইক্কার খালের পাড়ের ওয়াকওয়ে নিয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
যাদের অবহেলায় হাইক্কার খাল মরতে বসেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাইক্কার খাল প্লাবন অঞ্চলের অংশ। বড় এই খালটি ধীরে ধীরে দখল হয়েছে। স্যাটেলাইট ইমেজে ১৫ বছর আগেও এর পানি প্রবাহের চিত্র পাবেন। ওয়াকওয়েসহ অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে হাইক্কার খালকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’
বুড়িগঙ্গা নদী থেকে মোহাম্মদপুরের বছিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সঙ্গে ১৫ বছর আগেও যুক্ত ছিল হাইক্কার খাল। সরকারের নানা উন্নয়ন প্রকল্প ও দখলদারদের কবলে পড়ে একসময়ের প্রবহমান খালটি এখন মৃতপ্রায়। বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে খালের প্রবাহ বিচ্ছিন্ন করা হয়েছে। ওয়াকওয়ে তৈরির মাধ্যমে খালের প্রশস্ততা আরও কমিয়ে দেওয়া হয়েছে। নগর ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের নামে সরকারি সংস্থাগুলো প্রথমে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে দখলদারদের উৎসাহ জোগায়। পরে রাষ্ট্রের বিপুল অর্থ খরচ করে উচ্ছেদ অভিযান চালায়। এর মাধ্যমে কতিপয় ব্যক্তি লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয় দেশ।
জানা গেছে, বালু ও ময়লা ফেলে খাল ভরাট করে প্লট বানানো হয়েছে। খালের জায়গায় অনেক বহুতল ভবনও বানানো হয়েছে। সম্প্রতি মোহাম্মদপুর বছিলা রোডে গিয়ে লাউতলা খাল ও বধ্যভূমির অংশে হাইক্কার খালে কালভার্টের চিহ্ন দেখা যায়। বধ্যভূমি স্মৃতিসৌধের অংশ থেকে খাল বন্ধ করায় লাউতলা অংশে দখলদারদের জন্য সুযোগ তৈরি হয়েছিল। স্মৃতিসৌধের ভেতরে ১০০ ফুট চওড়া খালটির অস্তিত্ব থাকলেও দক্ষিণের সীমানায় খালের মূল অংশ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে কবরস্থানের সীমানার বাইরে খালের মুখেই একটি ১০ তলা ভবন ও দুটি দোতলা ভবনসহ কয়েকটি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। খালের ঠিক মাঝখানে দুটি দোতলা ভবনের মালিক ফারুক ও কদম আলী।
তাঁদের কাউকে পাওয়া যায়নি। তবে ফারুক ফোনে দাবি করেন, দলিল দেখেই কয়েক বছর আগে তিনি জায়গাটা কিনেছেন।
দোতলা ভবনের পাশে কয়েকটি টিনের ঘর বানিয়েছেন কদম আলীর ভাতিজা কবির হোসেন। ঘরগুলো থেকে ভাড়া আদায় করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মী শহিদুল ইসলামের স্ত্রী কুলসুমা আক্তার। একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের অর্ধেকের বেশি জায়গা খালের মধ্যে পড়েছে। ভবনটির মালিক ২০ প্রভাবশালী ব্যক্তি। মালিকদের একজন মাওলানা কাজী ফয়জুল্লাহ বলেন, ‘ওইটা কিয়ের খালের জায়গা? আমরা এইটা কিনছি। আঙ্গো বিল্ডিংয়ের তিন প্লট পরে খাল।’ তিনি বলেন, ‘স্থানীয় ইমরানের মাধ্যমে ভবনটি বানানো হয়েছে। তবে ভবনের মূল কারবারি জজ গোলাম রব্বানি।’ ভবন তৈরিতে স্থানীয় কাউন্সিলর খোকনের সহযোগিতা আছে বলেও তিনি জানান।
জানা গেছে, খালের জায়গায় পাকা ভবন তৈরি শুরু হয়েছে দুই বছর আগে। দখলদারদের সঙ্গে ডিএনসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। খালের একটি অংশে কাউন্সিলর নিজেই ‘মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয়’ বানিয়েছেন। সাইনবোর্ডে ‘বাস্তবায়নে ডিএনসিসি’ লেখা।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন বলেন, ‘কবরস্থানের সীমানার বাইরে যাদের জমি তারা মাটি ফেলে খালটা ভরাট করে ফেলেছে। খালের একটা অংশে স্কুল করা হয়েছে। খাল যদি বের করা না যায়, সেখানে ভালো কিছু হোক। ওই কারণে স্কুল করেছি।’ ফারুকসহ খালের দখলদারদের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ফারুক নামে কাউকে চিনি না। ওখানের দখলদারদের সঙ্গে আমার সখ্য নেই।’
জানা গেছে, ২০১০ সালের জুলাই মাসে ‘রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্প’ নেয় ডিএনসিসি। এই প্রকল্প বাস্তবায়নের পর হাইক্কার খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান আজকের পত্রিকাকে বলেন, উন্নয়নের চাপে ধীরে ধীরে মরতে বসেছে হাইক্কার খাল। খালগুলো হচ্ছে জীবন্ত সত্তা। উন্নয়নকাজ করতে হলে খালের প্রবাহ ঠিক রেখেই করা উচিত। দখল-উচ্ছেদ নাটক না করে খালের প্রবাহ নিশ্চিত করতে হবে।
গত ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের লাউতলা খালে উচ্ছেদ অভিযান শুরু করার সময় এক প্রশ্নের জবাবে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা খালগুলোকে নদীর সঙ্গে যুক্ত করে দেব, যাতে নৌকা চলতে পারে। এই ধরনের একটা মাস্টারপ্ল্যান আমরা নিচ্ছি। বধ্যভূমি কবরস্থানের অংশে হাইক্কার খালের সংযোগের বিষয়ে আমরা দেখব। দেখার পর সচল করার উদ্যোগ নেব।’ তিনি জানান, খাল দখল করে অবৈধ কোনো কাজ হলে কেউ রেহাই পাবে না।
জানা যায়, হাইক্কার খাল টিকিয়ে রাখতে ২০১৪ সালে বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা খরচ করে খনন ও ওয়াকওয়ে বানিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযোগ আছে, দখলদারদের অনেক জায়গা ছাড় দিয়ে খাল সংকুচিত করেই ওয়াকওয়ে বানানো হয়। তখন বিআইডব্লিউটিএ খালের দুই পাশে সীমানা পিলারও বসায়। সম্প্রতি গিয়ে দেখা যায়, ওয়াকওয়ের ওপরেও অনেক ভবনের দেয়াল। প্লটের আড়ালে হারিয়ে গেছে বেশির ভাগ সীমানা পিলার। এখন বুড়িগঙ্গার পাড়ে নতুন ওয়াকওয়ে নির্মাণের ফলে খালের মুখও সংকুচিত করা হচ্ছে।
বছিলার স্থানীয় বাসিন্দা মো. মানিক বলেন, বুড়িগঙ্গা ও হাইক্কার খালের সংযোগস্থলে এখন ওয়াকওয়ে তৈরির জন্য মাটি ফেলা হচ্ছে। এখানে খাল সংকুচিত করে ব্রিজ বানালে খালের অবস্থা আরও শোচনীয় হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর প্রকৌশলী ফয়জুল্লাহ বলেন, বুড়িগঙ্গার পাড়ে ওয়াকওয়ের অংশ হিসেবে হাইক্কার খালের মুখে ব্রিজ করা হবে। তাঁর দাবি, খালের প্রশস্ততা ঠিক রেখেই সেতু তৈরির পরিকল্পনা রয়েছে। তবে হাইক্কার খালের পাড়ের ওয়াকওয়ে নিয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
যাদের অবহেলায় হাইক্কার খাল মরতে বসেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাইক্কার খাল প্লাবন অঞ্চলের অংশ। বড় এই খালটি ধীরে ধীরে দখল হয়েছে। স্যাটেলাইট ইমেজে ১৫ বছর আগেও এর পানি প্রবাহের চিত্র পাবেন। ওয়াকওয়েসহ অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে হাইক্কার খালকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪