প্রসেনজিৎ-ঐন্দ্রিলার সাজঘরে অঙ্কুশ

বিনোদন ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৮: ৩২
Thumbnail image

ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে অঞ্জন কাঞ্জিলালের নতুন সিনেমা ‘সাজঘর’। সেই সময়ের সিনেমা ও থিয়েটারের কিছু চরিত্র নিয়ে সিনেমাটির গল্প। পুরুষশাসিত নাট্য দুনিয়ায় লড়াই করে নারীরা মঞ্চাভিনেত্রী হিসেবে কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন, সেই গল্পই লিখেছেন অঞ্জন ও সুমনা কাঞ্জিলাল। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুটিং। প্রায় ১০ বছর আগে গল্পটি লেখা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা অঞ্জন।

এ সিনেমার মুখ্য চরিত্র ভাবানী প্রসাদের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে তারাসুন্দরী চরিত্রে রয়েছেন ঐন্দ্রিলা সেন। প্রসেনজিতের লুক আগেই প্রকাশ পেয়েছে। কলকা পাড়ের ধুতির সঙ্গে ঢাকাই কাপড়ে বোনা পাঞ্জাবিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার প্রকাশ পেল ঐন্দ্রিলার লুক। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে এই সিনেমার নতুন চমক অঙ্কুশ হাজরার লুক। এর আগে কখনো এমন লুকে দেখা যায়নি অঙ্কুশকে।

নিজেদের লুক নিয়ে উচ্ছ্বসিত দুজনেই। এই সিনেমার জন্য চুল ও দাড়ি বড় করতে হয়েছে অঙ্কুশকে। নিজের লুক নিয়ে অঙ্কুশ বলেন, ‘এমন লুকে এর আগে ক্যামেরার সামনে দাঁড়াইনি। নিজেকে প্রমাণ করার যেমন দায়িত্ব রয়েছে, তেমন উত্তেজনাও।’

‘সাজঘর’ সিনেমায় অঙ্কুশ ও ঐন্দ্রিলাএই সিনেমায় নিজের চরিত্র নিয়ে অঙ্কুশ বলেন, ‘এতে আমাকে বিসমিল্লাহ চরিত্রে দেখা যাবে। যে কি না খুব শান্ত ও অন্তর্মুখী। এমন স্বভাবের কারণে সে নিজের পছন্দ বা কষ্ট কোনোটাই প্রকাশ করতে পারে না। এর আগে দর্শক বড় পর্দায় আমাকে যেভাবে দেখেছেন, তার সঙ্গে কোনো মিল নেই। বাণিজ্যিক সিনেমায় আমাদের একটা নায়কোচিত লুক ফুটিয়ে তুলতে হয়। যেটা এখানে চলবে না। ফলে একেবারে সাদামাটা একটা ভঙ্গি আয়ত্ত করতে হয়েছে। প্রথম দিকে পরিশ্রমটা একটু বেশি মনে হয়েছে।

তবে এখন খুব উপভোগ করছি।’

‘সাজঘর’ সিনেমায় পরিশ্রম করতে হয়েছে ঐন্দ্রিলা সেনকেও। তারাসুন্দরী হয়ে উঠতে সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করেছেন তিনি। সিনেমাটি নিয়ে আশাবাদী এই নায়িকা মনে করেন তারাসুন্দরী চরিত্রটি তাঁর ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।

‘সাজঘর’ প্রযোজনা করছে বিগ স্ক্রিন প্রোডাকশনস ও এসএসজি এন্টারটেইনমেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত