অরুণ কর্মকার
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশে যে জ্বালানি-সংকট চলে এসেছে, এর একটি টেকসই সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেছে পেট্রোবাংলা। শুরু করেছে না বলে বলা ভালো কাজ এগিয়ে নিচ্ছে। কারণ কাজটা তারা আরও আগেই শুরু করেছিল। তাতে কিছু সাফল্যও ইতিমধ্যে অর্জিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো হস্তক্ষেপের ঘটনা না ঘটলে পূর্ণ সাফল্য লাভের পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সুতরাং এই কাজে আমরা পেট্রোবাংলার সাফল্য কামনা করতেই পারি। করাটা উচিতও।
কিন্তু কাজটা কী, সেটা পরিষ্কারভাবে সবার জানা দরকার। কাজটা হলো, দেশের নিজস্ব জ্বালানি সম্পদের অনুসন্ধান ও আহরণ বৃদ্ধি করা। এর মধ্যে প্রথম এবং প্রধান হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে ১০০টি কূপ খননের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেছেন, প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা শুধু দেশের গ্যাস দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই এলএনজি আমাদের আমদানি করতে হবে। এমনকি ক্রমান্বয়ে এলএনজির আমদানি বাড়াতেও হবে। কিন্তু চাহিদার বৃহদাংশ সরবরাহ করতে হবে দেশের নিজস্ব গ্যাস উত্তোলন বাড়িয়ে। না হলে, আমদানি করা গ্যাসের ব্যবহার বাড়তে থাকলে তার যে দাম পড়বে, তা বহন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তেমন দামে গ্যাস ব্যবহার করে দেশের কোনো শিল্প-বাণিজ্যই টিকে থাকতে পারবে না। ৬ মার্চ পেট্রোসেন্টারে আয়োজিত এক গণশুনানিতে পেট্রোবাংলার চেয়ারম্যান এসব কথা বলেন। বিভিন্ন শ্রেণির গ্রাহকদের অভিযোগ শোনা ও তাঁদের কাছে জবাবদিহি করার জন্য ওই শুনানির আয়োজন করা হয়েছিল।
পেট্রোবাংলা ও এর চেয়ারম্যানকে এ জন্য অবশই আমরা ধন্যবাদ জানাব যে অনেক দেরিতে হলেও একটি কঠিন সত্য তাঁরা অনুধাবন করেছেন। দেশে এমন কোনো বিশেষজ্ঞ, গবেষক ও গণমাধ্যমকর্মী খুঁজে পাওয়া যাবে না যাঁরা এ সত্যটি এক দশক ধরে বারবার বলেননি। সরকারের মধ্যেও অনেকে একই মত পোষণ করতেন। কিন্তু নীতিনির্ধারকদের মূল প্রবণতা ছিল আমদানিতে গুরুত্ব দেওয়া। এ কারণে একপর্যায়ে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে এমন ঝুঁকির মধ্যে ফেলত, যেখান থেকে উঠে আসা প্রায় অসম্ভব ব্যাপার হতো। গ্যাসসংকটের কারণ হিসেবে এখন যেমন বলা হচ্ছে, গত দুই বছরে ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে এলএনজি আমদানি করতে। মনে রাখা দরকার যে এখন পর্যন্ত আমাদের এলএনজি আমদানির অবকাঠামোগত সর্বোচ্চ ক্ষমতা দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ। কিন্তু এক হাজার মিলিয়ন ঘনফুট আনা হয়েছে খুব কম দিনই। তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে এলএনজি আমদানি দৈনিক তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ হলে কী অবস্থা হবে?
অবশ্য এলএনজি আমদানিতে মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণ হিসেবে কোভিড-১৯-পরবর্তী বিশ্বে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করা হয়।
এটা যেমন মিথ্যা নয়, তেমনি এ কথাও সত্য যে বিশ্ববাজারে জ্বালানির দাম যেকোনো সময় নানা কারণে বেড়ে যেতে পারে। কাজেই জ্বালানিতে আমদানিনির্ভর হওয়া সব সময়ই ঝুঁকিপূর্ণ। আমরা একটি বিষয় ভেবে দেখতে পারি, কোভিড-১৯-পরবর্তী বিশ্বে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথা বলা হয়, এই পরিস্থিতি সৃষ্টির সময় যদি আমাদের হাতে আরও এক হাজার মিলিয়ন ঘনফুট বেশি দেশীয় গ্যাস উত্তোলনের সমক্ষতা থাকত, তাহলে তো আমাদের জ্বালানির কোনো সমস্যাই হতো না। বড় কথা হলো, এক হাজার মিলিয়ন ঘনফুট বেশি দেশীয় গ্যাস উত্তোলনের সক্ষমতা আমরা সহজেই অর্জন করে রাখতে পারতাম যদি আগেভাগে সেই উদ্যোগ নেওয়া হতো। এমনকি ২০১৮ সালে যখন এলএনজি আমদানি শুরু করা হয়, তখন দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে ২০২২ সালে আমরা একটা নিরাপদ জ্বালানি পরিস্থিতিতে থাকতে সক্ষম হতাম। কিন্তু তা না করে দেশের জ্বালানি পরিস্থিতিকে সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখন পেট্রোবাংলা সেই উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।
এখন প্রশ্ন হলো, পেট্রোবাংলার পরিকল্পনাটা অতিরিক্ত মাত্রায় উচ্চাভিলাষী কি না। আমাদের দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন শুরু হয়েছে গত শতাব্দীর ষাটের দশকে। এরপর ২০১০ সালে এসে গ্যাসের দৈনিক উত্তোলন ক্ষমতা দাঁড়িয়েছিল ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট। তখন পর্যন্ত সর্বমোট কূপ খনন করা হয়েছিল শখানেক। আর এখন এসে পাঁচ বছরের মধ্যে ১০০টি কূপ খনন করার পরিকল্পনা মাত্রাতিরিক্ত উচ্চাভিলাষী মনে করার যথেষ্ট কারণ আছে। কিন্তু পেট্রোবাংলার চেয়ারম্যান এই লক্ষ্য অর্জনের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর সামনে অল্প হলেও কিছু উদাহরণও আছে। যেমন ২০১০ সালে দৈনিক ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট উত্তোলন ক্ষমতা তো ২০১৩-১৪ সালেই ২ হাজার ৭৫০ মিলিয়নে উন্নীত হয়েছিল। যথাযথ উদ্যোগ নেওয়ার কারণেই তা হয়েছিল। কাজেই করা যাবেই না কিংবা অসম্ভব হবে, বিষয়টি তেমন নয়। রাষ্ট্রীয় তিনটি কোম্পানি—বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং বাপেক্স মিলে সমন্বিত প্রচেষ্টায় এটা সম্ভব। তা ছাড়া তারা তো বিদেশি ঠিকাদার নিয়োগ করবে।
এই ঠিকাদার নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গ্যাস ফিল্ডস এবং সিলেট গ্যাস ফিল্ডসকে তো ঠিকাদার নিয়োগ করতেই হবে। কারণ তারা একটিও অনুসন্ধান কিংবা কূপ খননকারী প্রতিষ্ঠান নয়। বাপেক্স নিজে কিছু কূপ খনন করতে পারবে। বাপেক্সের রিগও আছে পাঁচটি। তবে একসঙ্গে দুটি রিগ চালানোর মতো জনবল তাদের নেই। কাজেই বাপেক্সকেও বিদেশি ঠিকাদার নিয়োগ করতে হবে। বাপেক্সের নামে সেটা করা হচ্ছেও। যেমন ভোলা গ্যাস ক্ষেত্রের মালিকানা বাপেক্সের। কিন্তু কূপ খননের কাজ দেওয়া হয় রাশিয়ার গ্যাসপ্রম এবং আজারবাইজানের কোম্পানি অ্যারিয়ালকে।
তবে কথা হলো, যেভাবেই হোক আমাদের নিজস্ব গ্যাসের উত্তোলন সক্ষমতা বাড়ানো অতিজরুরি প্রয়োজনীয় একটি কাজ। এটি করা না গেলে আমাদের শিল্প-বাণিজ্য-রপ্তানি-বৈদেশিক মুদ্রার প্রবাহ-প্রবৃদ্ধি সব মুখ থুবড়ে পড়বে। জাতীয় অগ্রগতির চাকা থেমে যাবে। সুতরাং পেট্রোবাংলার উদ্যোগটি সফল হওয়া দরকার। আসুন, আমরা কায়মনে পেট্রোবাংলার এই উদ্যোগের সাফল্য কামনা করি। আর কামনা করি সরকারের ভেতরের আমদানি লবির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থেকে পেট্রোবাংলার উদ্যোগটি যেন রক্ষা পায়।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশে যে জ্বালানি-সংকট চলে এসেছে, এর একটি টেকসই সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেছে পেট্রোবাংলা। শুরু করেছে না বলে বলা ভালো কাজ এগিয়ে নিচ্ছে। কারণ কাজটা তারা আরও আগেই শুরু করেছিল। তাতে কিছু সাফল্যও ইতিমধ্যে অর্জিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো হস্তক্ষেপের ঘটনা না ঘটলে পূর্ণ সাফল্য লাভের পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সুতরাং এই কাজে আমরা পেট্রোবাংলার সাফল্য কামনা করতেই পারি। করাটা উচিতও।
কিন্তু কাজটা কী, সেটা পরিষ্কারভাবে সবার জানা দরকার। কাজটা হলো, দেশের নিজস্ব জ্বালানি সম্পদের অনুসন্ধান ও আহরণ বৃদ্ধি করা। এর মধ্যে প্রথম এবং প্রধান হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে ১০০টি কূপ খননের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেছেন, প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা শুধু দেশের গ্যাস দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই এলএনজি আমাদের আমদানি করতে হবে। এমনকি ক্রমান্বয়ে এলএনজির আমদানি বাড়াতেও হবে। কিন্তু চাহিদার বৃহদাংশ সরবরাহ করতে হবে দেশের নিজস্ব গ্যাস উত্তোলন বাড়িয়ে। না হলে, আমদানি করা গ্যাসের ব্যবহার বাড়তে থাকলে তার যে দাম পড়বে, তা বহন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তেমন দামে গ্যাস ব্যবহার করে দেশের কোনো শিল্প-বাণিজ্যই টিকে থাকতে পারবে না। ৬ মার্চ পেট্রোসেন্টারে আয়োজিত এক গণশুনানিতে পেট্রোবাংলার চেয়ারম্যান এসব কথা বলেন। বিভিন্ন শ্রেণির গ্রাহকদের অভিযোগ শোনা ও তাঁদের কাছে জবাবদিহি করার জন্য ওই শুনানির আয়োজন করা হয়েছিল।
পেট্রোবাংলা ও এর চেয়ারম্যানকে এ জন্য অবশই আমরা ধন্যবাদ জানাব যে অনেক দেরিতে হলেও একটি কঠিন সত্য তাঁরা অনুধাবন করেছেন। দেশে এমন কোনো বিশেষজ্ঞ, গবেষক ও গণমাধ্যমকর্মী খুঁজে পাওয়া যাবে না যাঁরা এ সত্যটি এক দশক ধরে বারবার বলেননি। সরকারের মধ্যেও অনেকে একই মত পোষণ করতেন। কিন্তু নীতিনির্ধারকদের মূল প্রবণতা ছিল আমদানিতে গুরুত্ব দেওয়া। এ কারণে একপর্যায়ে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে এমন ঝুঁকির মধ্যে ফেলত, যেখান থেকে উঠে আসা প্রায় অসম্ভব ব্যাপার হতো। গ্যাসসংকটের কারণ হিসেবে এখন যেমন বলা হচ্ছে, গত দুই বছরে ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে এলএনজি আমদানি করতে। মনে রাখা দরকার যে এখন পর্যন্ত আমাদের এলএনজি আমদানির অবকাঠামোগত সর্বোচ্চ ক্ষমতা দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ। কিন্তু এক হাজার মিলিয়ন ঘনফুট আনা হয়েছে খুব কম দিনই। তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে এলএনজি আমদানি দৈনিক তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ হলে কী অবস্থা হবে?
অবশ্য এলএনজি আমদানিতে মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণ হিসেবে কোভিড-১৯-পরবর্তী বিশ্বে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে দায়ী করা হয়।
এটা যেমন মিথ্যা নয়, তেমনি এ কথাও সত্য যে বিশ্ববাজারে জ্বালানির দাম যেকোনো সময় নানা কারণে বেড়ে যেতে পারে। কাজেই জ্বালানিতে আমদানিনির্ভর হওয়া সব সময়ই ঝুঁকিপূর্ণ। আমরা একটি বিষয় ভেবে দেখতে পারি, কোভিড-১৯-পরবর্তী বিশ্বে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথা বলা হয়, এই পরিস্থিতি সৃষ্টির সময় যদি আমাদের হাতে আরও এক হাজার মিলিয়ন ঘনফুট বেশি দেশীয় গ্যাস উত্তোলনের সমক্ষতা থাকত, তাহলে তো আমাদের জ্বালানির কোনো সমস্যাই হতো না। বড় কথা হলো, এক হাজার মিলিয়ন ঘনফুট বেশি দেশীয় গ্যাস উত্তোলনের সক্ষমতা আমরা সহজেই অর্জন করে রাখতে পারতাম যদি আগেভাগে সেই উদ্যোগ নেওয়া হতো। এমনকি ২০১৮ সালে যখন এলএনজি আমদানি শুরু করা হয়, তখন দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে ২০২২ সালে আমরা একটা নিরাপদ জ্বালানি পরিস্থিতিতে থাকতে সক্ষম হতাম। কিন্তু তা না করে দেশের জ্বালানি পরিস্থিতিকে সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখন পেট্রোবাংলা সেই উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।
এখন প্রশ্ন হলো, পেট্রোবাংলার পরিকল্পনাটা অতিরিক্ত মাত্রায় উচ্চাভিলাষী কি না। আমাদের দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন শুরু হয়েছে গত শতাব্দীর ষাটের দশকে। এরপর ২০১০ সালে এসে গ্যাসের দৈনিক উত্তোলন ক্ষমতা দাঁড়িয়েছিল ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট। তখন পর্যন্ত সর্বমোট কূপ খনন করা হয়েছিল শখানেক। আর এখন এসে পাঁচ বছরের মধ্যে ১০০টি কূপ খনন করার পরিকল্পনা মাত্রাতিরিক্ত উচ্চাভিলাষী মনে করার যথেষ্ট কারণ আছে। কিন্তু পেট্রোবাংলার চেয়ারম্যান এই লক্ষ্য অর্জনের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর সামনে অল্প হলেও কিছু উদাহরণও আছে। যেমন ২০১০ সালে দৈনিক ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট উত্তোলন ক্ষমতা তো ২০১৩-১৪ সালেই ২ হাজার ৭৫০ মিলিয়নে উন্নীত হয়েছিল। যথাযথ উদ্যোগ নেওয়ার কারণেই তা হয়েছিল। কাজেই করা যাবেই না কিংবা অসম্ভব হবে, বিষয়টি তেমন নয়। রাষ্ট্রীয় তিনটি কোম্পানি—বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং বাপেক্স মিলে সমন্বিত প্রচেষ্টায় এটা সম্ভব। তা ছাড়া তারা তো বিদেশি ঠিকাদার নিয়োগ করবে।
এই ঠিকাদার নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গ্যাস ফিল্ডস এবং সিলেট গ্যাস ফিল্ডসকে তো ঠিকাদার নিয়োগ করতেই হবে। কারণ তারা একটিও অনুসন্ধান কিংবা কূপ খননকারী প্রতিষ্ঠান নয়। বাপেক্স নিজে কিছু কূপ খনন করতে পারবে। বাপেক্সের রিগও আছে পাঁচটি। তবে একসঙ্গে দুটি রিগ চালানোর মতো জনবল তাদের নেই। কাজেই বাপেক্সকেও বিদেশি ঠিকাদার নিয়োগ করতে হবে। বাপেক্সের নামে সেটা করা হচ্ছেও। যেমন ভোলা গ্যাস ক্ষেত্রের মালিকানা বাপেক্সের। কিন্তু কূপ খননের কাজ দেওয়া হয় রাশিয়ার গ্যাসপ্রম এবং আজারবাইজানের কোম্পানি অ্যারিয়ালকে।
তবে কথা হলো, যেভাবেই হোক আমাদের নিজস্ব গ্যাসের উত্তোলন সক্ষমতা বাড়ানো অতিজরুরি প্রয়োজনীয় একটি কাজ। এটি করা না গেলে আমাদের শিল্প-বাণিজ্য-রপ্তানি-বৈদেশিক মুদ্রার প্রবাহ-প্রবৃদ্ধি সব মুখ থুবড়ে পড়বে। জাতীয় অগ্রগতির চাকা থেমে যাবে। সুতরাং পেট্রোবাংলার উদ্যোগটি সফল হওয়া দরকার। আসুন, আমরা কায়মনে পেট্রোবাংলার এই উদ্যোগের সাফল্য কামনা করি। আর কামনা করি সরকারের ভেতরের আমদানি লবির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থেকে পেট্রোবাংলার উদ্যোগটি যেন রক্ষা পায়।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে