সম্পাদকীয়
তাওয়াংয়ে যাওয়ার ঘটনা লিখেছেন নবনীতা দেবসেন। সে এক অসাধারণ অভিজ্ঞতা। ট্রাকে করে একা চলে গেছেন নতুনের সন্ধানে। সেই অভিজ্ঞতার কথা বারবার লিখতে চেয়েছেন। কিন্তু অনেক দিন পারেননি। ভেবেছেন, লিখে ফেললে তো সেটা সবার সম্পত্তি হয়ে গেল। একা একা তারিয়ে তারিয়ে বিষয়টি উপভোগ না করলে চলবে কীভাবে?
তো, সেই ভ্রমণের আগের একটি ঘটনা। নবনীতা সারা জীবনই মুক্ত মানুষ। তিনি নিজেই বলেছেন, ‘আমি বড় চঞ্চল, বড় অস্থির। কখনো এস্পার, কখনো ওস্পার। এই ছিলুম ঘরে, এই বসেছি পাড়ে।’
দমদম এয়ারপোর্ট থেকে গোয়াহাটি পর্যন্ত এসে ট্রানজিটে বসে ছিলেন নবনীতা। সেখানে দেখা ড. আশুতোষ ভট্টাচার্যের সঙ্গে। তিনিই জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার? নবনীতা যে? এদিকে কোথায়?’
নবনীতা প্রণাম করতে করতে জবাব দিলেন, ‘এই যে একটু যোড়হাটে।’
‘শিবসাগরে সাহিত্য সভায়?
আমিও তো সেদিকে।’
‘না, আমি শিবসাগরে যাচ্ছি না। আমি যাচ্ছি যোড়হাটে। সেখানে মহিলা সাহিত্যিক সম্মেলন হচ্ছে।’
গোয়াহাটি বিমানবন্দর থেকে ঘণ্টাখানেক পরে যোড়হাটের প্লেনে চেপে বসতে হবে। সেখানে নেমে ড. আশুতোষ চলে যাবেন শিবসাগর।
ঘোষণা এল, ‘এবার যোড়হাটের যাত্রীরা বিমানে উঠে পড়ুন।’
নিরাপত্তা তল্লাশি হয়ে গেছে, তাই দুজনে মিলে উঠে পড়লেন একটা প্লেনে, চালিয়ে গেলেন কথা। নবনীতা লক্ষ করলেন, আশপাশের লোকজন তাঁদের দিকে তাকিয়ে উসখুস করছে। নবনীতাই জিজ্ঞেস করলেন, ‘সরি, আমরা কি বড্ড জোরে জোরে কথা বলছি?’
এক ভদ্রলোক বললেন, ‘আপনারা দুজন বোধ হয় যোড়হাটে যাচ্ছেন?’
‘আজ্ঞে হ্যাঁ।’ বলেন নবনীতা।
‘এই প্লেনটা তো দমদমে যাচ্ছে। তাই ভাবছিলুম…’
প্লেনসুদ্ধ সবাই বলতে থাকে, ‘নেমে যান, নেমে যান।’
ঊর্ধ্বশ্বাসে ড. আশুতোষ আর নবনীতা নেমে আসেন প্লেন থেকে। দৌড়াতে থাকেন সামনের দিকে। অদূরে দাঁড়িয়ে আছে পুঁটিমাছের মতো ছোট্ট এক উড়োজাহাজ! যার গন্তব্য যোড়হাট।
সূত্র: নবনীতা দেবসেন, ট্রাক বাহনে ম্যাকমাহনে, পৃষ্ঠা ৬-৮
তাওয়াংয়ে যাওয়ার ঘটনা লিখেছেন নবনীতা দেবসেন। সে এক অসাধারণ অভিজ্ঞতা। ট্রাকে করে একা চলে গেছেন নতুনের সন্ধানে। সেই অভিজ্ঞতার কথা বারবার লিখতে চেয়েছেন। কিন্তু অনেক দিন পারেননি। ভেবেছেন, লিখে ফেললে তো সেটা সবার সম্পত্তি হয়ে গেল। একা একা তারিয়ে তারিয়ে বিষয়টি উপভোগ না করলে চলবে কীভাবে?
তো, সেই ভ্রমণের আগের একটি ঘটনা। নবনীতা সারা জীবনই মুক্ত মানুষ। তিনি নিজেই বলেছেন, ‘আমি বড় চঞ্চল, বড় অস্থির। কখনো এস্পার, কখনো ওস্পার। এই ছিলুম ঘরে, এই বসেছি পাড়ে।’
দমদম এয়ারপোর্ট থেকে গোয়াহাটি পর্যন্ত এসে ট্রানজিটে বসে ছিলেন নবনীতা। সেখানে দেখা ড. আশুতোষ ভট্টাচার্যের সঙ্গে। তিনিই জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার? নবনীতা যে? এদিকে কোথায়?’
নবনীতা প্রণাম করতে করতে জবাব দিলেন, ‘এই যে একটু যোড়হাটে।’
‘শিবসাগরে সাহিত্য সভায়?
আমিও তো সেদিকে।’
‘না, আমি শিবসাগরে যাচ্ছি না। আমি যাচ্ছি যোড়হাটে। সেখানে মহিলা সাহিত্যিক সম্মেলন হচ্ছে।’
গোয়াহাটি বিমানবন্দর থেকে ঘণ্টাখানেক পরে যোড়হাটের প্লেনে চেপে বসতে হবে। সেখানে নেমে ড. আশুতোষ চলে যাবেন শিবসাগর।
ঘোষণা এল, ‘এবার যোড়হাটের যাত্রীরা বিমানে উঠে পড়ুন।’
নিরাপত্তা তল্লাশি হয়ে গেছে, তাই দুজনে মিলে উঠে পড়লেন একটা প্লেনে, চালিয়ে গেলেন কথা। নবনীতা লক্ষ করলেন, আশপাশের লোকজন তাঁদের দিকে তাকিয়ে উসখুস করছে। নবনীতাই জিজ্ঞেস করলেন, ‘সরি, আমরা কি বড্ড জোরে জোরে কথা বলছি?’
এক ভদ্রলোক বললেন, ‘আপনারা দুজন বোধ হয় যোড়হাটে যাচ্ছেন?’
‘আজ্ঞে হ্যাঁ।’ বলেন নবনীতা।
‘এই প্লেনটা তো দমদমে যাচ্ছে। তাই ভাবছিলুম…’
প্লেনসুদ্ধ সবাই বলতে থাকে, ‘নেমে যান, নেমে যান।’
ঊর্ধ্বশ্বাসে ড. আশুতোষ আর নবনীতা নেমে আসেন প্লেন থেকে। দৌড়াতে থাকেন সামনের দিকে। অদূরে দাঁড়িয়ে আছে পুঁটিমাছের মতো ছোট্ট এক উড়োজাহাজ! যার গন্তব্য যোড়হাট।
সূত্র: নবনীতা দেবসেন, ট্রাক বাহনে ম্যাকমাহনে, পৃষ্ঠা ৬-৮
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে