সিলেট প্রতিনিধি
সিলেট মহানগরীর আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। টিকাপ্রত্যাশীদের ভিড় থাকায় বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমার কদমতলী কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড় কার্যালয় এবং ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে এই টিকা দেওয়া হচ্ছে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইনস কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ডে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে।
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোনো ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিত মানুষের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।’
এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিত ব্যক্তিরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
ইতিমধ্যে নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত আছেন।
তাঁদের টিকার আওতায় আনতে গত অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস দেওয়া বন্ধ ছিল। এ সময় পুরোনো এসএমএস প্রাপ্তদের টিকা নেওয়ার সুযোগ দেওয়া হয়। এই সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএস প্রাপ্ত মানুষ প্রথম ডোজ নেন।
বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ টিকা নেননি। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য দুই হাজার ও দ্বিতীয় ডোজের জন্য দুই হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ টিকা নিয়ে থাকেন।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রিত না হওয়ায় এই কেন্দ্রের নিবন্ধিতরাও ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে ভিড় বেড়েই চলছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
জাহিদুল ইসলাম আরও জানান, বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এ ছাড়া নগর ভবনে অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ড ও মডার্নার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম অব্যাহত আছে।
সিলেট মহানগরীর আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। টিকাপ্রত্যাশীদের ভিড় থাকায় বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমার কদমতলী কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড় কার্যালয় এবং ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে এই টিকা দেওয়া হচ্ছে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইনস কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ডে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে।
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোনো ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিত মানুষের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।’
এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিত ব্যক্তিরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।
ইতিমধ্যে নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত আছেন।
তাঁদের টিকার আওতায় আনতে গত অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস দেওয়া বন্ধ ছিল। এ সময় পুরোনো এসএমএস প্রাপ্তদের টিকা নেওয়ার সুযোগ দেওয়া হয়। এই সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএস প্রাপ্ত মানুষ প্রথম ডোজ নেন।
বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ টিকা নেননি। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য দুই হাজার ও দ্বিতীয় ডোজের জন্য দুই হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষ টিকা নিয়ে থাকেন।
পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রিত না হওয়ায় এই কেন্দ্রের নিবন্ধিতরাও ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে ভিড় বেড়েই চলছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
জাহিদুল ইসলাম আরও জানান, বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এ ছাড়া নগর ভবনে অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ড ও মডার্নার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম অব্যাহত আছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে