সম্পাদকীয়
যদি বলা হয়, লিয়েফ তলস্তয় ছিলেন আধুনিক রুশ সাহিত্যের জনক আলেক্সান্দর পুশকিনের আত্মীয়, তাহলে কেউ কি চমকে উঠবেন? বিস্মিত হওয়ার কিছু নেই। একজন মানুষ তাঁদের মধ্যে তৈরি করেছিলেন আত্মীয়তার সেতুবন্ধ—অ্যাডমিরাল ইভান মিখাইলোভিচ গালোভিন। তিনি ছিলেন জার পিটারের একজন সেনা অধিপতি। পুশকিনের প্রপিতামহী এবং তলস্তয়ের মায়ের প্রমাতামহী ছিলেন দুই আপন বোন। গালোভিনকে দিয়েই তাঁদের আত্মীয়তার শুরু।
সে যাই হোক, লিয়েভ তলস্তয়ের সব সময়ই ছিল পড়াশোনার প্রতি অনীহা। তলস্তয় সম্পর্কে তাঁর শিক্ষক মিখাইল পোপলোনস্কি বলেছিলেন, ‘ছেলেটা পড়াশোনা করতে চায়ও না, পারেও না।’ কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরিসংখ্যান আর স্ট্যাটিসটিকে ফেল করেছিলেন তলস্তয়। আর যে রুশ ভাষায় তাঁর এত দখল, সেই ভাষার পরীক্ষায় পেয়েছিলেন পাঁচের মধ্যে চার। ফেল করা দুই পরীক্ষা আবার দিয়ে পাস করার পর প্রাচ্য বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানেও অকৃতকার্য হয়ে ভর্তি হলেন আইন বিভাগে। এখানেও শিক্ষকেরা তাঁকে ‘চূড়ান্ত অলস’ বলে আখ্যা দিলেন। ছেলেটা নাকি ক্লাসরুমের সবচেয়ে ওপরের বেঞ্চিতে জায়গা করে নিয়ে শুধু ঝিমাত।
সেই ছেলেটার একটা অসাধারণ কীর্তির কথা কম শোনা যায়। বাধ্যতামূলক সামরিক সেবা দানের সময় লিয়েফ তলস্তয় দুবার গ্রিগরির নামাঙ্কিত ক্রেস্ট লাভের সুযোগ পেয়েছিলেন। সামরিক বাহিনীতে বীরত্ব প্রদর্শনের প্রতীক হিসেবে এই ক্রেস্ট দেওয়া হয়। কিন্তু একবারও তিনি ক্রেস্ট পাননি। প্রথমবার ক্রেস্ট প্রাপকের নাম নিয়ে হাঙ্গামা বাধায় সেটা আর তাঁর হাতে আসেনি। দ্বিতীয়বার তিনি নিজে নেননি। বরং সেই ক্রেস্ট যেন সৈনিক আন্দ্রেয়েভ পান, তার ব্যবস্থা করে দিয়েছিলেন তলস্তয়। কেন এ রকম সিদ্ধান্ত নিলেন তিনি? কারণ আর কিছুই নয়, গ্রিগরি ক্রেস্ট পেয়েছেন বলে সৈনিক আন্দ্রেয়েভ আজীবন পেনশন পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। ‘আলসে’ ছেলেটি যে অমানবিক নয়, তারই একটা ছোট্ট প্রমাণ এই ঘটনাটি।
সূত্র: ওবরাজোভাকা ডট রু
যদি বলা হয়, লিয়েফ তলস্তয় ছিলেন আধুনিক রুশ সাহিত্যের জনক আলেক্সান্দর পুশকিনের আত্মীয়, তাহলে কেউ কি চমকে উঠবেন? বিস্মিত হওয়ার কিছু নেই। একজন মানুষ তাঁদের মধ্যে তৈরি করেছিলেন আত্মীয়তার সেতুবন্ধ—অ্যাডমিরাল ইভান মিখাইলোভিচ গালোভিন। তিনি ছিলেন জার পিটারের একজন সেনা অধিপতি। পুশকিনের প্রপিতামহী এবং তলস্তয়ের মায়ের প্রমাতামহী ছিলেন দুই আপন বোন। গালোভিনকে দিয়েই তাঁদের আত্মীয়তার শুরু।
সে যাই হোক, লিয়েভ তলস্তয়ের সব সময়ই ছিল পড়াশোনার প্রতি অনীহা। তলস্তয় সম্পর্কে তাঁর শিক্ষক মিখাইল পোপলোনস্কি বলেছিলেন, ‘ছেলেটা পড়াশোনা করতে চায়ও না, পারেও না।’ কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরিসংখ্যান আর স্ট্যাটিসটিকে ফেল করেছিলেন তলস্তয়। আর যে রুশ ভাষায় তাঁর এত দখল, সেই ভাষার পরীক্ষায় পেয়েছিলেন পাঁচের মধ্যে চার। ফেল করা দুই পরীক্ষা আবার দিয়ে পাস করার পর প্রাচ্য বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানেও অকৃতকার্য হয়ে ভর্তি হলেন আইন বিভাগে। এখানেও শিক্ষকেরা তাঁকে ‘চূড়ান্ত অলস’ বলে আখ্যা দিলেন। ছেলেটা নাকি ক্লাসরুমের সবচেয়ে ওপরের বেঞ্চিতে জায়গা করে নিয়ে শুধু ঝিমাত।
সেই ছেলেটার একটা অসাধারণ কীর্তির কথা কম শোনা যায়। বাধ্যতামূলক সামরিক সেবা দানের সময় লিয়েফ তলস্তয় দুবার গ্রিগরির নামাঙ্কিত ক্রেস্ট লাভের সুযোগ পেয়েছিলেন। সামরিক বাহিনীতে বীরত্ব প্রদর্শনের প্রতীক হিসেবে এই ক্রেস্ট দেওয়া হয়। কিন্তু একবারও তিনি ক্রেস্ট পাননি। প্রথমবার ক্রেস্ট প্রাপকের নাম নিয়ে হাঙ্গামা বাধায় সেটা আর তাঁর হাতে আসেনি। দ্বিতীয়বার তিনি নিজে নেননি। বরং সেই ক্রেস্ট যেন সৈনিক আন্দ্রেয়েভ পান, তার ব্যবস্থা করে দিয়েছিলেন তলস্তয়। কেন এ রকম সিদ্ধান্ত নিলেন তিনি? কারণ আর কিছুই নয়, গ্রিগরি ক্রেস্ট পেয়েছেন বলে সৈনিক আন্দ্রেয়েভ আজীবন পেনশন পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। ‘আলসে’ ছেলেটি যে অমানবিক নয়, তারই একটা ছোট্ট প্রমাণ এই ঘটনাটি।
সূত্র: ওবরাজোভাকা ডট রু
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে