এখন বঙ্গবন্ধুর চর্চা ভালোবাসা থেকে নয়: মুনতাসীর মামুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৩: ০৩
Thumbnail image

মুক্তিযুদ্ধ গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, বর্তমানে সর্বত্র বঙ্গবন্ধুর চর্চা হচ্ছে। এটা দেখে যেমন ভালো লাগে তেমন আবার আফসোসও লাগে। কারণ বর্তমানে বঙ্গবন্ধুর চর্চা হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে নয়।

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক স্মারক বক্তৃতায় স্মারক বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চবি বঙ্গবন্ধু চেয়ার ড. মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতা এসেছিলেন। তাঁদের মধ্যে বঙ্গবন্ধু হলেন এমন একজন যিনি তাঁর আদর্শ থেকে কখনোই বিন্দুমাত্র বিচ্যুত হননি। তিনি চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। তিনি বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। বাঙালি জাতিকে সংগঠিত করা যে কী কঠিন কাজ ছিল কিন্তু বঙ্গবন্ধু তা করে দেখিয়েছিলেন। বাংলাদেশকে স্বাধীন করতে অনেকে চেয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধু তা করতে পেরেছিলেন। নির্দিষ্ট একটি লক্ষ্যে স্থির থাকা যা সাধারণ রাজনীতিকেরা পারে না কিন্তু বঙ্গবন্ধু তা পেরেছিলেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজনিন নাহার ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

প্রধান অতিথির বক্তব্যে শিরীণ আখতার বলেন, জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, স্মারক বক্তৃতা আয়োজন খুবই প্রাসঙ্গিক। জাতির পিতাকে নিয়ে যত বেশি সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা অনুষ্ঠিত হবে, প্রজন্মের সন্তানেরা জাতির পিতা সম্পর্কে তত বেশি জানতে পারবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে এবং দেশের মানুষকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে রাখতে আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যে তিনি দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত