সম্পাদকীয়
লক্ষ্মীপুরে ফেরদৌসী মজুমদারের বাপের বাড়ি। সেখানে যাওয়া হয়নি কোনো দিন। ফেরদৌসীর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাই বাড়ির নাম ‘ডিপটি বাড়ি’।১৯৯৭ সালে লক্ষ্মীপুরে থিয়েটারের ক্লাস নিতে গেছেন ফেরদৌসী মজুমদার। তখনই প্রথম বাপের ভিটা দর্শন হলো। বাড়িটি ছিল সোমপাড়া, গোপাইরবাগে।
ফেরদৌসী মজুমদার তাঁর দুই ঘণ্টার ক্লাস নিয়েছেন। এবার ক্লাস নেবেন রামেন্দু মজুমদার। রামেন্দু মজুমদারই বললেন, ‘যাও, বাপের ভিটা থেকে ঘুরে এসো।’ সেখানে ছিলেন ফেরদৌসীর চাচাতো ভাইয়ের মেয়ে হাসিনা। তিনি এসেছিলেন তাঁর এগারো বছর বয়সী মেয়েকে নিয়ে। তাঁরই সঙ্গে লক্ষ্মীপুর থেকে কুড়ি কিলোমিটার দূরের গ্রামের বাড়ির পথে চললেন ফেরদৌসী।
একটা জায়গায় যাওয়ার পর গাড়ি আর সামনে এগোয় না। কাঁচা পথটুকু হেঁটেই পাড়ি দিতে হবে। হাসিনা তাঁর মেয়েকে বললেন, ‘যাও, তুমি দৌড়াইয়া গিয়া তোমার নানুরে খবর দাও—বলো, দেখেন কে আসছে।’
নানু (মানে ফেরদৌসীর চাচাতো ভাইয়ের বউ) এসে জড়িয়ে ধরলেন ফেরদৌসীকে। তাঁর একেবারে আকর্ণবিস্তৃত হাসি। কচি কলাপাতা রঙের শাড়ি তাঁর পরনে। বাড়িতে ঢুকতেই পাঁচ মিনিটের মধ্যে পুরো পাড়া যেন ভেঙে পড়ল বাড়িতে। সবাই এক নজর দেখতে চায় ফেরদৌসীকে।
ফেরদৌসীর আরেক চাচাতো ভাই বসু ভাইকে খবর পাঠানো হলো। তিনি তখন মসজিদে। ফেরদৌসী এসেছে শুনে সাদা দাঁড়ি সাদা চুলের এই থুড়থুড়ে বুড়ো পড়ি কি মরি বলে লাঠিতে ভর দিয়ে দৌড়ে এলেন। এসেই ফেরদৌসীকে বুকে জড়িয়ে ধরে আনন্দে হাউ হাউ করে কেঁদে বলতে লাগলেন, ‘এইডা কি স্বপ্ন না হাছা? আঁই বোধ হয় তোঁয়ারে দেখনের লাই বাঁচি রইছি।’
এ সময় গ্লাসে করে শরবত বা ঘোলজাতীয় কী এক পানীয় এল। ফেরদৌসীর খেতে ইচ্ছে করল না। কিন্তু হঠাৎ নাকে ঘন দুধের সরের পরিচিত গন্ধটা আসতেই তিনি বললেন, ‘খাব। দ্যান।’
ছোটবেলায় দুধ জ্বাল দিলে এই গন্ধটা পাওয়া যেত। এ যেন অমৃত!
সূত্র: ফেরদৌসী মজুমদার, মনে পড়ে, পৃষ্ঠা ৩৭-৩৯
লক্ষ্মীপুরে ফেরদৌসী মজুমদারের বাপের বাড়ি। সেখানে যাওয়া হয়নি কোনো দিন। ফেরদৌসীর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাই বাড়ির নাম ‘ডিপটি বাড়ি’।১৯৯৭ সালে লক্ষ্মীপুরে থিয়েটারের ক্লাস নিতে গেছেন ফেরদৌসী মজুমদার। তখনই প্রথম বাপের ভিটা দর্শন হলো। বাড়িটি ছিল সোমপাড়া, গোপাইরবাগে।
ফেরদৌসী মজুমদার তাঁর দুই ঘণ্টার ক্লাস নিয়েছেন। এবার ক্লাস নেবেন রামেন্দু মজুমদার। রামেন্দু মজুমদারই বললেন, ‘যাও, বাপের ভিটা থেকে ঘুরে এসো।’ সেখানে ছিলেন ফেরদৌসীর চাচাতো ভাইয়ের মেয়ে হাসিনা। তিনি এসেছিলেন তাঁর এগারো বছর বয়সী মেয়েকে নিয়ে। তাঁরই সঙ্গে লক্ষ্মীপুর থেকে কুড়ি কিলোমিটার দূরের গ্রামের বাড়ির পথে চললেন ফেরদৌসী।
একটা জায়গায় যাওয়ার পর গাড়ি আর সামনে এগোয় না। কাঁচা পথটুকু হেঁটেই পাড়ি দিতে হবে। হাসিনা তাঁর মেয়েকে বললেন, ‘যাও, তুমি দৌড়াইয়া গিয়া তোমার নানুরে খবর দাও—বলো, দেখেন কে আসছে।’
নানু (মানে ফেরদৌসীর চাচাতো ভাইয়ের বউ) এসে জড়িয়ে ধরলেন ফেরদৌসীকে। তাঁর একেবারে আকর্ণবিস্তৃত হাসি। কচি কলাপাতা রঙের শাড়ি তাঁর পরনে। বাড়িতে ঢুকতেই পাঁচ মিনিটের মধ্যে পুরো পাড়া যেন ভেঙে পড়ল বাড়িতে। সবাই এক নজর দেখতে চায় ফেরদৌসীকে।
ফেরদৌসীর আরেক চাচাতো ভাই বসু ভাইকে খবর পাঠানো হলো। তিনি তখন মসজিদে। ফেরদৌসী এসেছে শুনে সাদা দাঁড়ি সাদা চুলের এই থুড়থুড়ে বুড়ো পড়ি কি মরি বলে লাঠিতে ভর দিয়ে দৌড়ে এলেন। এসেই ফেরদৌসীকে বুকে জড়িয়ে ধরে আনন্দে হাউ হাউ করে কেঁদে বলতে লাগলেন, ‘এইডা কি স্বপ্ন না হাছা? আঁই বোধ হয় তোঁয়ারে দেখনের লাই বাঁচি রইছি।’
এ সময় গ্লাসে করে শরবত বা ঘোলজাতীয় কী এক পানীয় এল। ফেরদৌসীর খেতে ইচ্ছে করল না। কিন্তু হঠাৎ নাকে ঘন দুধের সরের পরিচিত গন্ধটা আসতেই তিনি বললেন, ‘খাব। দ্যান।’
ছোটবেলায় দুধ জ্বাল দিলে এই গন্ধটা পাওয়া যেত। এ যেন অমৃত!
সূত্র: ফেরদৌসী মজুমদার, মনে পড়ে, পৃষ্ঠা ৩৭-৩৯
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে