নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। একই ইস্যুতে আওয়ামী লীগও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও সমমনাদের অসৌজন্যমূলক আচরণ ও হত্যার হুমকির ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জুন সারা দেশে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করবে। ৮ জুন ঢাকা মহানগর উত্তর ও ১০ জুন মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করবে। এর আগে-পিছে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরই অংশ হিসেবে আজ বুধবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে মহিলা আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের বিষয়ে আলোচনা হয়। নেতাদের অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রদল নেতাদের কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচির সমর্থন করেন। এ সময় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা বলেন। পরে পর্যায়ক্রমে সব সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ করবে বলে সিদ্ধান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, ‘আমাদের যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। তা চলতে থাকবে। দেশের রাজনীতি গরম হবে।’ বৈঠকে সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিলে আপত্তি নেই। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা কি বসে বসে তামাক খাব?’ সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে দলটির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘বাধার কোনো বিষয় নয়, আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে? সন্ত্রাসীদের কি বাধা দেব না?’
পদ্মা সেতুর উদ্বোধনের সময় সেতু ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন ২৪ ও ২৫ জুন সারা দেশেই উদ্যাপন করা হবে বলে জানান তিনি।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মির্জা আজম, ওয়াসিকা আয়শা খান, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। একই ইস্যুতে আওয়ামী লীগও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও সমমনাদের অসৌজন্যমূলক আচরণ ও হত্যার হুমকির ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জুন সারা দেশে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করবে। ৮ জুন ঢাকা মহানগর উত্তর ও ১০ জুন মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করবে। এর আগে-পিছে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরই অংশ হিসেবে আজ বুধবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করবে মহিলা আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের বিষয়ে আলোচনা হয়। নেতাদের অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রদল নেতাদের কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচির সমর্থন করেন। এ সময় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা বলেন। পরে পর্যায়ক্রমে সব সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ করবে বলে সিদ্ধান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, ‘আমাদের যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। তা চলতে থাকবে। দেশের রাজনীতি গরম হবে।’ বৈঠকে সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি দিলে আপত্তি নেই। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা কি বসে বসে তামাক খাব?’ সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে দলটির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘বাধার কোনো বিষয় নয়, আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে? সন্ত্রাসীদের কি বাধা দেব না?’
পদ্মা সেতুর উদ্বোধনের সময় সেতু ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনের জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন ২৪ ও ২৫ জুন সারা দেশেই উদ্যাপন করা হবে বলে জানান তিনি।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মির্জা আজম, ওয়াসিকা আয়শা খান, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে