সম্পাদকীয়
নিউ থিয়েটার্সের সঙ্গে দীর্ঘকালের সম্পর্ক ছিল পঙ্কজ মল্লিকের। সংগীত পরিচালনা করেছেন, গান গেয়েছেন, গাইয়েছেন অন্যকে দিয়ে। তো সেই নিউ থিয়েটার্সের চিত্র পরিচালক ছিলেন নীতীন বসু। থাকতেন পঙ্কজের পাশাপাশি পাড়ায়। কখনো পঙ্কজকে সঙ্গে করে নিয়ে অফিস যেতেন।
নীতীন বসু তাঁর প্রথম হিন্দি ছবি করেন ‘দেবদাস’। দ্বিতীয় ছবি ‘ভাগ্যচক্র’। এই ভাগ্যচক্রই ভারতীয় সিনেমায় একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিল। পঙ্কজকে নেওয়ার জন্য নীতীন চলে এসেছেন সকালে। একসঙ্গে নিউ থিয়েটার্সে যাবেন। কিন্তু তখন পঙ্কজ শুনছিলেন ‘প্যাগান’ নামে একটি ইংরেজি ছবির গান—‘কাম উইথ মি হোয়্যার মুনবিমস লাইট তাহিতিয়ান স্কাইস...’। পঙ্কজ নিজেও গাইছিলেন। হঠাৎ পঙ্কজ শুনলেন, নীতীন ডাকছেন, ‘পঙ্কজ, পঙ্কজ!’
রেকর্ড শোনা শেষ করেই কেবল বের হলেন পঙ্কজ। দেখলেন নীতীনের থমথমে মুখ। গাড়িতে নীতীন বসলেন তাঁর ভাইয়ের পাশে। ভাই ড্রাইভ করছিলেন। পঙ্কজ বসলেন পেছনে। একটু পর পঙ্কজ বলতে চাইলেন দেরি হওয়ার কারণ। কিন্তু গম্ভীর নীতীন তাঁর দিকে ফিরেও চাইলেন না। কয়েকবার চেষ্টা করলেন কথাটা পাড়তে, কিন্তু সফল হলেন না।
চৌরঙ্গির কাছে আসতেই নীতীন নেমে গেলেন গাড়ি থেকে। বললেন, মিউজিয়ামের কাছে গাড়ি নিয়ে অপেক্ষা করতে। একটু পর সেখানে এলেন একগাদা ইংলিশ ম্যাগাজিন নিয়ে। অফিসে পৌঁছে যে যার ঘরে যাওয়ার পর নীতীনের ঘরে ডাক পড়ল পঙ্কজের। নীতীন একটা রেকর্ড ছেড়েছেন। ‘প্যাগান’ সিনেমার সেই গানটা বাজছে। তিনি পঙ্কজকে গানের সঙ্গে গলা মিলিয়ে গাইতে বললেন। গান শেষ হতেই পঙ্কজকে জড়িয়ে ধরে নাচতে শুরু করলেন। বলতে লাগলেন, ‘পেয়েছি রে পঙ্কজ, পেয়েছি! কী শুভক্ষণেই না তুই তোর বাড়িতে এই রেকর্ডটির সঙ্গে গাইছিলি! কী বিরাট আইডিয়া তুই আমার মাথায় খেলিয়ে দিলি!’
সেই থেকে শুরু হলো ভারতীয় ছবিতে প্লে-ব্যাক। গান জানা নায়ক-নায়িকার আর দরকার নেই এখন। বাইরে থেকে গাইবেন কেউ, তাঁরা শুধু ঠোঁট মেলাবেন।
সূত্র: পঙ্কজ কুমার মল্লিক, আমার যুগ, আমার গান, পৃষ্ঠা ৯৯-১০০
নিউ থিয়েটার্সের সঙ্গে দীর্ঘকালের সম্পর্ক ছিল পঙ্কজ মল্লিকের। সংগীত পরিচালনা করেছেন, গান গেয়েছেন, গাইয়েছেন অন্যকে দিয়ে। তো সেই নিউ থিয়েটার্সের চিত্র পরিচালক ছিলেন নীতীন বসু। থাকতেন পঙ্কজের পাশাপাশি পাড়ায়। কখনো পঙ্কজকে সঙ্গে করে নিয়ে অফিস যেতেন।
নীতীন বসু তাঁর প্রথম হিন্দি ছবি করেন ‘দেবদাস’। দ্বিতীয় ছবি ‘ভাগ্যচক্র’। এই ভাগ্যচক্রই ভারতীয় সিনেমায় একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিল। পঙ্কজকে নেওয়ার জন্য নীতীন চলে এসেছেন সকালে। একসঙ্গে নিউ থিয়েটার্সে যাবেন। কিন্তু তখন পঙ্কজ শুনছিলেন ‘প্যাগান’ নামে একটি ইংরেজি ছবির গান—‘কাম উইথ মি হোয়্যার মুনবিমস লাইট তাহিতিয়ান স্কাইস...’। পঙ্কজ নিজেও গাইছিলেন। হঠাৎ পঙ্কজ শুনলেন, নীতীন ডাকছেন, ‘পঙ্কজ, পঙ্কজ!’
রেকর্ড শোনা শেষ করেই কেবল বের হলেন পঙ্কজ। দেখলেন নীতীনের থমথমে মুখ। গাড়িতে নীতীন বসলেন তাঁর ভাইয়ের পাশে। ভাই ড্রাইভ করছিলেন। পঙ্কজ বসলেন পেছনে। একটু পর পঙ্কজ বলতে চাইলেন দেরি হওয়ার কারণ। কিন্তু গম্ভীর নীতীন তাঁর দিকে ফিরেও চাইলেন না। কয়েকবার চেষ্টা করলেন কথাটা পাড়তে, কিন্তু সফল হলেন না।
চৌরঙ্গির কাছে আসতেই নীতীন নেমে গেলেন গাড়ি থেকে। বললেন, মিউজিয়ামের কাছে গাড়ি নিয়ে অপেক্ষা করতে। একটু পর সেখানে এলেন একগাদা ইংলিশ ম্যাগাজিন নিয়ে। অফিসে পৌঁছে যে যার ঘরে যাওয়ার পর নীতীনের ঘরে ডাক পড়ল পঙ্কজের। নীতীন একটা রেকর্ড ছেড়েছেন। ‘প্যাগান’ সিনেমার সেই গানটা বাজছে। তিনি পঙ্কজকে গানের সঙ্গে গলা মিলিয়ে গাইতে বললেন। গান শেষ হতেই পঙ্কজকে জড়িয়ে ধরে নাচতে শুরু করলেন। বলতে লাগলেন, ‘পেয়েছি রে পঙ্কজ, পেয়েছি! কী শুভক্ষণেই না তুই তোর বাড়িতে এই রেকর্ডটির সঙ্গে গাইছিলি! কী বিরাট আইডিয়া তুই আমার মাথায় খেলিয়ে দিলি!’
সেই থেকে শুরু হলো ভারতীয় ছবিতে প্লে-ব্যাক। গান জানা নায়ক-নায়িকার আর দরকার নেই এখন। বাইরে থেকে গাইবেন কেউ, তাঁরা শুধু ঠোঁট মেলাবেন।
সূত্র: পঙ্কজ কুমার মল্লিক, আমার যুগ, আমার গান, পৃষ্ঠা ৯৯-১০০
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে