আজকের পত্রিকা ডেস্ক
ঝোড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে গত শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। তবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফসলের খেতে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, মিধিলির আঘাতে ১১ জেলায় প্রায় ৭৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৮৪৭ হেক্টরই আমনের খেত। এ ছাড়া ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় অন্তত ১ হাজার ১৫০ ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২২০টি। নোয়াখালী ও চট্টগ্রামে ১৯১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।
এদিকে তুলনামূলক দুর্বল হয়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ে গতকাল শনিবার কক্সবাজার ও পটুয়াখালীর দশমিনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবার আরও সাতজনের মৃত্যু হয়। এ নিয়ে মিধিলিতে প্রাণ হারিয়েছে শিশু, বৃদ্ধসহ মোট ১০ জন।
নোয়াখালীতেই ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় তাণ্ডব চালিয়েছে মিধিলি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঝড়ে ২৪ হাজার ৫০৩ হেক্টর জমির আমন, ১ হাজার ২৩৭ হেক্টরের সবজি, ১৩ হাজার ৩৫ হেক্টরের খেসারি এবং ১৩৯ হেক্টরের সরিষা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলায় কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে প্রায় ৯১৩টি, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২১২টি। ১৭৯টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
অন্য জেলায় ক্ষয়ক্ষতি
মিধিলির প্রভাবে বাগেরহাটে ১৫ হাজার ২৫৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৫২৫ হেক্টর জমির আমন ধান, ৩ হাজার ২০৫ হেক্টরের খেসারি ডাল, ৯১০ হেক্টর জমির শীতকালীন সবজি রয়েছে। এ ছাড়া সুন্দরবনের দুবলারচরের শুঁটকিপল্লির প্রায় ৪০ হাজার কুইন্টাল মাছ নষ্ট হয়েছে মিধিলির কারণে। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় ২৭ কোটি টাকা।
পিরোজপুরে ৫ হাজার ৮০০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনার আমতলীতে ১৩টি ঘরবাড়ি সম্পূর্ণ ও ৫৭টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছপালা। খাগড়াছড়ির মানিকছড়িতে ৩ হাজার, ফেনীতে ৩০০, চাঁদপুরে ৬১০, বরিশালের মুলাদীতে ৫ হাজার, কক্সবাজারে ৩৫৬ এবং চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।
পটুয়াখালীতে মোট ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষি খাতেই ক্ষতি হয়েছে ৪৮ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মিধিলির আঘাতে জেলায় ৩ হাজার ৯৭১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন ২ হাজার ৮২৩ হেক্টর। জেলায় ১৩১টি কাঁচা ঘরবাড়ি আংশিক ও ৬টি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। নুয়ে পড়া এবং পানির নিচে চলে যাওয়া এসব ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলেছেন, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে।
আরও তিনজনের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলার সাতঘরিয়াপাড়ায় গাছচাপায় মোহাম্মদ সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বিকেলে আহত হন সাঈদ। এদিন সন্ধ্যায় সাগর থেকে ফেরার পথে মাছ ধরার ট্রলার ডুবে আমির হোসেন কামাল নামে এক জেলে মারা গেছেন। তাঁর বাড়ি সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকায়। এদিকে গতকাল দুপুরে পটুয়াখালীর দশমিনায় ঝড়ে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর সময় চাপায় নাসির উদ্দিন হাওলাদার নামে এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি সদর ইউনিয়নের বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায়।
বিদ্যুৎহীন অনেক এলাকা
মিধিলির প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে চট্টগ্রামের মিরসরাইয়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বেশির ভাগ এলাকায়। এতে গত শুক্রবার থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে শত শত পরিবার। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম সাইফুল আহমেদ বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খেতে হচ্ছে। ১২টি খুঁটি ভেঙে গেছে। কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলা মুশকিল।’
গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ায় ফেনীর ৬০ শতাংশ এলাকা এখনো বিদ্যুৎহীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৭২টি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। মেইন লাইন মোটামুটি চালু হয়েছে। শাখা লাইনগুলো চালু করার চেষ্টা চলছে।
এদিকে বিভিন্ন স্থানে তার ছিঁড়ে যাওয়ায় খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে ২৩ ঘণ্টা পর গতকাল দুপুরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার ও খুঁটি মেরামত শেষে ৩২ ঘণ্টা পর চালু হলো ঝালকাঠি শহরের বিদ্যুৎ-সংযোগ। প্রবল বাতাসে শুক্রবার সকাল ৯টার দিকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ঝালকাঠি শহর। ইন্টারনেট সংযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ। বিদ্যুৎ না থাকায় পৌর শহরে পানি সরবরাহও ছিল বন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছিল বাসিন্দারা। শনিবার বিকেল ৫টায় বিদ্যুৎ লাইন চালু করা হয়।
ঝোড়ো বাতাস আর বৃষ্টি ঝরিয়ে গত শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি। তবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ফসলের খেতে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, মিধিলির আঘাতে ১১ জেলায় প্রায় ৭৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৮৪৭ হেক্টরই আমনের খেত। এ ছাড়া ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় অন্তত ১ হাজার ১৫০ ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২২০টি। নোয়াখালী ও চট্টগ্রামে ১৯১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।
এদিকে তুলনামূলক দুর্বল হয়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ে গতকাল শনিবার কক্সবাজার ও পটুয়াখালীর দশমিনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবার আরও সাতজনের মৃত্যু হয়। এ নিয়ে মিধিলিতে প্রাণ হারিয়েছে শিশু, বৃদ্ধসহ মোট ১০ জন।
নোয়াখালীতেই ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় তাণ্ডব চালিয়েছে মিধিলি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঝড়ে ২৪ হাজার ৫০৩ হেক্টর জমির আমন, ১ হাজার ২৩৭ হেক্টরের সবজি, ১৩ হাজার ৩৫ হেক্টরের খেসারি এবং ১৩৯ হেক্টরের সরিষা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলায় কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে প্রায় ৯১৩টি, যার মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২১২টি। ১৭৯টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
অন্য জেলায় ক্ষয়ক্ষতি
মিধিলির প্রভাবে বাগেরহাটে ১৫ হাজার ২৫৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৫২৫ হেক্টর জমির আমন ধান, ৩ হাজার ২০৫ হেক্টরের খেসারি ডাল, ৯১০ হেক্টর জমির শীতকালীন সবজি রয়েছে। এ ছাড়া সুন্দরবনের দুবলারচরের শুঁটকিপল্লির প্রায় ৪০ হাজার কুইন্টাল মাছ নষ্ট হয়েছে মিধিলির কারণে। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় ২৭ কোটি টাকা।
পিরোজপুরে ৫ হাজার ৮০০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনার আমতলীতে ১৩টি ঘরবাড়ি সম্পূর্ণ ও ৫৭টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছপালা। খাগড়াছড়ির মানিকছড়িতে ৩ হাজার, ফেনীতে ৩০০, চাঁদপুরে ৬১০, বরিশালের মুলাদীতে ৫ হাজার, কক্সবাজারে ৩৫৬ এবং চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।
পটুয়াখালীতে মোট ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে কৃষি খাতেই ক্ষতি হয়েছে ৪৮ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মিধিলির আঘাতে জেলায় ৩ হাজার ৯৭১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন ২ হাজার ৮২৩ হেক্টর। জেলায় ১৩১টি কাঁচা ঘরবাড়ি আংশিক ও ৬টি সম্পূর্ণ ক্ষতি হয়েছে। নুয়ে পড়া এবং পানির নিচে চলে যাওয়া এসব ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলেছেন, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে।
আরও তিনজনের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী উপজেলার সাতঘরিয়াপাড়ায় গাছচাপায় মোহাম্মদ সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বিকেলে আহত হন সাঈদ। এদিন সন্ধ্যায় সাগর থেকে ফেরার পথে মাছ ধরার ট্রলার ডুবে আমির হোসেন কামাল নামে এক জেলে মারা গেছেন। তাঁর বাড়ি সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকায়। এদিকে গতকাল দুপুরে পটুয়াখালীর দশমিনায় ঝড়ে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর সময় চাপায় নাসির উদ্দিন হাওলাদার নামে এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি সদর ইউনিয়নের বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায়।
বিদ্যুৎহীন অনেক এলাকা
মিধিলির প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে চট্টগ্রামের মিরসরাইয়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বেশির ভাগ এলাকায়। এতে গত শুক্রবার থেকে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে শত শত পরিবার। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম সাইফুল আহমেদ বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খেতে হচ্ছে। ১২টি খুঁটি ভেঙে গেছে। কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলা মুশকিল।’
গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ায় ফেনীর ৬০ শতাংশ এলাকা এখনো বিদ্যুৎহীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৭২টি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। মেইন লাইন মোটামুটি চালু হয়েছে। শাখা লাইনগুলো চালু করার চেষ্টা চলছে।
এদিকে বিভিন্ন স্থানে তার ছিঁড়ে যাওয়ায় খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে ২৩ ঘণ্টা পর গতকাল দুপুরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার ও খুঁটি মেরামত শেষে ৩২ ঘণ্টা পর চালু হলো ঝালকাঠি শহরের বিদ্যুৎ-সংযোগ। প্রবল বাতাসে শুক্রবার সকাল ৯টার দিকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ঝালকাঠি শহর। ইন্টারনেট সংযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ। বিদ্যুৎ না থাকায় পৌর শহরে পানি সরবরাহও ছিল বন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছিল বাসিন্দারা। শনিবার বিকেল ৫টায় বিদ্যুৎ লাইন চালু করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে