আজ দশম সঞ্জীব উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৩
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১০: ৪৭

জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ। ২০১০ সাল থেকে প্রতিবছর এ দিনে সঞ্জীব উৎসব উদ্‌যাপন পর্ষদ আয়োজন করে ‘সঞ্জীব উৎসব’। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দশমবারের মতো হবে এ উৎসব। এতে গান গাইবেন জয় শাহরিয়ার, ব্যান্ড বিস্কুট, শুভযাত্রা, সাবকনশাস, বে অব বেঙ্গল, দুর্গ, ইন্ট্রোয়েট, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ ও সুহৃদ স্বাগত। বিকেল ৪টায় শুরু হবে এ আয়োজন।

এবারের উৎসবে প্রকাশিত হতে যাচ্ছে সঞ্জীব চৌধুরীর গান কবিতা সমগ্র ‘তোমাকেই বলে দেব’। জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় প্রকাশিত বইতে সঞ্জীব চৌধুরীর প্রকাশিত সব গানের কথা স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।

সঞ্জীব চৌধুরী ‘দলছুট’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা। দলছুটের চারটি অ্যালবামের পাশাপাশি অনেক গান লিখেছেন, সুরও করেছেন। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘সমুদ্র সন্তান’, ‘জোছনা বিহার’ প্রভৃতি সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত