৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯: ১৫
Thumbnail image
কম দামে টিসিবির পণ্য কেনার দৃশ্য নিম্নবিত্তদের অসহায়ত্বই প্রকাশ করে। ছবি: আজকের পত্রিকা

আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। আজ থেকে ঢাকা ও চট্টগ্রামের সাধারণ ভোক্তাদের জন্য এসব আলু বিক্রি শুরু হবে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারের কাছে টিসিবি ১০০ টাকা লিটার ভোজ্যতেল, ৩০ টাকা কেজি চাল ও ৬০ টাকা কেজি মসুর ডাল বিক্রি করছে। এই কার্যক্রমের পাশাপাশি টিসিবি ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টি ট্রাকে ভর্তুকি মূল্যে বুধবার থেকে নতুন করে আলুও বিক্রি করবে। বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন সকালে টিসিবি ভবনে আলু বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করবেন।

সাধারণত প্রতিবছর উৎপাদন মৌসুমে আলুর দাম ২০-৩০ টাকা এবং মৌসুম শেষে ৪৫-৫০ টাকায় ওঠে। কিন্তু এ বছর উৎপাদন মৌসুম থেকেই আলুর দাম চড়া; এখন সেটি ৭০-৭৫ টাকায় উঠেছে। বর্তমানে হিমাগার পর্যায়ে খাওয়ার আলু বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকা কেজি। আর বীজ আলুর দাম বেড়ে ৮৫-৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজারে সরবরাহ বাড়িয়ে দাম কমাতে সেপ্টেম্বরের শুরুর দিকে আলুর আমদানি শুল্ক ১০ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৫ সেপ্টেম্বর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন (এসআরও) জারি করা হয়। পাশাপাশি আলু আমদানিতে যে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল, সেটিও প্রত্যাহার করা হয়। কিন্তু তাতে আমদানি খুব একটা বাড়েনি।

টিসিবির তথ্য বলছে, ২০২১ সালের নভেম্বর মাসের মাঝামাঝিতে আলুর দাম ছিল ২০-২৫ টাকা কেজি। ২০২২ সালে তা কিছুটা বেড়ে ২২-২৮ টাকায় ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত