ফারুক মেহেদী, ঢাকা
সংকটে পড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তহবিল জুগিয়ে সচল রাখে সরকার। কখনো ভর্তুকি, আবার কখনো ধার হিসেবে এই অর্থ দেওয়া হয়। এভাবে অর্থ ঢালতে থাকায় গত বছরের ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ১৩২টি প্রতিষ্ঠানের কাছে অর্থ মন্ত্রণালয়ের পাওনা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ১৭০ কোটি টাকা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, লোকসানি প্রতিষ্ঠানকে দেওয়া ভর্তুকি ও ধার সরকারের তহবিল ব্যবস্থাপনায় ঝুঁকি বাড়াচ্ছে।
ঢাকা সফরে আসা আইএমএফের কারিগরি দল অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ভর্তুকি ও ধার দেওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি সরকারের স্পর্শকাতর আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) কীভাবে কাজ করে, তা দেখতে এতে প্রবেশের সুযোগও চেয়েছে তারা। শুধু তা-ই নয়, সরকারকে অনুমোদন দেওয়া ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আরও স্পষ্ট অঙ্গীকার জানতে চেয়েছে আইএমএফ। সংস্থাটির সিনিয়র অর্থনীতিবিদ সন্দ্বীপ সাক্সেনার নেতৃত্বে চার সদস্যের কারিগরি টিম গত মঙ্গলবারও এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
ভর্তুকি নিয়ে আইএমএফের অব্যাহত চাপের বিষয়ে মন্তব্য জানতে চাইলে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান আজকের পত্রিকাকে বলেন, বিশাল অঙ্কের এই ধারদেনা ও ভর্তুকি নিঃসন্দেহে সরকারের তহবিল ব্যবস্থাপনায় ঝুঁকি ও চাপ তৈরি করছে। এটা শুধু আইএমএফ চাইছে বলে নয়; নিজেদের প্রয়োজনেই এর একটা পর্যালোচনা হওয়া দরকার। সরকারি এসব সংস্থা কেন এভাবে ধার ও ভর্তুকির টাকায় চলছে? কত দিন চলবে? এদের দক্ষতা বাড়ছে না কেন? এসব বিষয়ে একটা জবাবদিহি অবশ্যই থাকা দরকার।
প্রতিবছরই রাজস্ব ঘাটতিতে থাকে সরকার। রাজস্বের লক্ষ্য পূরণ না হওয়ায় ঋণ নিয়ে বাজেট ব্যয় নির্বাহ করতে হয়। এই অবস্থার মধ্যেও লোকসানি প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগত অর্থ জোগান দিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ডিএসএল শাখার সূত্র থেকে জানা যায়, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সরকারের কাছ থেকে প্রতিবছর ধার বা ভর্তুকি হিসেবে বিপুল অর্থ নিলেও তা পরে শোধ করতে পারছে না। গত বছরের ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত করপোরেশন, বোর্ড, কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার কাছে অর্থ মন্ত্রণালয়ের ধারদেনার অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ১৭০ কোটি টাকা।
এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছেই অর্থ মন্ত্রণালয়ের পাওনা ৬৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে পায় ১৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বিসিআইসির কাছে ১২ হাজার কোটি, ঢাকা ওয়াসার কাছে ২৪ হাজার কোটি এবং বিমানের কাছে ৮৭২ কোটি টাকা পায় সরকার। একইভাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক), বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), বাংলাদেশ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসিক ব্যাংকসহ ১৩২টি সংস্থার কাছে বকেয়ার পাহাড় জমে আছে। এর বেশির ভাগই লোকসানি প্রতিষ্ঠান। কোনো কোনোটি কিছু লাভ করলেও অর্থ মন্ত্রণালয়ের বকেয়া শোধ করতে পারছে না।
এ নিয়ে আইএমএফের কারিগরি দল প্রশ্ন তুলেছে, এটা কতকাল দেওয়া হবে? এর ফলে সরকারের তহবিল ও হিসাব ব্যবস্থাপনায় কী প্রভাব পড়বে? যেখানে সরকারের রাজস্ব আয়ে তেমন সুখবর নেই—এমন অবস্থায় বিরাট খরচের চাপ সামলানো কঠিন হবে কি না?
অর্থ মন্ত্রণালয়ের স্পর্শকাতর সফটওয়্যার আইবাসের বিষয়েও আগ্রহ দেখিয়েছে আইএমএফ। সংস্থাটির কর্মকর্তারা জানতে চেয়েছেন, এই সফটওয়্যার কীভাবে কাজ করে? এটা তহবিল ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় দক্ষ কি না? এতে তাদের প্রবেশাধিকার দেওয়া যায় কি না?
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আইবাস খুবই দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এখানে সব হিসাব-নিকাশের তথ্য যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে। রিয়েল টাইমে তা ট্রেক করা যাচ্ছে। সুতরাং আইবাস নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা সরকারের স্পর্শকাতর সফটওয়্যার। তাই এখানে সরকারের বাইরে অন্য কোনো সংস্থার প্রবেশাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই।
সংকটে পড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তহবিল জুগিয়ে সচল রাখে সরকার। কখনো ভর্তুকি, আবার কখনো ধার হিসেবে এই অর্থ দেওয়া হয়। এভাবে অর্থ ঢালতে থাকায় গত বছরের ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ১৩২টি প্রতিষ্ঠানের কাছে অর্থ মন্ত্রণালয়ের পাওনা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ১৭০ কোটি টাকা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, লোকসানি প্রতিষ্ঠানকে দেওয়া ভর্তুকি ও ধার সরকারের তহবিল ব্যবস্থাপনায় ঝুঁকি বাড়াচ্ছে।
ঢাকা সফরে আসা আইএমএফের কারিগরি দল অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ভর্তুকি ও ধার দেওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি সরকারের স্পর্শকাতর আর্থিক ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) কীভাবে কাজ করে, তা দেখতে এতে প্রবেশের সুযোগও চেয়েছে তারা। শুধু তা-ই নয়, সরকারকে অনুমোদন দেওয়া ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আরও স্পষ্ট অঙ্গীকার জানতে চেয়েছে আইএমএফ। সংস্থাটির সিনিয়র অর্থনীতিবিদ সন্দ্বীপ সাক্সেনার নেতৃত্বে চার সদস্যের কারিগরি টিম গত মঙ্গলবারও এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
ভর্তুকি নিয়ে আইএমএফের অব্যাহত চাপের বিষয়ে মন্তব্য জানতে চাইলে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান আজকের পত্রিকাকে বলেন, বিশাল অঙ্কের এই ধারদেনা ও ভর্তুকি নিঃসন্দেহে সরকারের তহবিল ব্যবস্থাপনায় ঝুঁকি ও চাপ তৈরি করছে। এটা শুধু আইএমএফ চাইছে বলে নয়; নিজেদের প্রয়োজনেই এর একটা পর্যালোচনা হওয়া দরকার। সরকারি এসব সংস্থা কেন এভাবে ধার ও ভর্তুকির টাকায় চলছে? কত দিন চলবে? এদের দক্ষতা বাড়ছে না কেন? এসব বিষয়ে একটা জবাবদিহি অবশ্যই থাকা দরকার।
প্রতিবছরই রাজস্ব ঘাটতিতে থাকে সরকার। রাজস্বের লক্ষ্য পূরণ না হওয়ায় ঋণ নিয়ে বাজেট ব্যয় নির্বাহ করতে হয়। এই অবস্থার মধ্যেও লোকসানি প্রতিষ্ঠানগুলোকে ক্রমাগত অর্থ জোগান দিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ডিএসএল শাখার সূত্র থেকে জানা যায়, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সরকারের কাছ থেকে প্রতিবছর ধার বা ভর্তুকি হিসেবে বিপুল অর্থ নিলেও তা পরে শোধ করতে পারছে না। গত বছরের ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত করপোরেশন, বোর্ড, কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার কাছে অর্থ মন্ত্রণালয়ের ধারদেনার অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ১৭০ কোটি টাকা।
এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছেই অর্থ মন্ত্রণালয়ের পাওনা ৬৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে পায় ১৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বিসিআইসির কাছে ১২ হাজার কোটি, ঢাকা ওয়াসার কাছে ২৪ হাজার কোটি এবং বিমানের কাছে ৮৭২ কোটি টাকা পায় সরকার। একইভাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক), বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), বাংলাদেশ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বেসিক ব্যাংকসহ ১৩২টি সংস্থার কাছে বকেয়ার পাহাড় জমে আছে। এর বেশির ভাগই লোকসানি প্রতিষ্ঠান। কোনো কোনোটি কিছু লাভ করলেও অর্থ মন্ত্রণালয়ের বকেয়া শোধ করতে পারছে না।
এ নিয়ে আইএমএফের কারিগরি দল প্রশ্ন তুলেছে, এটা কতকাল দেওয়া হবে? এর ফলে সরকারের তহবিল ও হিসাব ব্যবস্থাপনায় কী প্রভাব পড়বে? যেখানে সরকারের রাজস্ব আয়ে তেমন সুখবর নেই—এমন অবস্থায় বিরাট খরচের চাপ সামলানো কঠিন হবে কি না?
অর্থ মন্ত্রণালয়ের স্পর্শকাতর সফটওয়্যার আইবাসের বিষয়েও আগ্রহ দেখিয়েছে আইএমএফ। সংস্থাটির কর্মকর্তারা জানতে চেয়েছেন, এই সফটওয়্যার কীভাবে কাজ করে? এটা তহবিল ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় দক্ষ কি না? এতে তাদের প্রবেশাধিকার দেওয়া যায় কি না?
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আইবাস খুবই দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এখানে সব হিসাব-নিকাশের তথ্য যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে। রিয়েল টাইমে তা ট্রেক করা যাচ্ছে। সুতরাং আইবাস নিয়ে কোনো প্রশ্ন নেই। এটা সরকারের স্পর্শকাতর সফটওয়্যার। তাই এখানে সরকারের বাইরে অন্য কোনো সংস্থার প্রবেশাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে