নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আগে বাচ্চাদের জন্য সপ্তাহে একটা মুরগি কেনার চেষ্টা করতাম। এখন মুরগি পুরাপুরি বাদ। মাছ-গরুর মাংস তো আরও আগেই বাদ দিছি। এক সপ্তাহ ধইরা শুধু আলু আর বাঁধাকপি দিয়া পার করতেছি। বাচ্চাগুলা ভালো কিছু খাওয়ার জন্য কান্দে। ওদের তো বুঝাইতে পারি না।’ গতকাল বৃহস্পতিবার সকালে এ কথাগুলো বলেন রাজধানীর রামপুরা বাজারে সদাইপাতি কিনতে আসা স্বপ্না আক্তার।
পেশায় দরজি এই নারীর মাসে আয় ১০ হাজার টাকার মতো। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাঁর স্বামী পান ১৫ হাজার টাকা। ২৫ হাজার টাকা আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে প্রতি মাসেই নানাভাবে খরচের খাতায় কাটছাঁট করতে হচ্ছে তাঁদের। স্বামী আর দুই সন্তানকে নিয়ে দুই রুমের সাবলেট বাসায় থাকেন স্বপ্না। তবে আয়ের তুলনায় ব্যয়ের পাল্লা ভারী হতে থাকায় আগামী মাসেই একটা রুম ছেড়ে দিতে হচ্ছে তাঁকে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে স্বপ্নার মতোই খাদ্যতালিকা ছোট করছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ। রায়েরবাজারে বাজার করতে আসা রিয়াজুল হক জানান, বাসায় বৃদ্ধ মা আর ছোট বাচ্চাকে দিনে দুটি করে সেদ্ধ ডিম দেওয়া হতো। দুই সপ্তাহ ধরে সেটা বাদ দিয়েছেন। মাসে একটা হরলিকস কিনতেন, সেটাও আগামী মাস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল রাজধানীর মোহাম্মদপুর, রায়েরবাজার, রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা দরে। আর মিনিকেটের কেজি ৭৫ টাকা। রামপুরা বাজারে চাল কিনতে আসা গৃহিণী পারভিন আক্তার বলেন, ‘এত দিন মিনিকেট চাল কিনতাম। আজ মোটা চালটাই কিনব বলে ঠিক করছি। দামের সঙ্গে আর পাইরা উঠতেছি না।’
বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ দোকানেই প্যাকেটজাত চিনি নেই। খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা কেজিতে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্যাকেটজাত লাল চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। রামপুরা বাজারের আবু তাহের স্টোরের বিক্রেতা আবু তাহের মিয়া বলেন, ‘আমার দোকানে চিনি নাই। কোনো কোম্পানি থেকেই চিনি পাইতেছি না আমরা।’ সয়াবিন তেলের বাজারও গরম। ৫ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। আর খোলা তেল প্রতিকেজি ১৯৫ টাকা। মেরাদিয়া বাজারের একটি দোকানে তেল কিনতে আসা শওকত হোসাইন বলেন, সব সময় পাঁচ লিটারের ক্যান কিনতাম। কিন্তু মাস তিনেক ধরে ২ লিটারের বোতল কিনতেছি। তেল কম কিনলে খরচও মনে হয় একটু কম হয়।
দাম বাড়ায় মুরগির বিক্রি আগের চেয়ে কিছুটা কমেছে বলে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতারা। মোহাম্মদপুর বাজারের মুরগি বিক্রেতা আসলাম আলী বলেন, ব্রয়লারের কেজি এখন ২২০ টাকা। লাল ডিমের ডজন ১৪৫ টাকা। দাম তো বাড়ছে। বিক্রিও কিছুটা কম মনে হইতেছে। পরিস্থিতি এখন খুবই খারাপ। কোনো ব্যবসার অবস্থাই ভালো না।
এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে পেঁয়াজের দাম। এ সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ৫ টাকা কমে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতের পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকা।
সবজির বাজারে বাঁধাকপি, আলু ও টমেটো ছাড়া প্রায় সবকিছুর দামই বাড়তির দিকে। বাঁধাকপি প্রতিটা আকারভেদে ২০-৩০ টাকা, আলুর কেজি জাতভেদে ২০-২৫ টাকা এবং টমেটো কেজি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্য সবজির মধ্যে মুলা ৪০, পেঁপে ৪০, শসা ৬০, গাজর ৪০, বরবটি ১৪০, তাল বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ২০০ টাকা আর শুকনা মরিচ ৪২০ টাকা। লাউ প্রতিটা ৮০-৯০ টাকা, লেবু জাতভেদে ৪৫-৬০ টাকা হালি, কাঁচা কলা ৪০-৫০ টাকা হালি।
মেরাদিয়া বাজারে শাকসবজির দরদাম করা তোফাজ্জল হোসেন বলেন, `দুইটা লাউয়ের ডগা ৩০ টাকা চাইতেছে। কাঁচকলা, পেঁপে ২০ টাকা কইরা কিনতাম, সেইটা এখন ৪০-৫০ টাকা। মাছ-মাংস তো বাদ দিছিই, শাকসবজি খাইয়া বাঁচার মতো অবস্থাও আর থাকতেছে না।’
‘আগে বাচ্চাদের জন্য সপ্তাহে একটা মুরগি কেনার চেষ্টা করতাম। এখন মুরগি পুরাপুরি বাদ। মাছ-গরুর মাংস তো আরও আগেই বাদ দিছি। এক সপ্তাহ ধইরা শুধু আলু আর বাঁধাকপি দিয়া পার করতেছি। বাচ্চাগুলা ভালো কিছু খাওয়ার জন্য কান্দে। ওদের তো বুঝাইতে পারি না।’ গতকাল বৃহস্পতিবার সকালে এ কথাগুলো বলেন রাজধানীর রামপুরা বাজারে সদাইপাতি কিনতে আসা স্বপ্না আক্তার।
পেশায় দরজি এই নারীর মাসে আয় ১০ হাজার টাকার মতো। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাঁর স্বামী পান ১৫ হাজার টাকা। ২৫ হাজার টাকা আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে প্রতি মাসেই নানাভাবে খরচের খাতায় কাটছাঁট করতে হচ্ছে তাঁদের। স্বামী আর দুই সন্তানকে নিয়ে দুই রুমের সাবলেট বাসায় থাকেন স্বপ্না। তবে আয়ের তুলনায় ব্যয়ের পাল্লা ভারী হতে থাকায় আগামী মাসেই একটা রুম ছেড়ে দিতে হচ্ছে তাঁকে।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে স্বপ্নার মতোই খাদ্যতালিকা ছোট করছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ। রায়েরবাজারে বাজার করতে আসা রিয়াজুল হক জানান, বাসায় বৃদ্ধ মা আর ছোট বাচ্চাকে দিনে দুটি করে সেদ্ধ ডিম দেওয়া হতো। দুই সপ্তাহ ধরে সেটা বাদ দিয়েছেন। মাসে একটা হরলিকস কিনতেন, সেটাও আগামী মাস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল রাজধানীর মোহাম্মদপুর, রায়েরবাজার, রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা দরে। আর মিনিকেটের কেজি ৭৫ টাকা। রামপুরা বাজারে চাল কিনতে আসা গৃহিণী পারভিন আক্তার বলেন, ‘এত দিন মিনিকেট চাল কিনতাম। আজ মোটা চালটাই কিনব বলে ঠিক করছি। দামের সঙ্গে আর পাইরা উঠতেছি না।’
বাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ দোকানেই প্যাকেটজাত চিনি নেই। খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা কেজিতে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্যাকেটজাত লাল চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। রামপুরা বাজারের আবু তাহের স্টোরের বিক্রেতা আবু তাহের মিয়া বলেন, ‘আমার দোকানে চিনি নাই। কোনো কোম্পানি থেকেই চিনি পাইতেছি না আমরা।’ সয়াবিন তেলের বাজারও গরম। ৫ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। আর খোলা তেল প্রতিকেজি ১৯৫ টাকা। মেরাদিয়া বাজারের একটি দোকানে তেল কিনতে আসা শওকত হোসাইন বলেন, সব সময় পাঁচ লিটারের ক্যান কিনতাম। কিন্তু মাস তিনেক ধরে ২ লিটারের বোতল কিনতেছি। তেল কম কিনলে খরচও মনে হয় একটু কম হয়।
দাম বাড়ায় মুরগির বিক্রি আগের চেয়ে কিছুটা কমেছে বলে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতারা। মোহাম্মদপুর বাজারের মুরগি বিক্রেতা আসলাম আলী বলেন, ব্রয়লারের কেজি এখন ২২০ টাকা। লাল ডিমের ডজন ১৪৫ টাকা। দাম তো বাড়ছে। বিক্রিও কিছুটা কম মনে হইতেছে। পরিস্থিতি এখন খুবই খারাপ। কোনো ব্যবসার অবস্থাই ভালো না।
এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে পেঁয়াজের দাম। এ সপ্তাহে দেশি পেঁয়াজের দাম ৫ টাকা কমে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতের পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকা।
সবজির বাজারে বাঁধাকপি, আলু ও টমেটো ছাড়া প্রায় সবকিছুর দামই বাড়তির দিকে। বাঁধাকপি প্রতিটা আকারভেদে ২০-৩০ টাকা, আলুর কেজি জাতভেদে ২০-২৫ টাকা এবং টমেটো কেজি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্য সবজির মধ্যে মুলা ৪০, পেঁপে ৪০, শসা ৬০, গাজর ৪০, বরবটি ১৪০, তাল বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ২০০ টাকা আর শুকনা মরিচ ৪২০ টাকা। লাউ প্রতিটা ৮০-৯০ টাকা, লেবু জাতভেদে ৪৫-৬০ টাকা হালি, কাঁচা কলা ৪০-৫০ টাকা হালি।
মেরাদিয়া বাজারে শাকসবজির দরদাম করা তোফাজ্জল হোসেন বলেন, `দুইটা লাউয়ের ডগা ৩০ টাকা চাইতেছে। কাঁচকলা, পেঁপে ২০ টাকা কইরা কিনতাম, সেইটা এখন ৪০-৫০ টাকা। মাছ-মাংস তো বাদ দিছিই, শাকসবজি খাইয়া বাঁচার মতো অবস্থাও আর থাকতেছে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে