গুনাহকে ছোট মনে করতে নেই

মুফতি আবু দারদা
Thumbnail image

ইসলামের দৃষ্টিতে যা কিছু গুনাহ বা পাপকাজ, তা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। গুনাহ যত ছোটই হোক, তা থেকে বেরিয়ে আসার মানসিকতা লালন করতে হবে। কোনো গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। গুনাহ যত ছোটই হোক, তাতে অটল থাকলে তা বড় গুনাহে পরিণত হয়। এ ব্যাপারে মহানবী (সা.) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘ছোট ও তুচ্ছ পাপ থেকেও দূরে থেকো। … ছোট ও তুচ্ছ পাপের পাপীকে যখন ধরা হবে, তখন তা তাকে ধ্বংস করে ছাড়বে।’ (আহমদ: ৩৮৯) অন্য হাদিসে মহানবী (সা.) এরশাদ করেন, ‘নগণ্য ও ছোট গুনাহের ব্যাপারে সাবধান হও। কারণ সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে, এরপর তাকে ধ্বংস করে দেয়।’ (আহমাদ: ২৪৭০)

ইমানদার ব্যক্তি সব সময় আল্লাহর অবাধ্যতার ভয় করেন। কোনো গুনাহে জড়িয়ে পড়তে পারেন, এই ভয়ে আড়ষ্ট থাকেন। ছোট গুনাহ করলেও মহান আল্লাহর শাস্তির ভয় করেন। মহানবী (সা.) বলেন, ‘ইমানদার ব্যক্তি নিজের গুনাহগুলোকে এত বড় মনে করে, যেন সে একটা পাহাড়ের নিচে বসে আসে, এবং এই ভয় করে যে হয়তো পাহাড়টি তার ওপর ধসে পড়বে। আর পাপী ব্যক্তি নিজের গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের ওপর দিয়ে চলে যায়।’ (বুখারি: ৬৩০৮)

সাহাবায়ে কেরাম সব ধরনের গুনাহকেই ধ্বংসাত্মক মনে করতেন। আনাস (রা.) বলেন, ‘তোমরা এমন সব (গুনাহের) কাজ করে থাকো, যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও চিকন মনে হয়। কিন্তু নবী (সা.)-এর যুগে আমরা এগুলোকেই ধ্বংসাত্মক মনে করতাম।’ (বুখারি: ৬৪৯২) 

মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত