সম্পাদকীয়
‘এমন কোনো পণ্য নেই, যা দেশে নকল হচ্ছে না।’—কথাটা খুব সহজে বলে ফেলা যাচ্ছে, কারণ এটাই বাস্তব ঘটনা। বলেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। যদিও এটা কোনো নতুন কথা নয়, তবু জনসমক্ষে সাহস করে বলে ফেলায় তাঁকে সাধুবাদ জানাতে হয়।
ভেজালে ছেয়ে গেছে দেশ, নকলে ছেয়ে গেছে দেশ। ভেজালের কথা দিয়েই শুরু করি। মাছের বাজারে গেলে আপনি অবাক হবেন। এত সৎ মাছ বিক্রেতা রয়েছে বাজারজুড়ে, সেটা কেন এত দিন আপনি খেয়াল করেননি, সেটা ভেবে আফসোস করবেন। তাঁরা প্রত্যেকেই দাবি করবেন, তাঁদের মাছটাই খাঁটি নদীর মাছ। কোনো ভেজাল নেই তাতে। পাকা রুইয়ের দাম চাইবে ৮০০ টাকা কেজি। পাঁচ কেজি ওজনের মাছটা আপনাকে দেওয়ার খুব শখ তাঁর, তাই শুধু আপনার জন্যই ওই মাছটি তিনি সাড়ে ৬০০ টাকা কেজি রাখবেন।
‘অরিজিনাল’ নদীর মাছ নিয়ে আপনি বাজার থেকে বের হওয়ার আগেই একই আকারের আরেকটি মাছ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন সেই সত্যবাদী। এ কথা আপনার জানার কথা নয়।
গরুর মাংসে সিরিঞ্জ দিয়ে পানি ঢোকাতে দেখেছেন কখনো? খুব ভোরবেলা গরু জবাই করার পরপরই কোনো কোনো বাজারের কোনো কোনো কসাইয়ের সাঙ্গপাঙ্গরা মাংসের মধ্যে পানি ঢোকানোর কাজটা শুরু করে দেয়। আপনি যদি ২ কেজি মাংস কেনেন, তাহলে বাড়িতে এসে রান্নায় বসালে সেটা এমনিতেই দেড় কেজি হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কোন পথে ঠকলেন।
আর বাটখারা? সে স্বয়ংক্রিয় হোক আর হাতে ওজন করা বাটখারা হোক, অন্য জায়গায় মেপে দেখলেই বুঝতে পারবেন, আপনাকে ওজনে ঠকানো হয়েছে।
ভেজালের দুটো উদাহরণ দেওয়া হলো। এই ভেজালও কি নকল নয়? আপনি তো আসল মাছের দামে নকল মাছ কিনলেন, আসল মাপের জায়গায় নকল মাপে মাংস কিনলেন। আপনার সরল বিশ্বাসে এই ‘কসম’-কাটা লোকদের কিছুই যায়-আসে না। মোদ্দাকথা—মুনাফা। এই মুনাফা শুধু মাছ আর মাংসের বাজারে চলছে, সেটা ভাববেন না। শুশ্রূষার জন্য যেসব হাসপাতাল খুলে রাখা হয়েছে, সেখানেও দেখবেন নকল চিকিৎসার আড়ম্বর। সাংবাদিকদের মধ্যে নকল সাংবাদিক, সংস্কৃতিসেবীর মধ্যে নকল সংস্কৃতিসেবী, ঠিকাদারের মধ্যে নকল ঠিকাদার খুঁজে পাবেন—এই তালিকা কি পূর্ণ হওয়ার মতো?
চকবাজারে গেলে দেখবেন, থরে থরে দামি বিদেশি প্রসাধনসামগ্রীর দোকান। সব নকল, সব রদ্দিমাল। কিন্তু এখান থেকেই অভিজাত মার্কেটে যাচ্ছে এই প্রসাধনী। ১০০ টাকার জিনিস ৫ হাজার টাকায় কিনে ক্রেতা ভাবছেন, জিতে গেলাম! আসলে সবই যে শুভংকরের ফাঁকি, সেটা জানলে কপাল চাপড়ানো ছাড়া আর কীই-বা করার থাকে!
দেশটা উচ্ছন্নে যাচ্ছে বলে গালাগাল করা সহজ, কিন্তু দেশটাকে ‘উচ্ছন্ন’ থেকে ফিরিয়ে আনতে হলে তো সচেতন মানুষদের ঐক্য গড়ে ওঠা দরকার। নকলবাজদের কড়া শাস্তি দেওয়া দরকার। প্রশ্ন একটাই, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
‘এমন কোনো পণ্য নেই, যা দেশে নকল হচ্ছে না।’—কথাটা খুব সহজে বলে ফেলা যাচ্ছে, কারণ এটাই বাস্তব ঘটনা। বলেছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। যদিও এটা কোনো নতুন কথা নয়, তবু জনসমক্ষে সাহস করে বলে ফেলায় তাঁকে সাধুবাদ জানাতে হয়।
ভেজালে ছেয়ে গেছে দেশ, নকলে ছেয়ে গেছে দেশ। ভেজালের কথা দিয়েই শুরু করি। মাছের বাজারে গেলে আপনি অবাক হবেন। এত সৎ মাছ বিক্রেতা রয়েছে বাজারজুড়ে, সেটা কেন এত দিন আপনি খেয়াল করেননি, সেটা ভেবে আফসোস করবেন। তাঁরা প্রত্যেকেই দাবি করবেন, তাঁদের মাছটাই খাঁটি নদীর মাছ। কোনো ভেজাল নেই তাতে। পাকা রুইয়ের দাম চাইবে ৮০০ টাকা কেজি। পাঁচ কেজি ওজনের মাছটা আপনাকে দেওয়ার খুব শখ তাঁর, তাই শুধু আপনার জন্যই ওই মাছটি তিনি সাড়ে ৬০০ টাকা কেজি রাখবেন।
‘অরিজিনাল’ নদীর মাছ নিয়ে আপনি বাজার থেকে বের হওয়ার আগেই একই আকারের আরেকটি মাছ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন সেই সত্যবাদী। এ কথা আপনার জানার কথা নয়।
গরুর মাংসে সিরিঞ্জ দিয়ে পানি ঢোকাতে দেখেছেন কখনো? খুব ভোরবেলা গরু জবাই করার পরপরই কোনো কোনো বাজারের কোনো কোনো কসাইয়ের সাঙ্গপাঙ্গরা মাংসের মধ্যে পানি ঢোকানোর কাজটা শুরু করে দেয়। আপনি যদি ২ কেজি মাংস কেনেন, তাহলে বাড়িতে এসে রান্নায় বসালে সেটা এমনিতেই দেড় কেজি হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কোন পথে ঠকলেন।
আর বাটখারা? সে স্বয়ংক্রিয় হোক আর হাতে ওজন করা বাটখারা হোক, অন্য জায়গায় মেপে দেখলেই বুঝতে পারবেন, আপনাকে ওজনে ঠকানো হয়েছে।
ভেজালের দুটো উদাহরণ দেওয়া হলো। এই ভেজালও কি নকল নয়? আপনি তো আসল মাছের দামে নকল মাছ কিনলেন, আসল মাপের জায়গায় নকল মাপে মাংস কিনলেন। আপনার সরল বিশ্বাসে এই ‘কসম’-কাটা লোকদের কিছুই যায়-আসে না। মোদ্দাকথা—মুনাফা। এই মুনাফা শুধু মাছ আর মাংসের বাজারে চলছে, সেটা ভাববেন না। শুশ্রূষার জন্য যেসব হাসপাতাল খুলে রাখা হয়েছে, সেখানেও দেখবেন নকল চিকিৎসার আড়ম্বর। সাংবাদিকদের মধ্যে নকল সাংবাদিক, সংস্কৃতিসেবীর মধ্যে নকল সংস্কৃতিসেবী, ঠিকাদারের মধ্যে নকল ঠিকাদার খুঁজে পাবেন—এই তালিকা কি পূর্ণ হওয়ার মতো?
চকবাজারে গেলে দেখবেন, থরে থরে দামি বিদেশি প্রসাধনসামগ্রীর দোকান। সব নকল, সব রদ্দিমাল। কিন্তু এখান থেকেই অভিজাত মার্কেটে যাচ্ছে এই প্রসাধনী। ১০০ টাকার জিনিস ৫ হাজার টাকায় কিনে ক্রেতা ভাবছেন, জিতে গেলাম! আসলে সবই যে শুভংকরের ফাঁকি, সেটা জানলে কপাল চাপড়ানো ছাড়া আর কীই-বা করার থাকে!
দেশটা উচ্ছন্নে যাচ্ছে বলে গালাগাল করা সহজ, কিন্তু দেশটাকে ‘উচ্ছন্ন’ থেকে ফিরিয়ে আনতে হলে তো সচেতন মানুষদের ঐক্য গড়ে ওঠা দরকার। নকলবাজদের কড়া শাস্তি দেওয়া দরকার। প্রশ্ন একটাই, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪