বাগেরহাট প্রতিনিধি
ব্রাহামা জাতের ষাঁড় ‘টিয়া’। তিন বছরেই ওজন হয়েছে ২৫ মণ। কালো ও বাদামি রঙের বিশাল আকৃতির এই ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এই গরু দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
ঈদুল আজহা উপলক্ষে পালন করা বাগেরহাটের কচুয়া উপজেলার দরিচড় মালিপটন এলাকার বিশ্বজিৎ বৈরাগীর পালিত ষাঁড় এই টিয়া। তিন বছর ধরে শুধু কাঁচা ঘাস, খড়কুটো, ধান ও ভুসি খাইয়ে বড় করেছেন টিয়াকে। টিয়ার জন্য খাবারের পাশাপাশি দুই বেলা গোসল ও গোয়ালে বাতাসের ব্যবস্থা রয়েছে।
বিশ্বজিতের সঙ্গে স্ত্রী সবিতা বৈরাগী ও কলেজপড়ুয়া মেয়ে শিউলি বৈরাগীরও দিন কাটে গরুর যত্ন করে। এই গরু নিয়েই স্বপ্ন তাঁদের। দাম হেঁকেছেন ১০ লাখ টাকা।
বিশ্বজিতের প্রতিবেশী রঞ্জন কুমার হালদার বলেন, তাঁদের এলাকায় এত বড় গরু আর নেই। তাঁরা প্রায় প্রতিদিনই গরুটি দেখতে আসেন। দেখেই শান্তি তাঁদের।
স্থানীয় মো. আইয়ুব আলী খান বলেন, বিশ্বজিতের গরু দেখতে প্রতিদিন অনেক লোক আসে। সকাল থেকে রাত পর্যন্ত এই গরুর যত্ন করে বিশ্বজিতের পরিবার। বিশ্বজিৎ ভালো দামে এই গরুটি বিক্রি করুক; এটাই তাঁদের আশা।
মালতী বাওয়ালী নামের এক নারী বলেন, সারা দিন বিশ্বজিৎ ও সবিতার পাশাপাশি তাঁদের মেয়ে শিউলি বৈরাগী গরুর জন্য খুব খাটেন। লেখাপড়ার পাশাপাশি শিউলির সব চিন্তা এই গরু নিয়ে। নিজেরা খেতে না পেলেও কখনো গরুকে না খাইয়ে রাখেন না বিশ্বজিৎ। গরুটি ভালো দামে বিক্রি করতে পারলে হয়তো বিশ্বজিতের পরিবারে সচ্ছলতা আসবে।
শিউলি বৈরাগী বলেন,৮-৯ বছর ধরে তাঁরা গরু পালন করেন। কিন্তু এবারই তাঁদের সব থেকে বড় গরু হয়েছে। বাবা অসুস্থ, বাইরে কাজ করতে পারেন না। অনেক কষ্ট করে সংসার চলে। এবার গরু বিক্রি করে সংসারে সচ্ছলতা আসবে।
গরুর মালিক বিশ্বজিৎ বৈরাগী বলেন, তিন বছর আগে তাঁর গোয়ালে টিয়ার জন্ম হয়। খুবই যত্নে বড় হয়েছে সে। সকালে এক কেজি ভুসি ও এক কেজি ধান খেয়ে টিয়ার দিন শুরু হয়। খড়কুটো ও কাঁচা ঘাস খেয়েই বাকি দিন কাটে। সকালে টিয়ার নাশতার পরে তিনি ঘাস কাটতে যান। সারা দিনই তাঁর মেয়ে শিউলি ও স্ত্রী সবিতা গরু সামলায়। গরুটাকে ১০ লাখ টাকায় বিক্রি করতে পারলে ঘর সংস্কার করবেন। মেয়ে ও স্ত্রীকে উপহার দেওয়ার আশাও আছে হতদরিদ্র বিশ্বজিতের।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফার রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে খামারি ও পারিবারিক পর্যায়ে অনেক গরু পালন করা হয়েছে। কচুয়ার বিশ্বজিৎ বৈরাগী নামের এক ব্যক্তির অনেক বড় একটি গরু রয়েছে।
ব্রাহামা জাতের ষাঁড় ‘টিয়া’। তিন বছরেই ওজন হয়েছে ২৫ মণ। কালো ও বাদামি রঙের বিশাল আকৃতির এই ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এই গরু দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
ঈদুল আজহা উপলক্ষে পালন করা বাগেরহাটের কচুয়া উপজেলার দরিচড় মালিপটন এলাকার বিশ্বজিৎ বৈরাগীর পালিত ষাঁড় এই টিয়া। তিন বছর ধরে শুধু কাঁচা ঘাস, খড়কুটো, ধান ও ভুসি খাইয়ে বড় করেছেন টিয়াকে। টিয়ার জন্য খাবারের পাশাপাশি দুই বেলা গোসল ও গোয়ালে বাতাসের ব্যবস্থা রয়েছে।
বিশ্বজিতের সঙ্গে স্ত্রী সবিতা বৈরাগী ও কলেজপড়ুয়া মেয়ে শিউলি বৈরাগীরও দিন কাটে গরুর যত্ন করে। এই গরু নিয়েই স্বপ্ন তাঁদের। দাম হেঁকেছেন ১০ লাখ টাকা।
বিশ্বজিতের প্রতিবেশী রঞ্জন কুমার হালদার বলেন, তাঁদের এলাকায় এত বড় গরু আর নেই। তাঁরা প্রায় প্রতিদিনই গরুটি দেখতে আসেন। দেখেই শান্তি তাঁদের।
স্থানীয় মো. আইয়ুব আলী খান বলেন, বিশ্বজিতের গরু দেখতে প্রতিদিন অনেক লোক আসে। সকাল থেকে রাত পর্যন্ত এই গরুর যত্ন করে বিশ্বজিতের পরিবার। বিশ্বজিৎ ভালো দামে এই গরুটি বিক্রি করুক; এটাই তাঁদের আশা।
মালতী বাওয়ালী নামের এক নারী বলেন, সারা দিন বিশ্বজিৎ ও সবিতার পাশাপাশি তাঁদের মেয়ে শিউলি বৈরাগী গরুর জন্য খুব খাটেন। লেখাপড়ার পাশাপাশি শিউলির সব চিন্তা এই গরু নিয়ে। নিজেরা খেতে না পেলেও কখনো গরুকে না খাইয়ে রাখেন না বিশ্বজিৎ। গরুটি ভালো দামে বিক্রি করতে পারলে হয়তো বিশ্বজিতের পরিবারে সচ্ছলতা আসবে।
শিউলি বৈরাগী বলেন,৮-৯ বছর ধরে তাঁরা গরু পালন করেন। কিন্তু এবারই তাঁদের সব থেকে বড় গরু হয়েছে। বাবা অসুস্থ, বাইরে কাজ করতে পারেন না। অনেক কষ্ট করে সংসার চলে। এবার গরু বিক্রি করে সংসারে সচ্ছলতা আসবে।
গরুর মালিক বিশ্বজিৎ বৈরাগী বলেন, তিন বছর আগে তাঁর গোয়ালে টিয়ার জন্ম হয়। খুবই যত্নে বড় হয়েছে সে। সকালে এক কেজি ভুসি ও এক কেজি ধান খেয়ে টিয়ার দিন শুরু হয়। খড়কুটো ও কাঁচা ঘাস খেয়েই বাকি দিন কাটে। সকালে টিয়ার নাশতার পরে তিনি ঘাস কাটতে যান। সারা দিনই তাঁর মেয়ে শিউলি ও স্ত্রী সবিতা গরু সামলায়। গরুটাকে ১০ লাখ টাকায় বিক্রি করতে পারলে ঘর সংস্কার করবেন। মেয়ে ও স্ত্রীকে উপহার দেওয়ার আশাও আছে হতদরিদ্র বিশ্বজিতের।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফার রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে খামারি ও পারিবারিক পর্যায়ে অনেক গরু পালন করা হয়েছে। কচুয়ার বিশ্বজিৎ বৈরাগী নামের এক ব্যক্তির অনেক বড় একটি গরু রয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে