অস্কার প্রত্যাখ্যান

সম্পাদকীয়
প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ১০: ১২
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৭: ৪০

একাডেমি অ্যাওয়ার্ড অনেক দামি পুরস্কার। যিনি পান, তিনি বর্তে যান। সেরা সেরা তারকার মিলনমেলা এই অস্কার। কিন্তু কখনো কখনো কেউ কেউ সে অনুষ্ঠানকে অন্য রঙে রাঙিয়ে দেন। তাঁদেরই একজন মারলন ব্রান্ডো। ‘গডফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেই পুরস্কার লাভ করেছিলেন। 

৪৫তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর বসেছিল ১৯৭৩ সালে। উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন লিভ উলমান আর রজার মুর। জেমস বন্ডের বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে রজার মুর অনেকের দৃষ্টি আকর্ষণ করলেও বাংলাদেশের টেলিভিশন দর্শক ‘দ্য সেইন্ট’ সিরিজটি দেখে তাঁর ভক্ত হয়ে উঠেছিলেন। 

সঞ্চালক দুজন মিলে সেরা অভিনেতার নাম ঘোষণা করলেন। মারলন ব্রান্ডো! করতালিতে মুখরিত হয়ে উঠল মিলনায়তন। দেখা গেল মারলন ব্রান্ডোর পক্ষে মঞ্চে উঠে আসছেন একজন নারী, সাচিন লিটলফেদার তাঁর নাম। তিনি আপাচি এবং ন্যাশনাল নেটিভ আমেরিকান এফারমেটিভ ইমেজ কমিটির প্রধান। রজার মুর পুরস্কারটি লিটলফেদারের হাতে ধরিয়ে দিতে গেলে লিটলফেদার তাঁকে একটু থামতে বলেন। তারপর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমি আজকের সন্ধ্যায় মারলন ব্রান্ডোর প্রতিনিধিত্ব করছি। তিনি একটি দীর্ঘ বক্তৃতা আপনাদের পড়ে শোনাতে বলেছেন। কিন্তু সময়ের অভাবে পুরোটা পড়ে শোনাতে পারছি না।’

এরপর তিনি মারলন ব্রান্ডো যে অতি আক্ষেপের সঙ্গে এই পুরস্কার প্রত্যাখ্যান করছেন, সে কথা জানিয়ে দিলেন। পুরস্কার গ্রহণ না করার কারণ হিসেবে ব্রান্ডো জানিয়েছেন, মার্কিন চলচ্চিত্রে আমেরিকার ইন্ডিয়ানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। স্থানীয় আদিবাসী আমেরিকানদের পক্ষে মারলন তাঁর অবস্থান নিশ্চিত করেছেন।

লিটলফেদার যখন কথা বলছিলেন, তখন কখনো কখনো মারলন ব্রান্ডোর সমর্থনে করতালিতে ভেসে যাচ্ছিল মিলনায়তন। কিন্তু কিছু মানুষ ‘দুয়ো’ ধ্বনিও উচ্চারণ করেছিল।

মারলন ব্রান্ডো বহু পুরস্কার জিতেছেন তাঁর জীবনে। বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী অভিনয়শিল্পী হিসেবে রয়েছে তাঁর পরিচয়। মানবাধিকার এবং আমেরিকার আদিবাসীদের সমর্থনে তিনি সোচ্চার ছিলেন।

সূত্র: ৪৫তম একাডেমি অ্যাওয়ার্ডের ভিডিও

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত