চীনে চিংড়ি রপ্তানির নিবন্ধন পেল খুলনার ২৫ প্রতিষ্ঠান

শামিমুজ্জামান, খুলনা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ৫৭
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১: ১৬

খুলনা অঞ্চলের (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর) ২৫টি হিমায়িত খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান চীনে চিংড়ি রপ্তানির জন্য দেশটির নিবন্ধন পেয়েছে। রপ্তানি শুরু হলে দেশের চিংড়িশিল্পে সুদিন ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা লিপটন সরদার জানান, ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে রাশিয়ায় ৭৩১ টন ও ইউক্রেনে ১১৯ মেট্রিক টন হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছিল। এ থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল ৬৯ কোটি ৪৪ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি হয় ২৬৯ টন চিংড়ি, যেখান থেকে আয় হয় ২৩ কোটি ৪৭ লাখ টাকা। তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশ দুটিতে চিংড়ি রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে রপ্তানিকারকেরা চীনে চিংড়ি পাঠানোর উপায় খুঁজতে থাকে। গত জুলাই মাসে হিমায়িত খাদ্য রপ্তানির জন্য চীনের নিবন্ধন পেয়েছে খুলনা অঞ্চলের ২৫টি প্রতিষ্ঠান। সেগুলো হলো জাপান ফাস্ট ট্রেড লিমিটেড, এসিআই অ্যাগ্রোলিংক লিমিটেড, মডার্ন সি ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড, রোজেমকো সি ফুড লিমিটেড, মেসার্স নাহার ট্রেডার্স, ক্রিসমো রোজেলা সি ফুড লিমিটেড, মোস্তফা অর্গানিক সি ফুড লিমিটেড, ব্রাইট সি ফুড লিমিটেড, এমইউ সি ফুড লিমিটেড, ছবি সি ফুড লিমিটেড, শাহনেওয়াজ সি ফুড লিমিটেড, আছিয়া সি ফুড লিমিটেড, বায়োনিক সি ফুড লিমিটেড, চালনা মেরিন সি ফুড লিমিটেড, সালাম সি ফুড লিমিটেড, এটলাস সি ফুড লিমিটেড, সি ফ্রেশ লিমিটেড, অর্গানিক শ্রিম্প এক্সপোর্ট লিমিটেড, জালালাবাদ ফ্রোজেন ফুড লিমিটেড, আলফা অ্যাকসেসরিজ অ্যান্ড অ্যাগ্রো এক্সপোর্ট লিমিটেড, বাগেরহাট সি ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড, শম্পা আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড, ইন্টারন্যাশনাল শ্রিম্প এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, ফ্রেশ ফুড লিমিটেড, ন্যাশনাল সি ফুড লিমিটেড ও সাউদার্ন ফুড লিমিটেড।

চীনে রপ্তানির নিবন্ধন পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন চিংড়ি রপ্তানিকারকেরা। তাঁদের আশা, দুই মাস পর চীনে চিংড়ি পাঠানো শুরু করতে পারবেন।

আছিয়া সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) পরিচালক তরিকুল ইসলাম জহির বলেন, এখন বিকল্প বাজার হওয়ায় চীনে রপ্তানির পাশাপাশি ইউরোপের সঙ্গে দর-কষাকষি করা যাবে। সে ক্ষেত্রে দাম বেশি পাওয়া যাবে।

ক্রিমসন রোজেলা সি ফুড লিমিটেডের স্বত্বাধিকারী জামাল উদ্দিন জানান, বর্তমানে অন্যান্য দেশের তুলনায় চীনে বাংলাদেশের চিংড়ির বাজার ভালো। তবে চীনের বাজার ধরতে গেলে উচ্চফলনশীল ভেনামি চিংড়ির চাষ বৃদ্ধি করতে হবে।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ভেনামি চিংড়ি চাষের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে পাইকগাছা উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রজাতির চিংড়ির চাষ করা হয়েছে। আধা নিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষ বৃদ্ধির জন্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত