মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুরে করোনার টিকার একটি ডোজও নেননি এমন ২১ হাজার ৭২২ জনের তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। এক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি ঘুরে গ্রাম পুলিশ সদস্যরা টিকার বাইরে থাকা এ সব লোকের তালিকা তৈরি করেছেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এ তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে জমা পড়েছে। গত বুধবার ওই তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। আগামীকাল শনিবার ২৬ ফেব্রুয়ারি উপজেলার ৫২টি কেন্দ্রে বাদ পড়া এই ব্যক্তিদের এক যোগে টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার উপজেলার ৩০০ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১২ বছরের ঊর্ধ্বের ৩ লাখ ৫০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৭০ শতাংশ। এ পর্যন্ত ৩ লাখ ২২ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার ২১ হাজার ৭২২ জন টিকার বাইরে রয়েছেন- এমন একটি তালিকা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা পেয়েছি। উপজেলা প্রশাসনের পাশাপাশি আমাদের ৩৮ জন স্বাস্থ্যকর্মী ও ৫১ জন পরিবার পরিকল্পনা সহকারী বাদ পড়াদের তালিকা তৈরিতে কাজ করছেন।’
তন্ময় বিশ্বাস আরও বলেন, ‘ধারণা করছি উপজেলার ২৫ হাজার মানুষ এখনো টিকার বাইরে রয়েছেন। শনিবার হাসপাতাল, প্রতিটি ইউনিয়ন পরিষদ ও ৩৪টি সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে (ইপিআই) করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আমরা ৩৩ হাজার টিকা মজুত রেখেছি। টিকার নিবন্ধন, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র ছাড়াই বাদ পড়ারা এ দিন টিকা নিতে পারবেন।’
মনিরামপুরে করোনার টিকার একটি ডোজও নেননি এমন ২১ হাজার ৭২২ জনের তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। এক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি ঘুরে গ্রাম পুলিশ সদস্যরা টিকার বাইরে থাকা এ সব লোকের তালিকা তৈরি করেছেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এ তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে জমা পড়েছে। গত বুধবার ওই তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। আগামীকাল শনিবার ২৬ ফেব্রুয়ারি উপজেলার ৫২টি কেন্দ্রে বাদ পড়া এই ব্যক্তিদের এক যোগে টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, ভ্রাম্যমাণ টিকাদান কর্মসূচির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার উপজেলার ৩০০ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১২ বছরের ঊর্ধ্বের ৩ লাখ ৫০ হাজার মানুষকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৭০ শতাংশ। এ পর্যন্ত ৩ লাখ ২২ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার ২১ হাজার ৭২২ জন টিকার বাইরে রয়েছেন- এমন একটি তালিকা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা পেয়েছি। উপজেলা প্রশাসনের পাশাপাশি আমাদের ৩৮ জন স্বাস্থ্যকর্মী ও ৫১ জন পরিবার পরিকল্পনা সহকারী বাদ পড়াদের তালিকা তৈরিতে কাজ করছেন।’
তন্ময় বিশ্বাস আরও বলেন, ‘ধারণা করছি উপজেলার ২৫ হাজার মানুষ এখনো টিকার বাইরে রয়েছেন। শনিবার হাসপাতাল, প্রতিটি ইউনিয়ন পরিষদ ও ৩৪টি সম্প্রসারিত টিকাদান কেন্দ্রে (ইপিআই) করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আমরা ৩৩ হাজার টিকা মজুত রেখেছি। টিকার নিবন্ধন, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র ছাড়াই বাদ পড়ারা এ দিন টিকা নিতে পারবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে