Ajker Patrika

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পিঠা উৎসব

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ০৩
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পিঠা উৎসব

মুন্সিগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা সদর ইউনিয়নের উপজেলা পরিষদ সংলগ্ন ফেমাস জেনারেল হাসপাতালের হল রুমে এ পিঠা উৎসব হয়।

এতে হাসপাতালের ম্যানেজার মাইনুল হাসান, স্টাফ সিথী, ফারজানা, সাম্মী, নুপুর, স্বর্ণা, ইতি, কেয়া ও অন্যান্য স্টাফরা বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। এই পিঠা হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও স্থানীয়দের মাঝে পরিবেশন করা হয়।

এ ছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখানে মডার্ন গ্রিন সিটিতে পিঠা উৎসব শুরু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন মডার্ন গ্রিন সিটিতে ৪ দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের প্রথম দিনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মাহি বি চৌধুরী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও বিকল্পধারা বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা বিকল্প যুবধারার সদস্যসচিব শেখ মহিউদ্দিন ছায়েম, মডার্ন গ্রিন সিটির চেয়ারম্যান লায়ন সলিমুল্লাহ মিয়া, মার্কেটিং প্রধান আশিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত